নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সকাল আসে শত মুগ্ধতা নিয়ে=

০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫



©কাজী ফাতেমা ছবি

বদ্ধ মশারি ঘরে চোখ টেনে ধরে ঘুম,
রাত্রি জাগা পাখিরা ভোর দেখে না
দেখে না পূর্বাশার লালিমা
ভোরালোর সাথে মিষ্টি হাওয়ার নাচন
সে মিশে যায় সকালের রোদ্দুরের গায়ে।
সে হাওয়া গায়ে মেখে জুড়ে নিঃশ্বাস টেনে
বলা হয় না আহ কি মিষ্টি মুগ্ধতার প্রহর!

আফসোস রাত জাগা পাখিরা
জেগে উঠে এলার্মের শব্দে।
কর্তব্য এসে খুঁচিয়ে জাগিয়ে দেয়
আড়মোড়ার ঘুম, দেহ ছাড়তে চায় না বিছানা
কিযে কষ্ট চোখ খোলা রেখে আলোর মুখোমুখি হওয়া।

অবশেষে ঘুমের গায়ে লাথি মেরে
রাত জাগা পাখিরা চোখে পানির ঝাপটায়
ফুঁকে দেয় জেগে থাকার মন্ত্র
এই যে শুরু, সময় বল্গার দ্রুতবেগে প্রস্থান
ঝাঁপিয়ে পড়ো ইহকালের মোহ টানে
জীবন বাঁচানোর যুদ্ধে।



২/
বলেছিলাম এনে দিয়ো কিছু ভোরের শিউলি
আশ্বিন মাস, সেকি তুমি জানো!
সবুজ ঘাসের গায়ে হলুদ পাড়ের শুভ্র শাড়ি পড়ে
শুয়ে আছে অযস্র শিউলি,
কতদিন হয় না মালা গাঁথা।

ইটের শহরে ইচ্ছে মাফিক যায় না পথ চলা
কত কাজের ভিড়ে হারিয়েছি একেলা
আর তুমি বেঘোর ঘুমের ঘোরে!
এই উঠো বুক পকেটে নিয়ে এসো এক মুঠো শিউলি
ঘ্রাণে মাতাল হতে বড্ড মন চাইছে গো!

হিরে মতি পান্না হেম চেয়েছি কি!
বিনামূল্যে এক ফোঁটা মুগ্ধতা চেয়েছি মাত্র।
ইচ্ছে ছিল সুঁই সূতোয় মালা গাঁথব
আর ঝুলিয়ে রাখব ড্রেসিং টেবিলের আয়নায়
ঘ্রাণে হারিয়ে যেতে যেতে সুখ আয়নায় দেখব উৎফুল্ল মুখ
সে কি চাও না!
এইটুকু সুখ দিতেও এত কার্পণ্য
তবে ঘুমাও তুমি নিশ্চিন্তে।

(০২-১০-২০১৭)

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০২

ডঃ এম এ আলী বলেছেন:



ইমিডিয়েট পোষ্টে জমে থাকা পাঠক মন্তব্যের কোন স্বিকৃতি না দিয়ে
নতুন কোন পোষ্ট আসতে দেখলে সে সকল পাঠকের কাছে সকাল
আসেনা কোন মুগ্ধতা নিয়ে । এ পোষ্টটি এমন কোন সাম্প্রতিক
বিষয় নিয়ে লেখা না যে, একটু সময় অপেক্ষা করে নীজের চলতি
পোষ্টে জমে থাকা পাঠক মন্তব্য গুলির স্বিকৃতি দেয়ার কোন ফুরসত
মিলেনা। এমন না যে এখনই পোষ্ট না করলে সাম্প্রতিক কোন তথ্য
বা ঘটনার প্রকাশ বাসি হয়ে যাবে । যাহোক, এটা পোষ্ট লেখকের
নীজস্ব দৃষ্টিভঙ্গির পরিচায়ক । লেখক স্বাধিনতা বলে কথা !!!!
থাকুন লেখক স্বাধিনতা নিয়েই , তবে পাঠক সা্বধিনতা বলেও
একট বিষয় আছে , পাঠক লেখকের মতো স্বাধিনতা প্রয়োগ করলে
তা নিশ্চয়ই ফ্যালাসি অফ কম্পোজিসন হিসাবে পরিনত হবে , অর্থাৎ
সকলেই যদি একই রূপ করে তাহলে অনেক পোষ্টই মন্তব্য খড়ায়
ভুগতে পারে , অবশ্য লেখক যদি পাঠক মন্তব্যের তোয়াক্কা না করে
তাহলে তো ভিন্ন কথা ।

০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আমি এমন নাতো ভাইয়া। আসলে পোস্ট দিতে সময় পাই নাই । তাই সময় পেয়েছিলাম একটু। পোস্ট তাই দিলাম।
মন্তব্যের উত্তরের জন্য দীর্ঘদিন চলে যায় পোস্ট দিই না। আজ মাথায় চিন্তা ছিল অফিসে এসে মন্তব্যের উত্তর দেব।

সময় পেলে আমাকে এধরণের কথা বলতে হতো না। আমি সব সময়ই পাঠকের বিষয়ে সচেতন থাকতে চেষ্টা করি। মন্তব্যের উত্তর ব্যস্ততার কারণে দিতে পারি না এটা আমার ব্যর্থতা। বহুবার স্বীকার করে আসছি। সরি ফর দেট

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

কখনো পাঠকের মন্তব্যের তোয়াক্কা আমি অন্তত করি না।

২| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:


ভোর মানুষের মনকে এক স্নিগ্ধ আবেশে ভরে দেয়; সেটাকে প্রকাশ করার জন্য ছন্দের দরকার।

০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভোর অথবা সকাল খুবই মনোমুগ্ধকর পরিবেশ থাকে। খুব ভালো লাগে

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন:




আলী ভাই একটা দুর্দান্ত কমেন্ট করেছে যেটা সকল ব্লগারের জন্য প্রযোজ্য, যারা আগের পোষ্টের মন্তব্যের রিপ্লাই না করেই আবার নতুন পোষ্ট করে।

০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডলাপু আমি কখনো মন্তব্যের উত্তর না দিয়ে থাকি না। সময়ের কারণে পোস্ট দিতে পারছিলাম না তাই মন্তব্যের উত্তর দেয়ার আগেই পোস্ট দিছি
সরি

ধন্যবাদ আপু

৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার প্রকাশিত ছন্দ।

০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মামা
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: ভালো।

০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্দের ভালো আর কী
ধন্যবাদ ভালো থাকুন
মন্তব্যের পাওয়ার ফিরে পেয়েছেন শুভকামনা

৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,



এটাইতো জীবনের রুটিন! প্রতিদিনের বাস্তবতা।

০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী ভাইজান
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৭| ০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: শিরোনামের সঙ্গে কবিতার দারুণ সম্পর্ক হয়েছে। কর্মমুখর জীবনের ব্যস্ততা ক্লান্তি রাতে মধুর ঘুমের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। প্রভাতে স্নিগ্ধতা বই আনে নির্মল প্রশান্তি। কবিতা ভালো হয়েছে আপু।

১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
হ্যাঁ সকাল খুব ভালো লাগে। তবে অনেক সকালই মিস হয়ে যায় রাতে কম ঘুমানোর কারণে

৮| ১০ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন:




যাহোক পুর্বের পোষ্টে করা মন্তব্যের জবাব দানের জন্য ধন্যবাদ ।
এ পোষ্টে পেনডিং লাইক বাটনটি তাই এখন চালু করে গেলাম :)

শুভেচ্ছা রইল

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৯| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক মাত্র সুখী মানুষই এখন বাংলাদেশে কবিতা লিখতে পারে।

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খীরাও কবিতা লিখে :(

থ্যাংকিউ সো মাচ

১০| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.