নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=ভালোবাসার কাব্য=
মৃদু হেসে ঠাঁয় দাঁড়িয়ে, ভাবছি তোমার কথা,
ইচ্ছে করে কাছে গিয়ে, চোখে মারি গুঁতা;
ফুলের বদল দেই তোমাকে, কাঁটায় ভরা লতা,
ইচ্ছে করে ঘুষি মেরে, থুতনি করি ভোঁতা।
ফুল দেব না তোমাকে আজ, থেকো না আর আশায়,
দুঃখ আমায় দিবানিশি, নীল বেদনায় ভাসায়;
দিলাম আঁড়ি বলবো নাকো, কথা তোমার সনে,
পাবে ক্ষমা সরি বলে, যদি ধরো কানে।
ফুলও দেব মনও দেব, দেব ভালোবাসা,
সমঝোতায় চললে জীবন, সুখে রবে ঠাসা;
ঝাঁঝাল কথায় গ্যাসট্রিক বাড়ে, হলে না সুখ বড়ি!
আমার চেয়ে তোমার কাছে, দামী বুঝি কড়ি?
কড়ির দামে মন কেনা যায়? ভূঁয়া সবই ভুঁয়া
এবেলাতে ব্যথার নদে, মন যে গেল খোঁয়া
টেনে তুলো আমায় বন্ধু, তুলো আমায় টেনে,
পাগলামি সব নিতে পারো, এবার তুমি মেনে।
সুখে রাখবো,চা খাওয়াবো, তুলবো ছবি তোমার
এসো দুজন ভালোবাসি, এ জীবন বেশুমার
সময় গেলে হয় না সাধন, বুকের বাড়ী খালি,
পা-টা রাখো কড়ির বুকে সে যে চুরাবালি।
ফুল নেবে কী, ফুল দেব না, দেব নাকে ঘুষি,
মারলে তোমায় মনটা আমার, হবে বেজায় খুশি;
সারাদিনই বকো আমায়, বাসবে ভালো কবে?
তুমি নাকি ভালো মানুষ, জানে দেখি সবে!
আমার কাছে ভালো হও না, রাখলে না-তো বায়না
তোমার সনে দূরে কোথাও, বেড়াতে মন চায় না?
ভালোবাসার সময়গুলো, করে গেলে হেলা;
বাকবিতন্ডা আর বিবাদে, কেটে গেল বেলা।
জীবন আমার করলে বন্ধু, ব্যথায় এলেবেলে।
এসো কাছে বলো আমায়, বলো ভালোবাসি;
দাও না একদিন ঠোঁটটা খুলে, মুগ্ধতারই হাসি
পেঁচামুখে আর থেকো না, বাসবো ভালো তোমায়
এবার চলো দুজন থাকি, ভালোবাসার কোমায়।
ভালোবাসার কাব্য-১
ভালোবাসার কাব্য-২
ভালোবাসার কাব্য-৩
ভালোবাসার কাব্য-৪
ভালোবাসার কাব্য-৫
ভালোবাসার কাব্য-৬
২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ এত খেয়াল কেমনে রাখো। এমন হাতে ফুল এমন ছবি দেখলে আমারও তাই মনে হয়।
তোমার কবিতা ছড়াগুলো সুন্দর হচ্ছে , বাবন ভাইয়ার পোস্টে
আমি উত্তর ছড়া লিখতে সময় পাই না
২| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২২
বিজন রয় বলেছেন: ব্লগে আছি আপা। আপনি ভাল আছেন আশা করি।
কথা হবে।
২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে আমি থাকতে পারছি না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি
কথা হবে ইংশাআল্লহ
৩| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১০
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
ভাল বাসার জন্য এত সাদ্য সাধনা
ওটা না থাকলে কি হয় !!!!
কবিতা কাব্যে সাহিত্যে দেখা যায়
যেখানে আছে ভালবাসাবাসি
সেখানে ঝগড়া বিবাদে ঠাসাঠাসি
আর বিরহে ব্যদনায় কাঁদাকাদি
সেইকি ভাল নয় যেমন মাথাও নাই বিষও নাই
ভালবাসাও নাই জ্বালা যন্ত্রনাও নাই ।
যাহোক, দোয়া করি জীবন হোক ভালবাসাময় ।
ফুলে ফলে ভরে উঠুক জীবনতরী ।
শুভেচ্ছা রইল
২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসা না থাকলে ভালো থাকা যায় না। সারাক্ষণ মন খারাপ বিষণ্ণতা
এতে শরীর মন্দথাকে। বিভিন্ন অসুখ বিসুখ দেখা দেয়।
যেখানে ঝগড়া বিবাদ সেখানে কিছুটা তো থাকা্ উচিত ছিল । অনেকের ঝগড়া বিবাদ আছে কেব ভালোবাসা নাই
থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন
৪| ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৫| ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: পড়লাম।
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশ করেছেন
ধন্যবাদ
৬| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া
সময়ের কারণ আপনার লিখা পড়তে পারছি না
সরি
ভালো থাকুন
৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭
কালো যাদুকর বলেছেন: বাকবিতন্ডা আর বিবাদে কেটে গেল বেলা.... ফুল দেয়া নেয়ার থেকে বোধ হয় বিবাদই বেশী হচ্ছে?
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা বুড়ো হলে যা হয় আর কী
প্রেম ভালোবাসা মরে যায়
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার কাব্য ভালো লেগেছে। + +
কবিতা পাঠান্তে আমার যেররকম মনে হলোঃ
কিল ঘুষি আর গুঁতাগুতি
এসব হুমকি নয় মোটেও,
মান অভিমান শেষে হাসি
ফূটবে পেঁচামুখেও!
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ভাইয়া আপনি ঠিক বলেছেন
কিন্তু বদ বেডা মানে তাসীনের বাপে এসব লাইক করে না
মনের সুখে অথবা দু:খে কাব্য লিখি আর কী
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩
বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: ব্লগে আমি থাকতে পারছি না। ............. কেন ব্লগে থাকতে পারবেন নাহ!!????
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ের জন্য। কেমন করে যে অফিসের টাইম শেষ হয়ে যায়
এত ব্যস্ততা
ধন্যবাদ ভাইয়া
১০| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
আমি যে কষ্ট করে আপনার
ভাঁট ফুলের মিহি ঘ্রাণে মন হারায় পোষ্টে ফলের চাষ
করে এলাম সেটা চোখে পড়েনি কেন , এমন উপেক্ষার কথা
কোন ভালবাসার কাব্যে বলা আছে বলবেন কি ???????
২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: যাই না তো এখনো। কিত্তাম
দেখমু ভাইয়া
আমাকে মাফ কইরেন যে
আমি সময় পাচ্ছি না
ভালো থাকুন
ধন্যবাদ
১১| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
দেখেছি সেটি আপনি দেখে এসেছেন ।
সেখানে করা আপনার প্রতি মন্তব্যের প্রেক্ষিতে
আমি দুএকটি কথা বলে এসেছি , সম্ভবত
অতি ব্যস্ততার কারণে সেটি আপনার নজড়ে পরবেনা,
তাই সে কথাগুলু আপনার হালনাগাদ পোষ্টে বলে গেলাম ।
ভুলেও দেশী ভাটফল নীজে খেয়ে টেস্ট করবেন না ।
সম্ভব হলে টেস্ট করার পুর্বে হর্টিকালচারিষ্টের পরামর্শ গ্রহন করবেন ।
বিদেশে যেটি পাওয়া যায় সেটি ভাটফুল পরিবারভুক্ত নাও হতে পারে ।
দেখেন জাপানে ফজুকি মার্কেটে এফল কেমন করে বিক্রি হচ্ছে
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ।
বিষাক্ত হতে পারে দেশী ভাঁটফুলের ফল। আচ্ছা মুখেও দেব না। ভালো থাকুন
১২| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৬
পাজী-পোলা বলেছেন: আপনি তো দেখি রীতিমতো হুমকি দিচ্ছেন, বেচারা প্রেমিকের এইবার দফারফা।
তবুও এমন প্রেমিকা সবার কপালে জুটুক।
৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইরে ভাই হুমকি দিয়েও হচ্ছে না কাজ, রোজই শুনতে হয় তার উচ্চ আওয়াজ
থ্যাংকিউ সো মাচ
১৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪
তানভির মুস্তফা রুদ্র বলেছেন: সুন্দর কবিতা! ভাল লাগল!
৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাইয়া
ভালো থাকুন
১৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব সুন্দর । ভালবাসা হোক ছন্দ ময়
" যদি ভালবাসো তবে
দু:খ, যাতনা কষ্ট ভুলে
হাত খানি ধরো । "
৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: সুন্দর ভালোবাসার কাব্য আর সুন্দর ছবিতা আপুনি!!!!!
কিন্তু লাস্টের ছবিটা দেখে মনে হচ্ছে ভালোবাসার কোমায় চলে গেছে মেয়েটা। হাত অসাড় আর ফুলগুলি বাতাসে দুলছে হা হা ।