নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
মনের নীল ক্যানভাসে এঁকে দিয়ো সাদা ফুলের থোকা,
মনটা খঞ্জনা করে দিয়ো ও বন্ধু বোকা!
সব স্বপ্ন নিমেষেই গেল উবে
শুন, মন বিষণ্ণতায় আছে ডুবে|
নীল বেদনা ছুঁয়ে আর কত বিষণ্ণতায় ভুগি?
মন সেতারে বাজিয়ে যাও এবেলা
প্রেমের ডুগডুগি!
নিরস মনের কিনারে বাসা বেঁধেছে নিরাশা,
এবার জাগাও মনে বিন্দু আশা।
নীল জলে আছি ডুবে, মনের পটে রঙ দাও সাদা,
বর্তমান সময়, লেগে আছে দু'চোখে বিতৃষ্ণার ধাঁধা,
এসো আলগোছে বসো কাছে,
এমন গল্প বলো,
যেন সুখে মন নাচে।
চুটকি শুনাতে পারো, হাসিরা গেছে মরে
হাসিয়ে যাও বন্ধু, সুখ উচ্ছ্বাস জাগিয়ে যাও মন ঘরে,
ধরো হাত,বলো ভালোবাসি
ঠোঁটে ঝুলাও বাঁকা চাঁদ হাসি।
চারিদিকে কুখবর এসে কানে লাগায় তালা,
মনের মঞ্চে তুমি দেখাও প্রেমের যাত্রাপালা,
এপাশ ওপাশ আর করবো কত,
মন হতে বিষ চুয়ে পড়ছে অবিরত।
এসো মন সুখি করি এবেলা,
ভাসাই মন নদীতে প্রেমের ভেলা,
ভালোবাসাবাসিতে কেটে যাক দুপুর অথবা সন্ধ্যা ,
নীড়ে ফেরার বেলা হাতে তুলে দিয়ো
ও প্রিয়
একগুচ্ছ শিয়ালমুখী ফুল অথবা রজনীগন্ধ্যা!
(১৭-১২-২০২০)
১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালা থাকুন
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
একগুচ্ছ গোলাপ, অথবা পরাজিতা
কিংবা শরতের কাশফুল...।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
স্প্যানকড বলেছেন: দুই এক ফুল চাইনা গোটা বাগান চাই !
১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম চাইলে বেশী চাওয়াই উচিত
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন।
কবিতার পাশাপাশি চেষ্টা করে দেখুন গল্প, প্রবন্ধ, নিবন্ধ ফিচার লিখতে পারেন কিনা।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছুই পারবো না। কেবল কবিতাই লিখবো আর ছবি তুলবো। আমার এটুকুই যোগ্যতা
৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩
নাইমুল ইসলাম বলেছেন: সুন্দর লিখেছেন, সুন্দর ছবি তুলেছেন।
২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নাইমুল ভাইয়া
ভালো থাকুন
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মনের ক্যানভাসে সাদা ফুলের থোকাই থাকুক, নীল বেদনারা অন্য ঠিকানা পাক।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল