নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ছোট ছোট ভাবনা=

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭



©কাজী ফাতেমা ছবি
১। গোল পৃথিবী ঘুরে ঘুরে পেয়ে যাই পুরাতন বন্ধুদের,
আমরা স্থির নই, সময় অস্থির
তবুও বর্তমান আমাদের রোজ দেখা করার
পথ খুলে দিয়েছে, কী অভূতপূর্ব সৃষ্টি!

যদিও কারো কথার স্পর্শ অথবা কাছ ঘেঁষে বসা
এগুলো ফিরে যায় না পাওয়া।
তবুও দেখতে পাই রোজ, কে কোথায় যাচ্ছে
কোথায় ঘুরছে অথবা কে কী খাচ্ছে।

২। কিছু কথা যেন বিষ ফলা,
কিছু কথায় থাকে ছলাকলা,
কিছু কথায় মধু মেশানো,
কিছু কথা আছে, বিপদের জালে ফাঁসানো...
বিষ ফলা কথায় যে হৃদয়ে রক্তক্ষরণ
সে কেউ দেখে না, একাকি করে নিতে হয় বরণ,
ছলাকলার কথায় গা ভাসিয়ে দিলে,
জীবনে না আর শান্তি মিলে।

৩। কারো কথাই যেন নিম নিষিন্দা
শুনলেই ভিতর বাড়ীতে জ্বলে ওঠে আগুন
দাঁতে দাঁত চেপে সয়ে নিতে হয়,
এমন কথা কানে বাজলেই ভাবি
আহারে বেচারার শিশু মুখে দেয়া হয়নি মধু।



৪। বয়স বাড়লে সহন ক্ষমতা কমে যায়
তিক্ততার বীজ এসে মনের বাগান সাজায়,
সে বাগানে রাগ হিংসা আর অহমের ফুল ফুটে,
বুড়ো বয়সে অল্পতেই মন যায় কষ্টে টুটে।

বুড়োদের মন বুঝে নিতে হয়, নিজেকে হয় সইতে
সাবধানে কথা হয় কইতে,
কারণ বুড়ো তো তুমি আমি হবো সবাই,
তাই বুড়োদের প্রতি রাগ করতে হয় জবাই।

৫। এক সঙ্গে চললে অজস্র প্রহর
সেখানে থাকবেই ফ্যাসাদ, বিবাদ, অভিমানের লহর,
কে কারে ভালোবাসে, কে কারে করে ঘৃণা,
প্রমাণিত এমনিতেই কোনো প্রমাণ বিনা।

বিশ্বাসের ভিত তবে কেন হয় নড়বড়ে,
কেন অল্পতেই আগুন জ্বলে মন ঘরে,
বিশ্বাস ভেঙ্গে কখনো হয়ে যায় খান খান,
ভালোবাসার প্রতি রোজ কমে যায় টান।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: হুুমমম।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিজন দা আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগলো। অনেকদিন ছিলেন না। আবার লিখুন এখানে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: মনে হরো আপনার কবিতা পোস্টে জন্য অপেক্ষায় আছি, সেটা জেনে আপনি এই পোস্ট দিলেন!
দারুন তো!!

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাগুলো বুঝি নাই দাদা

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: হা হা হা ....... অনেক দিন পর ব্লগে বসে আছি। এই সময়ে আপনার কবিতা পোস্ট। মনে হলো আপনি বোধহয় জানতেন আমি আছি। তাই পোস্ট করেছেন। এটাই আর কিছু না।

কো ইনসিডেন্ট!!

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা অফিসে এত ব্যস্ততা যে আমি তাড়াতাড়ি কোনো পোস্ট দিতে পারি না। আজ একটু অবসর পেলাম । তাই পোস্ট দিয়ে চলে যাচ্ছি বাসায়। অফিস ছুটি। কাল দেখা হবে ইংশাআল্লহ।
ভালো থাকুন

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭

গেঁয়ো ভূত বলেছেন: ছোট ভাবনায় বড় অভিজ্ঞতার মিশেল!!

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভূত ভালো থাকুন ফি আমানিল্লাহ। অফিস ছুটি
কাল দেখা হবে সবার সাথে

৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

ডার্ক ম্যান বলেছেন: ২০১৮ সালে বন্ধুত্ব নিয়ে আপনার একটা কবিতা পড়ে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম।

গতকাল একজনের ভিডিও দেখে মনটা অনেক খারাপ। আজ আপনার ৫ নং কবিতার শেষ ৪ লাইন পড়ে বুকটা ছ্যাত করে উঠলো।

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আত্মিয়তার সম্পর্ক আমরা ভুলে থাকি,। বন্ধুরা বান্ধবীরা দূরে চলে গেছে, যোগাযোগ না থাকলে আন্তরিকতা আর থাকে না। দুইদিন আগে ইন্টারের বান্ধবী ফেসবুকে আমাকে পেয়ে কল দিল। কেয়া নাম অথচ আমি মনেই করতে পারলাম না। তাও আমরা আধা ঘন্টা কথা বলেছি। মনে শান্তি লেগেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

বাকপ্রবাস বলেছেন: ভালবাসার প্রতি রোজ কমে যায় টান
বয়সের ভাড়ে তায় বিরহের গান

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই সম্পর্ক পানসে হয়ে যায় এক সময়

ধন্যবাদ আপনাকে

৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি ! প্রতিটি প্যারা নানা কথার ফুলঝুরি। বাস্তব জীবনের গল্পকথা। অনেক ভাল লাগা রেখে গেলাম কবিতায় ।

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
সুন্দর আর অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকো হামেশা

৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবি
ভালো থাকুন

৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কবিতা ভালো হয়েছে।+++

ইদানিং ছবিব্লগ পোস্ট দিচ্ছেন না?

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেরীতে মন্তব্য সরি ফর দেট
আমি সময় পাই না মোটে ভাইয়া
কত কত ছবি জমা হচ্ছে। মোবাইল পিসিতে জায়গা নাই।

যে ব্যস্ততায় আছি বাপরে। সময় ফুড়ুত করে চলে যায়। ইংশআল্লহ দেব কয়েকদিনের ভিতরে

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

১০| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:০৪

রানার ব্লগ বলেছেন: আপনি কি খনা দা কে টেক্কা দেবার তালে আছেন?!! কবিতা গুলো ছবির বচন হয়ে গেছে।

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপ রে এ দু:সাহস আমার নেই ভাইয়া জি

আপনার লেখা আমার ভালো লাগে

ধন্যবাদ ভালো থাকুন

১১| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৭

কঙঋঈঈ বলেছেন: you must strive to traverse the roadways without stumbling run 3

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিত্তাম
বুঝি না কিছু

১২| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: মনের আবেগ গুলো লিখে ভালো করেছেন।

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
এবার নেগেটিভ মন্তব্য করেন নাই। যে লেখা ভালো লাগবে না সে লেখাতে মন্তব্য করার প্রয়োজন নাই। আমি লেখক না ভাই।
মন খারাপ হয় নেগেটিভ মন্তব্যে

ভালো থাকুন

১৩| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন:




সবগুলি কবিতাই হয়েছে সুন্দর
তবে ২ নম্বরটা হয়েছে নিদারুন
দুদিকেই ধারালো কথামালা
যেদিকে যাবে কেটে করবে
একেবারে ফালা ফালা ।

শুভেচ্ছা রইল

২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৪| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১৫

ডঃ এম এ আলী বলেছেন:

এর আগে পোষ্টে করা মন্তব্যটিও একটু দেখবেন ।

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কানতে মন চায় :( আমি ব্লগে আসতে পারি না । সরি এটার জন্য।

দেখেছি আলী ভাইয়া
থ্যংকিউ সো মাচ। অনেক ভালো থাকুন

১৫| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২২

কে এম মাসুদ রানা বলেছেন: বাস্তব চিন্তাভাবনা !

২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ রানা ভাইয়া
ভালো থাকুন

১৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৪৭

votehi বলেছেন: Safely manage your cryptocurrency with the official MetaMask extension. Securely store, send, and receive digital assets all in one convenient place. Metamask extension | Metamask extension

১৭| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৪৮

votehi বলেছেন: Discover the power of blockchain and decentralized applications with MetaMask extension. Securely store and manage your digital assets while browsing the web. Get it now! [url=https://sites.google.com/1metamask-login.com/metamaskwalletextension/home]Metamask extension[/url] | [url=https://sites.google.com/1metamask-login.com/metamaskwallet-extension/home]Metamask extension[/url]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.