নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
তবুও বয়সটা লুকিয়ে রাখি,
তবুও মনে শান্তি আসে নিজেকে চিরসবুজ ভাবতে,
জানি...... তবু বেশ লাগে নিজেকে গুছিয়ে রাখতে;
আসুক ধেয়ে অশীতিপর তাতে কী,
মন যে এখনো সবে কুড়ি!
তবুও বেসিকটা গোপন রাখি,
তবুও প্রেরণা পাই সুখে বেঁচে থাকার
জানি...... মনে অহম প্রচুর,
তবুও হাতের মুঠোয় রাখি দুনিয়া,
কেউ জেনে গেলেও হবে না কিছু, তাতে কী,
বলবো কেন, কেউ যদি চেয়ে বসে!
বুকের আকাশে তাই স্বাধীনতায় উড়ি।
তবুও ভালো থাকি, নিজেকে সুন্দর ভাবি
যদিও চামড়ায় ভাঁজ পড়ার দিন শুরু
তবুও যত্নের নেই কমতি, মুখ ঘষি লেবুতে,
মুখের অলিগলিতে নরম আঙ্গুলে করি ম্যাসেজ,
যদি বলিরেখা ফিরে না আসে;
তবুও সুখ, বয়স বাড়ুক তাতে কী,
দেহ মন সুন্দর, নিজের মন করি নিজেই চুরি।
তবুও বিত্ত জমিয়ে রাখি গোপন আলমিরার ড্রয়ারে,
খরচে কিপটেমি হয়ে যায় মাঝে মাঝে,
তবুও ভাবি..... আহা কাজে দেবে ভবিষ্যতে;
কিছু একটা করা যাবে.....যদিও নি:শ্বাসের বিশ্বাস কম!
চকচকে নোট ছুঁয়ে মনে তুলে আনি শান্তি,
থাকুক আদরে কিছু বৈভব........
জানি পড়ে রবে সব যদি যাই চিরতরে চলে....তাতে কী !
যতটুকু সম্বল হাতের মুঠোয়.....
জীবনের মুড়ে মুড়ে ছড়ানো কেবল সুখনুড়ি!
রঙ মেখে সঙ সাজি, বয়স লুকানোর ধান্ধায় বিজি,
আয়নায় তাকালেই বিষ্ময়ে চোখ পড়ে নুয়ে কপালে গালে,
এখনো তরতাজা গোলাপ পাপড়ি যেন সব,
জানি বয়স করবে না ক্ষমা, কপাল যাবে কুঁচকে
গালের চামড়া যাবে ঝুলে, নিতে হবে মেনে;
তবুও প্রৌঢ় দেহকে ভাবি তরুণ, ভালো লাগে খুব;
জানি সবই ভেস্তে যাবে সময়ের ঢেউয়ে..... তাতে কী
আমার যেন এখনো সাতরঙ রঙধনু মন,
স্বাধীন উড়ি এক চিরসবুজ ঘুড়ি।
বয়স টাকা পয়সা দুনিয়ার সুখ নিয়ে মোহ চোখে এগিয়ে যাই
তবুও মনে আশা জাগে, ভালো বেঁচে থাকায় মুগ্ধতা, সুখ পাই,
জানি ফুরিয়ে যায় দিন, ফুরিয়ে যায় সব চঞ্চল প্রহর,
জরাজীর্ণ আসছে ধেয়ে, ঝাপটে ধরবে পরনির্ভরশীলতা;
বয়স পড়ে থাকবে দেহের উপর, কপালের ভাঁজে
গালের ঝুল চামড়া নিচে, দৃষ্টি হবে ঝাপসা,
ফুরিয়ে যাবে সব....... তাতে কী
যতটুকু সুখ, যতটুকু প্রাপ্যতা আমার তা নিয়েই না হয়
জমাই পাড়ি পরকালে...... যেখানে শুয়ে আছেন আমার যত উত্তরসুরী।
(২৫/০৬/২০২০)
২৬ শে জুন, ২০২৩ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। । আহারে কত দিন পর্যন্ত অফিস হতে ছুটি পেয়েছিলাম। এই করুণ সময়ের কথা ইতিহাস হয়ে থাকবে
ধন্যবাদ আপনাকে
২| ২৫ শে জুন, ২০২৩ রাত ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: আলমিরা শব্দটা আমি প্রথম দেখি কবি নির্মলেন্দু গুণের কবিতা
কবিতা ভালো হয়েছে আপু। স্মৃতিরা স্বপ্নের মধ্যে বেঁচে থাকুক।
২৬ শে জুন, ২০২৩ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন।
আগামী মাসে বাঙলোরে যাবো ইঙশাআল্লাহ
৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ২:৫৪
কাছের-মানুষ বলেছেন: সুন্দর এবং কিছুটা বিষাদের কবিতা! কবিতা পড়ে আরাম পেলাম।
২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ । ভালো থাকুন সর্বদা
৪| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:১০
শেরজা তপন বলেছেন: একদম সত্য কথন। এই বয়সে প্রায় সবারই একই অনুভুতি।
২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন
৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপু ব্যাঙ্গালোরে যাচ্ছেন কী চিকিৎসার জন্য?
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। দোয়া করবেন
ধন্যবাদ
৬| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: ওকে।
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৪:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
করোনার সময়কালীন লেখা।