নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ঢাকুয়া গ্রামের ধলাই নদীর পাড়ের ছবি=

২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৪



গ্রামের ছবিগুলো দুইদিন আগে পোস্ট করতে চাইছিলাম। কিন্তু অজানা কারণে বারবার বলতেছে আমার কোথায় নাকি ভুল আছে। সেই ভুল খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। ভুল খুঁজে পেলাম না। কেমনে জানি পোস্টও হয়ে গেছিল। শেষে ড্রাফট করে চলে যাই। আরও ছবি ছিল কিন্তু কি কারণে ছবিগুলো পোস্ট হল না জানি না। এগুলো শ্বশুর বাড়ী ময়মনসিংহ ঢাকুয়া গ্রামের ছবি। সেখানে প্রায় দুইবছর হয়ে গের যাওয়া হচ্ছে না। কী কারণে তাসীনের বাপ যায় না কে জানে। আমি বেড়াতে যেতে চাই, তা যেখানেই হোক না কেন। অজানা কারণে আমাদের যাওয়া হচ্ছে না। আজও সময় নেই যে পোস্টের সাথে কিছু লিখবো। ক্যাপশন দিতে পারতাম সুন্দর করে কিন্তু সময়ের বড্ড অভাব। সময় পেলে লেখা এড করে দেব ইংশাআল্লহ।

০২। চালিতা হাতে কী জানি নিয়ে আলাপ চলছে কে জানে। ভালো লাগে গ্রাম।


০৩। নদী শুকিয়ে যায় শীতে, সে সময় এমন জাল দেখতে পাওয়া যায়


০৪। নদীর পাড়ে হাসের দল


০৫। হাঁস নদী আর প্রকৃতি আর সবুজ


০৬। ধলাই নদীতে মাছ ধরছে বাবুরা।


০৭।হাঁসগুলো সাঁতার কাটছে


০৮। একজন জল কন্যা


০৯। জলকন্যা


১০। মাছ ধরে খুশি ওরা


১১। মাছ ধরার ফাঁদ


১২। একটি গোধূলী বেলা


১৩। প্রকৃতি


১৪। গাঁয়ের পথ। কী শান্তি এই পথ ধরে হাঁটতে


১৫। একটি মোবাইলে অনেকগুলা চোখ

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৭

শেরজা তপন বলেছেন: বাহ চমৎকার সব ছবি তো!
আপনার দেখার চোখ আর ছবি তোলার হাত আছে বলতে হবে :)

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তপন ভাইয়া
ভালো থাকুন
সুন্দরথাকুন

২| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! প্রতিটি ছবিই অনেক সুন্দর। সুন্দর সময়গুলোকে ক্যামেরা বন্দী করেছেন আপুনি।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন

৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

কামাল১৮ বলেছেন: গ্রাম বাংলার অসাধারণ সব ছবি।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই।
ভালো থাকুন

৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গ্রামের ছবি সব সময়ই ভালো লাগে

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরু ভাই
ভালো থাকুন

৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৭

জ্যাক স্মিথ বলেছেন: ওয়াও!! চমৎকার সব ছবি। আমি একবার ময়মনসিংহ গিয়েছিলাম একদিনের জন্য।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়মন সিংহের চেয়ে হবিগঞ্জের পরিবেশ অনেক সুন্দর "।হবিগঞ্জে দাওয়াত রইলো

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৬| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা! ছবি আপার ছবি বলে কথা। অনেক সুন্দর ছবিগুলো!

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন

৭| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন গ্রামে যাই না। গ্রামের ছবি গুলো দেখে ভালো লাগলো।

যেহেতু আপনি ছবি তুলেন। তাই ফ্রেমিং নিয়ে আপনাকে ভাবতে হবে।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
আচ্ছা

৮| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩১

জনারণ্যে একজন বলেছেন: এরকম ছবি দেখলে আমি চোখ বুজে রিকল করি সেই পুরোনো ঘ্রাণ - সদ্য ফোটা ফুল, জলজ উদ্ভিদ, রাস্তার পাশে হেটে যাবার সময় পাওয়া বুনো লতা-পাতার, বৃষ্টির সোঁদা গন্ধ। মস্তিষ্ক এখনো কিছু কিছু ধরে রেখেছ।

খুব সাজানো-গোছানো, কৃত্রিম এই জীবনে যখন হাঁপিয়ে উঠি, মন যখন ছট-ফট করে ওঠে মায়ের আঁচলে, ছোট্টবেলার সেই অগোছালো জীবনে ফিরে যেতে, তখন আমার মস্তিষ্কের আপ্রাণ চেষ্টা থাকে - এই ছবিগুলি ফিরিয়ে আনতে।

অনেক ধন্যবাদ আপনাকে @ ছবি। ভালো থাকবেন অনেক বেশি।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের যুগটাই সুন্দর ছিল। আমি গাঁয়ের মানুষ, সেখানেই বড় হয়েছি। কত আনন্দের দিন ছিল। শহরে তো এর কিছুই পাই না।

ঢাকায় থেকে আমারও ছটফট করে মন। কিন্তু সময় সুযোগ হয় না মন চাইলেই যাওয়ার

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৯| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩১

জনারণ্যে একজন বলেছেন: @ জলদস্যু, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। মনে মনে খুঁজেছিলাম অনেক।

আশাকরি সবকিছু ভালো ছিল, এখনো আছে। ভালো থাকবেন, শুভকামনা রইলো।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মরু ভাই মাঝে মাঝে ডুব দেয়। ভ্রমণে বের হয়।

সবাই ভালো থাকুক যে যার মত

১০| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:


ধলাই নামে বাংলাদেশে তিনটি নদী আছে। একটি নেত্রকোনা জেলার ফুলপুরে অন্যটি সিলেট জেলার কোম্পানীগঞ্জে
সেটিউ দেখতে খুবই সুন্দর ।

আপনার বলা ঢাকুয়া দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার, গড় প্রস্থ ৬৭ মিটার এবং নদীটির
প্রকৃতি সর্পিলাকার। এককালের খরস্রতা নদীটি এখন গ্রীষ্মকালে শুকিয়ে একফলা সরু ফিতার আকার ধারণ করে ।
তবে বর্য়াকালে নদীর দুকোল ছাপিয়ে পানি বয়ে যায় তখন সত্যিই একে মনোরম দেখায় ।
এ পোষ্টে দেয়া আপনার ছবিগুলি খুব নুন্দর হয়েছে।

শুভেচ্চা রইল

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তথ্য জানা ছিল না ভাইয়া
ধন্যবাদ আপনাকে।

বর্ষায় গাঁয়ে যাওয়া হয় না গেলে হয়তো দেখতে পেতাম।

১১| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: নদীতে এমন করে জাল পেতে মাছ ধরার দৃশ্য বেশ চমৎকার লাগে । হাঁস গুলো যেন একেবারে জীবন্ত মনে হচ্ছে ।


৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্বশুর বাড়ী গেলে এখানেই সময় কাটে। খুব ভালো লাগে পরিবেশটা

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১২| ২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট দেখে মনে হলো- অনেকদিন ছবি ব্লগ পোষ্ট দেই নাই।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিয়েছেন কী । না দিলে ছবি পোস্ট দেন। আপনার ছবি ভালো লাগে দেখতে । ধন্যবাদ

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রকৃতি সবসমই সুন্দর !
..........................................................
এমন যদি সবাই হতো ?

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ তো প্রকৃতির মত সুন্দর হয়। মানুষ স্বার্থপর। এদের ভিড়ে কিছু ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো সুন্দর
ধন্যবাদ আপনাকে

১৪| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৬

মিরোরডডল বলেছেন:




ছবিপুর ছবি ব্লগ মানেই প্রশান্তি আর প্রশান্তি।
সবগুলো ছবি সুন্দর কিন্তু হাঁসের যতগুলো ছবি, ওগুলো বেশি সুন্দর।
সেই ছবিগুলোতে একরকম প্রাণচঞ্চলতা আছে।
আর ভালো লেগেছে গোধূলি বেলা।




৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডল আপু অনেক ধন্যবাদ
ভালো থাকুন

১৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ২:০৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ছবিগুলো অসম্ভব ভাল লাগলো। প্রবাসের একঘেয়ে চোখ এক পশলা শ্যামল সবুজ দেখে বড্ড আরাম পেল যেন।

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.