নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এখানে আটকে গিয়েছে জীবন=

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩২



©কাজী ফাতেমা ছবি

কী এক রঙিন চশমায় আটকে গিয়েছি
আটকে গেছে জীবন মোহমায়ার বুকে।
গ্রাম্য পরিবেশের হাওয়া গায়ে লাগিয়ে সহসা
টুপ করে ঢুকে পড়ি ব্যস্ততার চোরকুঠুরিতে,
পেরেশানির সিঁড়িতে পা ফেলতে ফেলতে কেটে যায়
সহস্র দিন, সহস্র রাত।

এখানে স্নিগ্ধ প্রহর নেই, মুগ্ধতার এক লহমা পাইনি ছুঁয়ে।
চোখ বন্ধ করলেই দেখি চারপাশে সেই ফুলেল দিন আর
কোকিল, দোয়েল সময়, প্রজাপতি ক্ষণ এসে দাঁড়ায় পাশে।

অন্ধকারে খুঁজে ফিরি ইচ্ছেঘুড়ি দিনগুলো,
যে দিনের কোলে বসে কল্প স্বপ্ন -যা ইচ্ছে তাই করার বাহানা
আহা মনে পড়ে যায়, দৃশ্যমান হয়ে উঠে, চোখের কিনারায়।
আলোতে যে দিনগুলো ঘ্রাণ হারায় আজ তা
অন্ধকারেই হয়ে উঠে রঙিন ফুলঝরা পাপড়ি মতন।

চোখ বন্ধ করলেই হাতছানি দিয়ে ডাকে আমার শৈশব কৈশোর
থমকে দাঁড়াই, যেতে পা বাড়ালেই ফিরে আসি বাস্তবে,
সেই প্রখর রোদ্দুর দিনগুলো, যেখানে আমার স্মৃতিগুলো শুয়ে আছে
এখানে কখন যে টুপ করে ঢুকে পড়েছি রঙিন চশমার আড়ালে।

অস্বচ্ছ মানুষের ভিড়ে নিজেকে বেমানান ঠেকে বড়,
মিথ্যার আড়ালে মানুষ সত্যের রঙে খেলে হোলি,
কেউ বিধাতার দেয়া শৃঙ্খলতা উচ্ছন্নে ফেলে হেঁটে যায় পথ
বলতে গিয়েও দ্বিদা দ্বন্দ্বে হই পাগল
বন্ধ করে দেই নির্দ্বিধায় উচ্ছ্বল মনের আগল।

২৩/১০/২০১৮

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপু চুরকুঠুরিরির অর্থটা ঠিক বুঝতে পারলাম না।যদিও কবিতা ভালো হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোর [cōra] বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ।

চোর কুঠুরি মানে গুপ্তকক্ষ

ধন্যবাদ ভাইয়া
বানান ভুল ছিল

২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্য হলাম

৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৫৯

কামাল১৮ বলেছেন: আমি এবার দশটা প্রজাপতি,ডিম থেকে প্রজাপতি হতে সাহায্য করেছি।এই ডিম গুলি কিট পতঙ্গ খেয়ে ফেলতো।২০/২২ দিন লেগেছে ডিম থেকে প্রজাপতি হতে।টরেনটোতে প্রজাপতি কমে গেছে।তাই অনেকে এই কাজ করেছে।

২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দেশে প্রজাপতির অভাব নেই। গ্রামেই বেশী। কিছু প্রজাপতি এত দুষ্টু যাদের ছবি তোলা যায় না।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ২:১২

ডঃ এম এ আলী বলেছেন:



বাহ্‌ সুন্দর কথা মালায় গড়া কবিতা :)
মনে কি পড়ে যবে কথায় কথায় হতো কাব্য গাথা
এখন এ কবিতা পাঠেইবা বাদ পড়বে কেন তা ?
তাই এখানে জীবন আটকে গেছে কাব্য পাঠান্তে
রেখে গেলাম নীজে গড়া মানানসই
একটি এবরো থেবরো কবিতা ।

এখানে জীবন আটকে যাবে ছহি কথা
তবে গতিময় জীবনে আছেই রতি একটা,
থামার মত জায়গা কতইনা তার আছে
আটকে যাওয়া হতে পারে একটি বিরতি,
বিথিকা ছায়াতলে ফুলবনে আটকে যাওয়া
কিংবা বিরহ ব্যথায় ক্ষনিকের তরে
মেঘ রোদ্দরের চুরাকুঠরিতে ডুবে থাকা
কিংবা অনন্তকালের জন্য নিভে যাওয়া ।

আমাদের সবার আলাদা যাত্রা আছে,
চলার পথেও আছে কতই না বিভিন্নতা
সবাই কিছু না কিছু পাওয়ার তরে চলি
আর কখনই মোরা রাখতে চাইনা
একটি জায়গায় আমাদের গন্তব্যটি ।

আমরা জানি কার গন্তব্য কতটুকু বড়
কারো কারো জন্য যাত্রা হয় দ্রুত ,
কারো কারো তরে যাত্রা অতি ধীর।
অবশেষে জীবন যাত্রা যখন শেষ হয়
আমরা একটি মহান পুরস্কার দাবি করি
এবং একটি অনন্ত শান্তি খুঁজে
পরমাত্মার সাথে মিলনাকাঙ্খা করি ।

শুভেচ্ছা রইল


২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর একটা মন্তব্য করছিলাম । পরে দেখি পোস্ট হয় নাই হাহাহা

থ্যাংকিউ সো মাচ সুন্দর উত্তর কবিতা দেয়ার জন্য
ভালো থাকুন

৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৫৫

স্প্যানকড বলেছেন: সব পুরনো কবিতা নতুনগুলি পড়মু কি মরলে ? =p~

২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বর্তমানের গুলো যুইত মত লিখতে পারছি না সময়ের অভাবে। লিখছি কিন্তু সব ড্রাফট করে রাখছি ফেবুতে।
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৭

ক্লোন রাফা বলেছেন: ২০১৮ সালের প্রেক্ষাপটের চাইতে আরো বেশি অধঃপতন হইছে সমগ্র পৃথিবির । এখন নতুন কইরা আবার লিখেন।
কবিতা ভালো লাগছে । ধন্যবাদ ,ফা.ছবি॥

২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বদলে গেছে অনেক কিছু। নিজেকে তো আর বদলাতে পারলাম না। কেবল হাহাকার নিয়ে পথ চলা যেন।

ইংশাআল্লাহ নতুন করে লিখবো

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: কল্পনা নিয়েই আমাদের জেনারেশান বেঁচে আছে । স্মৃতি রোমান্থন করাই এখন নেশা ।

২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। আগের মত সুখ শান্তি নাই আর মনে
ধন্যবাদ ভালো থাকুন

৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শৈশবের জীবনটা সুন্দর,
রঙিন চশমা না পড়লেই কি নয় ?

..........................................................................

২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনকার বাচ্চাদের শৈশব নাই। তারা মোবাইলে মত্ত। আমাদের মত মজার জীবন তাদের নাই।

ধন্যবাদ ভালো থাকুন

৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ব্যস্ততা আমাকে দেয়না অবসর------------------------------
---------------------- যেখানেই যাই, তুমি আছ মনের ভিতর" ----- যতই ব্যস্ততা থাকুক সে থাকে (পুরনো স্মৃতি) চরকুঠুরি (মনের মাঝে) তেই।

২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ব্যস্ততা অবসর দেয় না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কামরু ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.