নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমি কী ঝরা ফুল?=

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৭



©কাজী ফাতেমা ছবি
এই বন্ধু.... আমি কি ঝরা ফুল, তোমার মন বৃক্ষের?
আমি কি তুচ্ছ, ধুলোয় মিশিয়ে দিতে চাও আবেগ!
ভালোবাসার রঙ বদলে হয়ে গেলো রক্তিম, হৃদে রক্তক্ষরণ;
বড় নিঃশ্বাস টানি বিষাদের আর তুমি কি না অবহেলার চোখে তাকাও!

এই বন্ধু.......আমি কি ঝরা পাতা, তোমার মনের ডালের?
বিরহের ঝাঁকি দিয়ে ঝরাও আমায়
তুমি শুকনো পাতায় হেঁটে যাও, বাজাও মর্মর নূপুর,
হৃদয়ের ব্যথা উড়ে হাওয়ায়, আর তুমি কি না করো না এক বিন্দু অনুভব!

এই শোন... আমি কী চুপসে যাওয়া ফুল, তোমার মনদানির?
প্রেমের জল দাও না ঢেলে,
পারি না যে উড়তে পাপড়ির ডানা মেলে,
চুপসে যায় প্রেমফুল, তুমি ছুঁড়ে ফেলো ডাস্টবিনে,
এই আমি যে হারিয়ে যাবো, উঠে না মনে বিরহের কাঁপন?

এই বন্ধু, আমি কি ডানা ভাঙ্গা পাখি, তোমার মন পিঞ্জরের?
গুনগুনিয়ে তুলি প্রেম সুর, ডানা ঝাপটাই, দেখো না অল্প ফিরে!
রক্তাক্ত মন, যেমন রক্ত জবা, যেমন গোধূলীর আকাশ
পিছু ফিরে দেখো অথচ বলো না ভালোবাসি,
মনের রঙ সেই বিবর্ণ রয়ে যায়।

এই শোন..... আমি কী মরিচিকায় আচ্ছ্ন্ন লোহার তাক,
কেবল বিষাদ রাখো জমিয়ে?
নরম হাতে করো না জরাজীর্ণতা পরিচ্ছন্ন,
বিরহের মাকড়শা এসে বুনলো জাল,
আর তুমি কিনা মন দেরাজ রাখো বন্ধ হরপল।

এই বন্ধু, আমি ঝরে যাওয়া রক্ত জবা, ঝুমকো জবা, তোমার মন বৃক্ষের?
বিতৃষ্ণা দাও বলেই যে ঝরে যাই,
অথচ তুমি সবুজ পাতা হয়ে মন সতেজতায় ভরতে পারতে
তা না, তুমি কেবল রুষ্ট চোখে তাকিয়ে জ্বালিয়ে দাও মন,
অবশেষে আমি ঝরা ফুল, যত সুখ ইচ্ছে, প্রেম, ভালোবাসা
সব নিমেষেই ধুলোয় যায় মিশে।
(১২-১০-২০২১)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ।

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

২| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন

৩| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



বলে কি তুচ্ছ , এত সাহস তার
ধুলোই মিশিয়ে দিবে , জানেনা কি সে
ঝরা ফুলের কদর বেশী ।
ঝরা ফুল সাথে তার ডাল পালাও যতন করে
কুড়িয়ে এনে শুকানো যায় এমন করে ।

তারপর বোতলে ভরে রাখবেন এমন করে ভাল করে

ভালবাসার ফুলটি যেমন ঝরে গেলেও রাখা যায় বোতলে ভরে
তেমন করে ফুলের মত ভালবাসাময় হৃদয়ানিও ভরে রাখবেন
তারি হৃদয় মাঝারে

তাহলে নীজকে আর ভাবতে হবেনা
এই কবিতার কথামালার মতন করে ।
কবিতা সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে থাকলে আমিও এমন শুকনো ফুল, কাশফুল রং করে ফুলদানিতে রাখতাম। বিভিন্ন শুকনো পাতা রং করতাম।

বোতলে ঝরা ফুল দেখে ভালো লাগলো। আমি চেষ্টা করবো এমন করে রাখতে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: ''মনদানি'' শব্দটা খারাপ না।
এই শব্দটা কি বাংলা অভিধানে আছে?

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিধানে আছি কী না জানা নাই ভাইয়া
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৫| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৩

অধীতি বলেছেন: এটা অনেক সুন্দর হয়েছে। আড্ডায় সমোস্বরে গাওয়ার মত। এটা কবিতা নাকি গান?

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অধীতি ভাইয়া। একটা হইলেই হলো :)

ভালো থাকুন

৬| ১৩ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৪

রানার ব্লগ বলেছেন: বেশ লেগেছে !!! !!

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৭| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.