নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
রঙ বদলের এই জীবন, মন বুঝি না কারো,
বিশ্বাস করে ঠকে গিয়ে মনে বিষাদের রঙ গাঢ়,
এখানে চুমুকে নিঃশেষ হয় চায়ের জল,
বিশ্বাসে হেরে জীবনের রঙ হয় অনুজ্জ্বল!
কার মনে কী, কে বা জানে,
কে বা ছুটে যায় কার টানে,
এখানে উপকার করেও যায় না পাওয়া কৃতজ্ঞতা,
এখানে একেকজনকে বেঁধে রাখে স্বার্থের সুতা।
কেউ খেয়ে গিয়েই রটায় উপকারীর দুর্নাম,
এখানে ভালো কাজে যারা, পায় কটুক্তির ইনাম,
চায়ের কাপে আড্ডা জমা রেখে কেউ
অন্যের কাছে তুলে বদনামের ঢেউ।
যায় না বুঝা আর মানুষের মন
সব ছেড়ে চা হাতে খুঁজি তাই নির্জন
এখানে কথা বলতে হয় মেপে মেপে,
কোন কথার সূত্র ধরে, কে জানি ধরে গলা চেপে।
এখানে চায়ের ধোঁয়ার মত ওড়ে কথা
অনুভূতিগুলো কবেই যেন হয়ে গেল ভোঁতা,
তৃপ্তি নেই চায়ে, তৃপ্তি নেই সম্পর্কে,
কেউ মিথ্যে যুক্তিতেই জিতে যায় তর্কে।
এখানে আর বসে না চায়ের আসর,
কেউ কারো জন্য সাজায় না মনে তার স্বপ্ন বাসর,
চায়ের ধোঁয়ার সাথে ওড়ে যায় বিশ্বাসের কণা,
চুপ কথার বুকে লুকাই, কেমন আছি তা আর বলবো না।
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
২| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হুহ, আজকাল সবই মিথ্যে। আপনার বইয়ের মলাটটা সুন্দর হয়ছে।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ঝিঁঝি
ভালো থাকুন
৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩০
করুণাধারা বলেছেন: মনখারাপের কথাগুলো ঠিক আছে। তাই কবিতা ভালো লাগলো।
ফুলগুলো খুব সুন্দর। কিন্তু লেবুর খোসাটা না থাকলেও চলতো...
এখানে কথা বলতে হয় মেপে মেপে,
কোন কথার সূত্র ধরে কি জানি ধরে গলা চেপে। সত্যিই!!
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু লেবুর খোসাটা ডিলেট করে দিয়েছি হাহাহা
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন আপুন
৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চায়ের ধোঁয়ার সাথে ওড়ে যায় বিশ্বাসের কণা,
চুপ কথার বুকে লুকাই,
......................................................................
আমরা বেচেঁ থাকি আশা আর বিশ্বাসের মাঝে...
কবিতায় ++
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা বেঁচে আছি আশা আর বিশ্বাসের মাঝে কথা সত্য
থ্যাংকিউ সো মাচ শঙ্খচিল
ভালো থাকুন
৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪
সামরিন হক বলেছেন: চুপ কথা বুকে লুকাই ,কেমন আছি তা আর বলবো না।
ভালো লাগলো।
শুভ রাত্রি।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সামরিন আপু
ভালো থাকুন অনেক অনেক
৬| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কতজনের মন বুঝে কবিতাখানি লিখেছেন?
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকেরই
আমার আশে পাশে যারা আছেন
বাসায় অফিসে বন্ধ কলিগ
বিভ্ন্নি এলাকার মানুষের মন
ধন্যবাদ ভালো থাকুন
৭| ০১ লা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৪
স্প্যানকড বলেছেন: কবিতা তো বুজলাম মাগার শেষে স্যামসাং এস নাইন প্লাস , ঢাকা ?? হা হা হা
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা আসলে ফেবুতে দিছিলাম
কারণ গ্রুপে ছবি দিলে ডিভাইস নেম দিতে হয়
ধন্যবাদ ভালো থাকুন
৮| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া অন্য কিছু লিখতে চেষ্টা করুন।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনেরে পরামর্শ দিতে কইছি? মাই ফুট
না করছি না । ভালো না লাগলে আসবেন না আমার পোস্টে
মিয়া আমি কত ব্যস্ত থাকি যদি আমার সাথে থেকে দেখতেন
তাইলে এইকথা কইতেন না
যান ভাগেন
৯| ০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সাইফুল ভাই
ভালো থাকুন
১০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১
খায়রুল আহসান বলেছেন: মন খারাপের কাব্য কথা বেশ ভালো হয়েছে, কারণ কথাগুলো বাস্তব জীবন থেকেই নেয়া হয়েছে।
আপনার অনেক কবিতা পড়ে এবং ছবি দেখে বোঝা যায় যে চা আপনার খুব প্রিয় একটি পানীয়। সেটা জানার পর কবিতার ১৯ ও ২০ নং পংক্তি পড়ে কী বলা যায়, বুঝতে পারছি না।
পোস্টে প্লাস। + +
০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই দু:খ জনক আমি আপনার লেখাগুলো পড়ে মন্তব্য করার সময় পাচ্ছি না সরি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন
১১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৮
বিজন রয় বলেছেন: আপা।
১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি । কেমন আছেন বিজন দা। বড়ই ব্যস্ততার মাঝে আছি দোয়া করবেন
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১১
পাজী-পোলা বলেছেন: এই যে আপনি বললেন "এখানে উপকার করেও যায় না পাওয়া কৃতজ্ঞতা। "
কবিতাই বাস্তবতা তুলে ধরেছেন তবুও চাইবো পৃথিবী এমন না হোক।