নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সাদার মায়ায় একদিন জড়াবো ঠিক (ছB ব্লগ)

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৩

০১।


এই পোস্ট তিন চার দিনে তৈরী করছি, একদিন এডিট একদিন আপলোড করছি। মাঝে একদিন সময় পাই নাই। আজ পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আজ লাঞ্চে বাসায় যাবো না। লাঞ্চের সময়টুকু ব্লগ বাড়িতে আসছি। বিভিন্ন সময়ে তোলা এই ছবিগুলো। বৃষ্টি ভেজা ফুলও আছে। ছবিগুলো স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তোলা।

সাদার মায়ায় জড়াবো একদিন
একদিন জীবনে নেমে আসবে দুর্দিন।
সহসা নিঃশ্বাস যাবে থেমে, দেহ হবে নিথর
আহ্লাদি, আবেগী এই দিল থাকবে না আর বুকের ভিতর।

০২।


০৩। এমন হতে পারতাম আমরা, একদি শাখে দুটি ফুল
হয় নি তা, ফুল হলো না আর আমাদের ভুল;
প্রেমে মাখানো সময় নেই আমাদের অল্প
হলো না প্রেমের শাখায় দুল খেয়ে আর ভালোবাসার গল্প।



০৪। চোখের তারায় জলের বিন্দু, পড়ে না সে ধুলোয়, আছে ঝুলে
পড়ার আগেই বিন্দুটি আঙ্গুলে নাও তুলে
আমি ভেজা বেগুন ফুল
জলে ভেজা প্রহর আমার, সুখও অতুল। তুমি সবুজ পাতা হও এবেলা।



০৫। আমায় তুমি নয়নের তারা ভাবো,
মনে অল্প শান্তি পাবো
তুমি তো জানো আমার মনের রঙ সাদা
তুমি বিষাদ দিয়ে কেবল লাগাতে চাও ধাঁধা।



০৬।
ঝরা বকুল ফুলের কসম, তুমি মুগ্ধ হতে যদি চাও
আমার হৃদয় নদীতে ভাসাও প্রেমের নাও
তুমি আকাশ হয়ে আর কতকাল থাকবে পাতাল হও
তোমার বুকে ঝরে পড়ুক কিছু প্রেম ফুল
তুমি মিহি সুরে এবার কথা কও।



০৮। একটি প্রভাত আমাকে ধার দাও, ঘুম তোমার যাক টুটে
দেখবে একদিন কী করে মৌ পোকারা উড়ে উড়ে মধু লুটে
দেখবে ভোরের হাওয়া আর শিউলীর ঝরে পড়ার দৃশ্য
বায়নাতে 'না' বুলি দিয়ে করো না আমায় নিঃস্ব।



০৯। এই শুনছো, মন যে বেলীর কলি
এই ফুটবে বলে, ঘ্রাণ ছড়াবে মনের অলিগলি
তুমি এসো প্রেম নিয়ে, তোমায় বেলীর ঘ্রাণ দেব
তোমার মন আমার করে নেব।



১০। তুমি ভাবতে পারো মন আমার মর্নিং গ্লোরি অথবা কলমির সাদা ফুল
ছুঁয়ে দিতে পারো আলগোছে আমার মন
কী যে সুখ শিহরণ পাবো ভেবেই পাই না কূল
একদিন ভালোবেসে মন করে নাও হরণ।



১২। যদি ভালোবাসো মন থেকে, সাদা গোলাপ দিয়ো
আন্তরিকতা যদি পাই অল্প, তোমায় ডাকবো প্রিয়
ও প্রিয় শুভ্র রঙের ছায়া তোমার মনের উপর পড়ুক
একদিন তোমার মনে প্রেম এসে প্রাসাদ গড়ুক।



১৩। ইচ্ছে করে কাঠগোলাপ পেতে,
যদি দিতে আমায় মালা গেঁথে
মন হয়ে উঠতো খঞ্জনা, সুখে কাতর
তুমি বাপু আস্ত একটা পাথর।



১৪। রকমারি সাদা ফুলের পসরা বসিয়েছি মনের হাঁটে
কিনবে এসো, মনের দামে হবে বিকিকিনি,
এসো ইতি দিয়ে ব্যস্ততা আর কর্মপাঠে
তুমি আসবে না জানি, তোমাকে চিনি গো চিনি।


১৫। মনের আয়নায় দেখো আমি আছি ছায়া হয়ে
অবহেলায় আর কত রাখবে, সময় যে যায় ক্ষয়ে
কাঠগোলাপের পাপড়ির মত মন আমার হয়ে গেল লোহা
মন খুঁজে পাইনি গিয়ে দেখি তোমার মন কালো গুহা।



১৬। বেলী ফুলের মালা দিয়ে চুলে গেঁথে
মন আমার উঠবে সুকে মেতে
এই বসন্তে চলে এসো মন কাননে, প্রেম দেব অথৈ
জানি আমার জন্য তোমার এত সময় কই?




১৭। পিউম ফুলের মত মনে হাজার পাপড়িতে প্রেম ডানা মেলে
মৌপোকা হয়ে উড়ে এসো ও উদাসী ছেলে
দেখে যাও মন দুলছে ভালোবাসার হাওয়ায়
একদিন চুপ করে এসে বসো মনের দাওয়ায়।



মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পোস্ট সাদাফুলে সাদাময় হয়ে গেছে।

০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনন্য

২| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: অসাধারণ!

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া ভালো থাকুন

৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৮

ইসিয়াক বলেছেন: সময়ের অভাবে আমিও পোস্ট দিতে পারি না! :(

ফুলের ছবিগুলো খুব সুন্দর।
শুভকামনা রইলো।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভারী চমৎকার লিখেছেন আপু++
সঙ্গে ছবিগুলো প্রত্যেকটা সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: ইশ নয়নতারা আর শিউলি আমার দিকে তাকিয়ে আছে।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই বছর শিউলির ছবি উঠাতে পারিনি, সকালে আর হাঁটা হয় না। আপু অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: অনেক কষ্টের পোষ্ট -তা দখলে ও পড়লেই বোঝা যায়।
সাদার মায়ায় পড়েছিলেন কিছু সময়ের লাগি।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২০

কালো যাদুকর বলেছেন: আমি সাধারনত ফুলেল পোস্টে মন্তব্য করি না। এদের নাম জানি সে জন্য। আপনি ফুলের নাম দেয়াতে সুবিধা হল। ছবিগুলো ঝকঝকে ও সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট যাদুকর
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ০৬ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন:




বাহ সুন্দর সুন্দর বাহারি সাদা ফুলের সাথে পদ্যময় মাখামাখি ।
বেলী ফুল মানায় ভাল খোপায়

রেখে গেলাম আরো কিছু অতি পরিচিত সাদা ফুল
রজনী গন্ধা নিরবে গন্ধ বিলায়

গন্ধরাজ সৌরভে যার মাতুয়ারা হয়ে যায় পাড়াময়

হালকা বাতাসে্ই দুলে কসমছ

ডালিয়াকে নিয়ে নেই কেন কোন মাখামাখি

পিয়াজ ফুল বেশ সাধনার ধন, ফুল থেকেই পরিনত হয় কাল জিরায় ।

শুভেচ্ছা রইল

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: রজনিগন্ধা অনেক দিন দেখি না, গন্ধরাজও তা
সাদা চন্দ্র মল্লিকা অফিসে ফুটে সাথে গোলাপি।

পিঁয়াজ ফুলও যথেষ্ট সুন্দর

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১০| ০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৫

ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ লাগলো

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন পাশেই থাকুন

১১| ০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অসাধারণ হয়েছে ছবি গুলো, আরও ছবি চাই। অনেক অনেক শুভ কামনা।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ সময় পেলে দে
আপনাকে ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: চারদিনের শ্রম বৃথা যায় নাই। কবিতা বেশ ছন্দময় এবং রোমান্টিক। আর ফুলের ছবিগুলি ভালো লেগেছে। ফটোগ্রাফি ভালোই হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ :)

১৩| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: জলবিন্দু সাদা ফুল, হৃদয়ের দোল
আমার ভালো লাগা আকর্ষণ প্রবল!

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.