নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
পুরাতন বাসার উপর তলা হতে ফুলটি পড়েছিল আমি ক্যামেরাবন্দি করে রাখি। এটা নয়নতারা।
আমি ছবি তোলার পাগল। যেখানে যে মুহূর্তে যাই সেই মুহূর্তের ছবিগুলো ক্যামেরায় বন্দি করি। এজন্য আপনজনেরা বকাবকি করেন। বলেন আরে আগে দুইনাইটা দেখ নিজের চোখে। ছবি পরে তুুলিস। দেখি না যে তা না। সাথে সাথে ছবিও তুলি। এমন না যে তারা আমার জন্য এক পায়ে খাড়াইয়া থাকবো আমি ছবি তুলমো তারপর আমারে নিয়া হাঁটা দিবে। ইতা হইতো না। তারপরও বড় বড় কথা হাহাহা। তাসীনের বাপের সাথে গেলে পিছে হাঁটি আর ছবি তুলি, তোলা শেষ হলে ছোট একটা দৌড় দিয়া গিয়া তারে ধরি।
এই ছবিগুলো খুবই পুরোনো। ২০১৬ সালের। তখন আমার মোবাইল ছিল স্যামসাং এ সেভেন। সেই সময়কার ছবিগুলো খুবই ভালো লাগতো, মোবাইলে দেখে মন ভরতো। সেই আবেগী ছবিগুলো এখনো পিসিতে বন্দি হয়ে আছে। কোথায় কখন যাই তার ঠিক নাই । তাই ভাবছি সব ছবি ব্লগে দিয়া রাখবো। বেশী পুরনো হলে কী হবে ফুল তো সব সময়ই সুন্দর। দেখুন আর মুগ্ধ হউন। ছবি নিয়ে লেখার সময় নাই আমার। এই যে আপলোড করতে পারতেছি অনেক কাজ বাকীর খাতায় রেখে। আগের পোস্টের মন্তব্যের উত্তর দিয়াম। এখনো দিই নি।
ভাবলাম আগস্ট শেষ, শেষ তারিখে একটা পোস্ট। স্মৃতি হয়ে থাকুক। তাই দিয়ালছি। দেইখ্যালাইয়ুন যে। ভালো থাকুন । কষ্ট করে দেখার জন্য ধন্য বাদ।
০২। বৃষ্টি ভেজা সবুজ পাতা। স্নিগ্ধতার অন্য নাম।
০৩। লাল গোলাপ। ব্যাংক কলোনী স্কুল থেকে তুলেছিলাম।
০৪। সেই গোলাপটিই মনে হয় বৃষ্টিতে ভিজেছিল।
০৫। ফুলের ভেতর ফুল তার নাম বাগানবিলাস। ব্যাংক কলোনী স্কুল থেকে তুলেছিলাম।
০৬্। প্রিয় সন্ধ্যা মালতি
০৭। দুই রকম সন্ধ্যা মালতি দিলাম
০৮। শিয়ালমুখি হতে পারে। এসব ফুল চেনানো মরু ভাইয়ার দায়িত্ব।
০৯। কুমড়ো ফুল
১০। অপরাজিতা আর কাঠ বেলী।
১১। আমাদের বেলী রাণী
১২। আমাদের কাঠবেলীরা । তোরা ভালো আছিস তো
১৩। ঝরে পরা শিউলী ঘাসের উপর।
১৪। ঝরে পড়া শিউলী
১৫। হলুদ গাঁদা
১৬। হলদে ফুল
১৭। জুই ফুল
১৮। লণ্ঠন জবা মনে হয়
১৯। রক্ত জবা
২০। জুঁইয়ের কলিগুলো
২১। জবারা দুলছে হাওয়ার তালে
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শাওন ভাইয়া
ভালো থাকুন
২| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৩
করুণাধারা বলেছেন: ছবির তোলা ছবি বলেই কি এত উজ্জ্বল!
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন অনেক অনেক ফি আমনিল্লাহ
৩| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ২, ৫ আর ১৪ ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৪| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: অতি সাধারন সব ছবি।
অনেকদিন ধরে আপনি ফটোগ্রাফী করছেন। আর্টস্টিক ছবি তুলুন এবার।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা। আপনি ভালো তুললেই হবে ।
আমার মধ্যে সৃজনশীলতা নাই কিত্তাম
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫৩
সোহানী বলেছেন: আমার বাচ্চারা আমার উপর মহা খাপ্পা হয়ে থাকে আমি সারাক্ষন ছবি তুলি বলে।
তোমার ছবিতে ভালোলাগা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আমার বাচ্চারাও
চিমটি আপু
ধন্যবাদ অনেক ভালো থাকুন
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪
অপু তানভীর বলেছেন: ছবি পোস্টে লাইক দিয়ে গেলাম ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অপু ভাইয়া
ভালো থাকুন
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপু খুব সুন্দর ফুলের ছবি দিয়েছেন। ফুলগুলিও সুন্দর ছবি তোলাও সুন্দর হয়েছে। তবে জুই ফুল আমি মনে হয় কখনও দেখি নাই। আমার কাছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ খুব ভালো লাগে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জুই ফুল প্রায় বেলীর মতই । হালকা ঘ্রাণ আছে
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভালো থাকুন ভাইয়া
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
মিরোরডডল বলেছেন:
অপূর্ব সব ছবি!
এই ফুলগুলোর সাথে জড়িয়ে আছে শৈশবের অনেক স্মৃতি।
সেকেন্ড ছবি শিশির ভেজা পাতাটা দেখে এমন কিছু মনে করায় যা খুব বিষণ্ণ, মন খারাপ করে দেয়।
থ্যাংকস ছবিপু।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের অতীত খুব সুন্দর ছিল। হাতে সময়ও ছিল। আ্ড্ডা দিয়েছি। চা খেয়েছি এক সাথে। ফুল বাগান করেছি । এখন আগের মত কিছুই নাই। বড় হয়ে যাওয়ার সাথে সাথে ইচ্ছেগুলো মরে যায়।
ধন্যবাদ আপু
ভালো থাকুন
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
সোনালি কাবিন বলেছেন: খুব খুব সুন্দর ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কাবিন ভাইয়া
ভালো থাকুন
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
বাহ সুন্দর সুন্দর ফুলের ছবি ।
ঝড়া ফুলের প্রতিও দেখা যায় আপনার রয়েছে অনেক মমতা।
প্রচ্ছদের ঝড়া নয়নতারা ফুলটি যেন বলে যায় কষ্টের কবিতা -
ঝরা ফুলের পাপড়ি কিছু ভালবাসা জীবন টাকে স্বপ্নে ভরে দেয়,
কিছু ভালোবাসা জীবনের সব ভালোবাসা কেড়ে নেয়, কিছু স্বপ্ন
দু ঠোটে হাসি ফোটায়,আর কিছু স্বপ্ন দু চোখে অশ্র ঝড়ায়, স্বপ্নের
বাস্তবতা বহু দুর, কিছু ভুল জীবনের সব ভুল গুলো শুধরিয়ে দেয়,
আর কিছু ভুল জীবনের চলার পথটাকে নষ্ট করে দেয়, আর কিছু
মানুষের ভালোবাসা সারা জীবন কাদায়=
ছবি ও কবিতা ফেবো হতে সংগৃহীত (কষ্ট)।
আবার অনেক কষ্ট করে পাথরের বুক চিরে ফুল ফুটে কতই না হাসি ঝড়ায়
শুভেচ্ছা রইল
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমন আছেন ভাইজান? কতদিন পর আসছেন। আগের মত এখানে আসা হয় না অনেকেরই।
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সবাইকে নিয়ে
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
স্প্যানকড বলেছেন: ছবি গুলি সুন্দর ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ স্প্যান কড
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৩
শাওন আহমাদ বলেছেন: মা শা আল্লাহ! নয়ণ জুড়ানো ছবি।