নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একদিন অন্ধকারে তলিয়ে যেতে হবে=

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫



©কাজী ফাতেমা ছবি

এত হা হুতাশ, এত আনন্দ হই হুল্লোড় আর রঙিন স্বপ্নগুলো
উড়িয়ে নিয়ে যাবে এসে বৈরী হাওয়ার এক মুঠো ধুলো,
এত স্বপ্ন সাজানো থরে থরে, ঘরে বাইরে, মনের দেয়ালে,
সবই বৃথা, সবই ধুয়াশায় যাবে ছেয়ে মৃত্যুদূত বুকে হাত ছুঁয়ালে।

পাথরের মেঝে, প্লাস্টিক পেইন্টের দেয়াল, এই ঝাঁড়বাতি
দিনে ফুরোলে আয়ূ , সব অন্ধকার দিনেই নেমে আসবে রাতি
এই সাজানো বাগান, এই ফুল ফল, এই গোধূলী বেলা,
সবই অদৃশ্য কুয়াশা এসে করবে দখল, আর বসবে না মেলা।

এই যে বসে আছি শব্দে ছন্দে সাজাচ্ছি কবিতার খাতা,
সময় ফুরোলে হবো নিমেষেই রঙবাহারী ফুলের ঝরা পাতা,
আর ছন্দ নেমে আসবে না, আর শব্দের তুলবো না ঝড়,
আর ঝরবে না মন দেয়ালে সুখ নির্ঝর।

কোথায় হবে ঠাঁই, আগুনে না পুষ্পের বিছানায়, জানা নেই অল্প,
একদিন না চাইলেও যে ফুরিয়ে যাবে জীবনের গল্প;
এখানে অহংকার পুষি, এখানে স্বার্থের লাগি করি হানাহানি,
অন্যের সম্পদ নিজের করে নিতে অযথাই টানাটানি।

এখানে চোখ বন্ধ হলেই মরে যাবে অনুভূতি,
একদিন না চাইলেও হারাবো চোখে আলোর জ্যোতি,
কত আশা কত অপূর্ণতার বেড়াজালে আটকে খুঁজি আরও মোহ
আহা মন, আহা জীবন, বয়স ফুরোয়, সময় এসে দেহের সাথে করে দ্রোহ।

ভবলীলা সাঙ্গ হলেই মনে রাখবে না আর কেউ
আমল অনুযায়ী ভাঙ্গবে জীবনে দুঃখ সুখের ঢেউ;
একদিন সব হারিয়ে একা হবো, তবু্ও তো অহম মনে পুষি,
এই দুনিয়ায় এক তিল সুখ পেলেই হয়ে যাই মহাখুশি।

(১৯-০৯-২০২২)

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:




সরকারী চাকুরী ছেড়ে দিয়ে ১টা ব্যবসা শুরু করেন। আপনি ও কবি খায়রুল হাসান মিলে মানুষকে হতাশ করে ফেলছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই হতাশা ভর করছে আমারে। ভাল্লাগে না কিছু। আপনাদের সাথে সময় অপচয় করতে পারছি না। কেউ যেন হতাশায় না থাকে সে জন্য দোয়া করি।

আব্বা অসুস্থ। সিএমএইচ ভর্তি । দোয়া করবেন।

থ্যাংকিউ সো মাচ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া
ভালো থাকুন

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

বাকপ্রবাস বলেছেন: সোনাগাজী বলেছেন:
সরকারী চাকুরী ছেড়ে দিয়ে ১টা ব্যবসা শুরু করেন। আপনি ও কবি খায়রুল হাসান মিলে মানুষকে হতাশ করে ফেলছেন।

:D :D :D :D :D
ব্যাপত আমোদিত কমেন্ট টা পড়ে হা হা হা

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই ব্যবসা করতে পারলেই ভালো ছিল। সরকারী কামলা খাটতে খাটতে ভাল্লাগে না আর। সময়ই নাই একটু

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:


টাইপো:
সরকারী চাকুরী ছেড়ে দিয়ে ১টা ব্যবসা শুরু করেন। আপনি ও কবি খায়রুল *আহসান মিলে মানুষকে হতাশ করে ফেলছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর হতাশায় ডুবাবো না। অকে। আপনি কেমন আছেন?
ভালো থাকুন হরদম

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: দুঃখের কবিতায় দুঃখ দুঃখ পাচ্ছিলাম আপুনি। কমেন্টে এসে সকল দুঃখ উবে গেলো। মানুষ কি শান্তিতে একটু কবিতাও লিখতে পারবে না ? :-B






:P

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আপুনি এখন আর শান্তিতে লিখতে পারি না। অফিসে তো এক বিন্দু সময় পাই না। বাসায় তাসীনের বাপের লাইগ্গা মেজাজ গরম হয়। কী বোর্ডটা হাতে নিলেই বদ বেটা রাগী চোখে তাকায়

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

করুণাধারা বলেছেন: চলে যেতে তো হবেই... :(

কবিতা ভালো লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপুন, যেতে হবেই। কিন্তু কতটুকু অর্জন করেছি সেটাই বড় কথা। আল্লাহ আমাদের ঈমাণ সঠিক রেখে যেন তার কাছে নিয়ে যান।

জাজাকিল্লাহ খইর আপুন

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

আরোগ্য বলেছেন: মাটির দেহ মাটিতে মিশে মাটিই হবে বাসা,
কংক্রিটের ঘরে বসে মোরা করি অলীক আশা।


লাইক রিএক্টর এর পাশে একটা হা হা রিএক্টরের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। বাকপ্রবাস আর শায়মা আমার মন্তব্যে লাইক দিয়ে আক্ষেপ কিছুটা ঘুচলো। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ কিছু রিয়েক্ট থাকা দরকার ফেবুর মত

মাটির ঘরেই আমাদের হবে আসল ঠিকানা
আল্লাহ আমাদের নেক হায়াত দান করুন

জাজাকিল্লাহ খইর আপু

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া

এখন কী কম লিখেন নাকি। কবিতা দেখিই না যে

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৮

স্প্যানকড বলেছেন: চির সত্য কথা। জন্মাইছেন তো মরছুন। ভালো থাকবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মরতে তো হবেই। সেজন্য প্রস্তুতি দরকার। আমরা সে প্রস্তুতি নিচ্ছি না
দুনিয়া নিয়ে মেতে আছি

ধন্যবাদ ভালো থাকুন

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেব যাই বলুক না কেন আপু আপনার কবিতা খুব ভালো লেগেছে।

সমস্যা হল সবাই বেহেশতে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা ঠিক এটাই, আমরা পাপ করুম আবার বেহেশতেও যাইতে চাইমু

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: সূরা মূলক বেশী বেশি করে পড়েন। তাহলে কবরের আযাব থেকে বাঁচবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কী পড়েন?

হ্যাঁ আল্লাহ কে ডাকলে তাঁর ইবাদত করলে অবশ্যই আযাব থেকে বাচুম

ধন্যবাদ

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৮

মিরোরডডল বলেছেন:




কাহিনী কি ছবিপু?
মন খারাপ মনে হচ্ছে!

এখন তোমার রঙিন ফটোগ্রাফি নিয়ে একটা পোষ্ট দাও।
তুমি কি জানো, তোমার ছবি ব্লগ আমাদেরকে প্রশান্তি দেয়!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আত্মীয় স্বজন অসুস্থ। আম্মা আব্বা অসুস্থ । ভাল্লাগে না কিছু

ফটো দেয়ার সময় পাচ্ছি না। সময় পেলে পোস্ট করবো ইংশাআল্লহ

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

বাউন্ডেলে বলেছেন: আমি কিংবদন্তির কথা বলছি – আবু জাফর ওবায়দুল্লাহ
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
আমি উচ্চারিত সত্যের মতো
স্বপ্নের কথা বলছি।
উনুনের আগুনে আলোকিত
একটি উজ্জ্বল জানালার কথা বলছি।
আমি আমার মা’য়ের কথা বলছি,
তিনি বলতেন প্রবহমান নদী
যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।
যে কবিতা শুনতে জানে না
সে নদীতে ভাসতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা। কবিকে শ্রদ্ধা জানাই

আপনাকেও ধন্যবাদ বাউন্ডুলে

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২৮

সোহানী বলেছেন: শায়মা বলেছেন: দুঃখের কবিতায় দুঃখ দুঃখ পাচ্ছিলাম আপুনি। কমেন্টে এসে সকল দুঃখ উবে গেলো। মানুষ কি শান্তিতে একটু কবিতাও লিখতে পারবে না ? :-B

হাহাহাহাহাহাহাহা...................

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপু আমিও হেসে দিছি হাহহাহাহা

থ্যাংকিউ সো মাচ আপু

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০১

জুন বলেছেন: এমন দুক্ষের কবিতা লেইখেন্না আপুনি এমনিতেই মনে অনেক দুক্ষ তার উপর ব্লগে আইসা আর দুক্ষের কথা শুনতে চাই না, চাই না। ভবলীলা সাংগ হবে ভাবলেই :-/
+

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ আসলে কারো কম না আপু। বুড়ো হয়ে যাচ্ছি। শরীর ভালো যায় না
আম্মা আব্বা অসুস্থ

সব মিলিয়ে ভাল্লাগে না।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সাজানো-গোছানো পরিপাটি একটা সুন্দর সংসারের মত কবিতা।
ভাল লেগেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুন সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাইকে নিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.