নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার বুমেরাং হয় না=

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৫



©কাজী ফাতেমা ছবি

কষ্ট বুমেরাং হতে পারে, বিষাদ বুমেরাং হয়
বিষণ্ণতাও হয় বুমেরাং
তবে ভালোবাসা কেনো ফিরে আসে না
ভালোবাসা কেন হয় না বুমেরাং!

চোখ রাঙানি বুমেরাং হয় না,
আমি তাকাই না সে চোখে,
বাঁকা ঠোঁটের কথা আমার পক্ষ হতে যায় না ফিরে,
আমি ঠোঁটে তালা রাখি সেঁটে!

অথচ যত ব্যথা যত বোবাকান্না কোথা হতে আসে
কোথা হতে বুমেরাং হয় কে জানে,
কত প্রশ্ন, কত পাল্টা জবাব ঠোঁটে থাকে তৈরী
ফিরতি পথে পাঠাইনি কখনো,
ব্যথাগুলো ফিরে আসে কোথা হতে তবে?

কত আকূতি, কত বায়না না বোধক হয়ে ফিরে আসে,
সম্মতিতে ঘূণ পোকা বেঁধেছে বাসা,
কখনো হ্যাঁ হয়ে কিছু আবেগ আসে না ফিরে
আসে না ভালোবাসা বুমেরাং হয়ে।

ভালোবাসার ধরণ বুঝি না বাপু,
হৃদয়ের ভিতর বন্দি রেখে ভালোবাসা কী বুঝাতে চাও,
প্রকাশে ভালোবাসা, বাড়ে বৈকি! সে কী জানো না;
আচরণেও বুঝি না ভালোবাসার স্বতস্ফূর্ততা,
তোমার সম্মুখে দাঁড়ালেই এক সমুদ্দুর দীর্ঘশ্বাস।

ভালোবাসা বেঁচে আছে! নাকি মরে গেছে
সে অনুভূতির বুকে বসে আছে মাকড়শার জাল,
জরাজীর্ণতায় আচ্ছন্ন আমরা কথার পাহাড়, ঝগড়া, দ্বিধা
অহম বুমেরাং এর মত ফিরিয়ে দেই,
কেউ ভালোবাসি না কাউকে,
তাই ভালোবাসারাও হয় না বুমেরাং।

(২৮/০৯/২০২০)

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবে ভালোবাসা কেনো ফিরে আসে না ভালোবাসা কেন হয় না বুমেরাং!
.........................................................................................
কোমল ভালোবাসা ,
মনের অন্তরে বাসা বাঁধে,
তাইতো একবার ঊড়ে গেলে ফিরে আসেনা ।
................................................................
সুন্দর হয়েছে ++

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর ফিরে আসে না :(

থ্যাংকিউ সো মাচ শঙ্খচিল
ভালো থাকুন

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৪

জাদিদ বলেছেন: হাজার প্রতিকূলতার পরেও আপনার কবি মনটি বেঁচে আছে। এই কারনে আপনাকে সাধু বাদ জানাই।

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোনোরকম মন বেঁচে আছে
কোন সময় যে মন মরে যায় কে জানে

আপনাকে ধন্যবাদ
ভালো থাকুন

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

মিরোরডডল বলেছেন:




ছবিপু বলেছিলে ভাইয়া হসপিটালে।
এখন কেমন আছে?

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা উনাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম জুলাইয়ে
ডাক্তার ছয় মাসের ঔষধ দিয়েছে। আবার ছয় মাস পরে যাবো যদি এনজিও গ্রাম করে বাইপাস লাগে তবে বাইপাস করিয়ে নেব।

দোয়া করো আপু।

আমার আব্বা সিএমএইচে ভর্তি
অপারেশন হবে হার্ণিয়ার। তিনি একা থাকেন এজন্য টেনশন বেশী কষ্ট বেশী।
দোয়া করো আব্বার জন্যও

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫২

কাছের-মানুষ বলেছেন: কবিতা আমার ভালই লাগল।

রচনা কাল ২০২০, করনার কঠিন সময়ে লিখেছিলেন!

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মানুষ
হ্যাঁ করোনাকালীন অনেক লিখা আছে। এখানে পোস্ট করা হয়নি

ভালো থাকুন

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:০৫

স্প্যানকড বলেছেন: ওসব ভালবাসা মরে ভুত ! এখন উহার অন্য নাম। গান শুনছি, " What is love? Baby, don't hurt me, don't hurt me no more ! " হা হা হা....

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ভালোবাসা টালোবাসা এখন কোনোখানে নাই

ধন্যবাদ আপনাকে

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কেউ ভালোবাসি না কাউকে তাই ভালোবারাও হয় না বুমেরাং-- মিছা তো আর না।

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মন না মিললে মেলা বসে না

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক মানুষ প্রকৃত বুমেরাংই দেখেনি,তারা ভালবাসার বুমেরাং কেমন হয় তা বুজবে কেমন করে ।
যারা বুমেরাং চিনে তাদের মধ্যে অনেকেই দক্ষতার সাথে এটা নিক্ষেপ করতে পারেনা, তাই এটা
ফিরে আসেনা তাদের কাছে ।

ভালবাসাই বলেন আর যুদ্ধই বলেন বুমেরাং আসলে একই সাথে একটি খেলনা, একটি অস্ত্র, একটি
শিকারের সরঞ্জাম, একটি শিল্পের একটি বস্তু, দুর্দান্ত কারুশিল্পের একটি পণ্য সে সাথে শিল্প সাহিত্য
ও চারুকলার উপাদান ।

খারাপভাবে তৈরি বুমেরাং যেমন উড়তে পারেনা তেমন দুর্বল ভালবাসা প্রয়োজনে বুমেরাং হয়ে ফিরতে
পারেনা । ফিরে আসার মত ভালবাসার বুমেরাং তৈরি করার জন্য দক্ষতা, অভিজ্ঞতা এবং ভারসাম্যের
প্রয়োজন ,এর জন্য প্রয়োজন ভালবাসার মত মন আর ভালবাসার একটি চোখ। ভালবাসার বুমেরাং
নিক্ষেপে থাকতে হবে নৈপুণ্যতা ও দক্ষতা, কারণ এটি একটি নির্দিষ্ট লক্ষ্য এবং ভারসাম্যের দাবি
করে এবং প্রকৃত ভালবাসার সেই গোলচক্কর গতিপথটি তৈরি করে যা পরিনামে বুমেরাং হতে পারে।
এটি নিক্ষেপকারীর কাছে ফিরে আসে তাকে মনে করিয়ে দিতে যে এটি একটি বিরল এবং খুবই
অনন্য সাধারণ একটি হাতিয়ার ।

কবিতা সুন্দর হয়েছে ।

শুভেচ্ছা রইল

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই দুর্বল ভালোবাসার
ভালোবাসার মাঝে স্বার্থপরতা ঢুকলে ভালোবাসা ফিরে আসে না

এত সুন্দর বর্ণনা ভালো লাগলো ভাইয়া
ভালো থাকুন
জাজাকাল্লাহ খইর

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২০

জিনাত নাজিয়া বলেছেন: ভালোবাসা কখনো মরে না, তোমার ভাগ্যে থাকলে কোনো না কোনোদিন দেখবে ঠিক ফিরে আসবে অনেক পূর্নতায়,জাস্ট একটু সময়ের অপেক্ষা মাত্র। ধৈর্য হারা হয়ো না আপু।

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধৈর্য ধরতে ধরতে বুড়া হই গেছি
আর ভালোবাসার লাগে না । নিজেকে নিয়ে ভালো আছি

থ্যাংকিউ সো মাচ আপুন
ভালো থাকুন সারাক্ষণ

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: গভীর জীবনবোধ থেকে উৎসরিত এ কবিতাখানি ভীষণ ভাল লেগেছে।

আপু সবকিছুই ফিরে আসে অন্য কোন রূপে অন্য কোনভাবে!

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভুত
ভালো থাকুন পাশেই থাকুন
স্বার্থ ছাড়া ভালোবাসা পাওয়া মুশকিল

১০| ০১ লা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

করুণাধারা বলেছেন: এতদিন পরে কবিতাটা দিলেন!!

কবিতা খুব ভালো লেগেছে কিন্তু ছবিটা ভালো লাগে নাই। আসলে আপনার তোলা ছবিগুলো এমন চোখ জুড়ায় যে, এখন আর অন্য ছবি ভালো লাগেনা।

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু ইদানিং লিখি তবে সব অগুছালো। আগের লিখাগুলো ফেসবুক মনে করিয়ে দেবার কারণে পড়ে ভালো লাগলে এখানে দেই

ছবি গুছানোর টাইম পাচ্ছি না।
জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন সর্বদা

১১| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৯

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর!

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.