নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমার দখিন দাওয়ায় যখন ফুলেরা দেয় উঁকি=

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০

০১। পিটুনিয়া।



কী এমন ক্ষতি
বাড়ালে প্রেমের গতি
আছি পাশাপাশি অথচ নিশ্চুপ নিরবতা;
একটি শাখে দুটো ফুল হতে পারি তো
বলতে পারি মনে জমানো সব কথা।
তুমি আমি পিটুনিয়া হই না হয়
প্রেমের হাওয়ায় দুলি, সময় করে তুলি মায়াময়।

ঘুম থেকে উঠেই বারান্দায় তাকাই, আর ঘুমের ক্লান্তি কেটে যায়। কোনো না কোনো ফুল ফুটে থাকে রোজই। ছোট বারান্দা যতটুকু গাছ
লাগানো যায় ততটুকুতেই গাছ লাগানোতে কার্পণ্যতা করিনি। যদিও তাসীনের বাপে কয় জঙ্গল। আমি মনে মনে বলি আমার জঙ্গলেই মঙ্গল। ভালো লাগে এতের সাথে কিছুটা ক্ষণ থাকলে। যদিও এদের যত্ন করা কষ্ট। অফিসের কারণে এদের সময় দেয়া যায় না। তবুও শখের তোলা একশত দুই টাকা। আজকে ফটোগ্রাফীতে আছে যুগল অথবা জোড়া কইতর অথবা প্রেমিক যুগল। ভালো লাগলে আমারও ভালো লাগবে। এগুলা মোবাইলে তুলেছি।

ঘুম থেকে উঠেই দখিন দিকে তাকালে আমার বারান্দা। আলহামদুলিল্লাহ



আমার বারান্দা যেন সুখের শিশির কণা
টলমলে সুখ, স্বচ্ছ আলোর ফোয়ারা
এখানে দাঁড়ালে ঠায় মন সুখে মাতোয়ারা
কী শান্তি, আহা রাখবো গোপন কাউকে বলবো না।

০২। সবুজ বৃক্ষের বুকে তুমি আমি জোড়া ফুল
তুমি ছুঁয়ে দাও মন আলতো
ব্যস্ততা সে থাকবেই, ভাবনা কেন এত?
ভালোবেসে সুখ দাও জীবনে অতুল।

(ছোট কাঁটামুকুট)



০৩। আকাশের তারা হতে যাবে কেন, পারবো না তো মন ছুঁতে
তুমি নয়নের তারা হও, মনের বিষাদ দূর করে দাও প্রেমের এক ফুঁতে।

(হাইব্রিড নয়ন তারা)



০৪। আচ্ছা প্রেমের রঙ তুমি জানো কী ?
জানো না, তাই হাসছো মুচকি;
মিহি গোলাপী, আদর আদর রঙ জেনে নাও
এমন প্রেম তুমি কি চাও?

(গোলাপী পর্তুলিকা)



০৫। আমি অপরাজিতা, পরাজয় মানবো না কখনো
যতক্ষণ না হৃদয় তারে বাজাও প্রেমের বেণু;
ভেবেছো অপরাজিতার রঙ দেবে... দেবে বিরহ এক সমুদ্দুর;
ভালো আমায় বাসবেই... আমায় দূরে রাখার চিন্তা রেখে দাও বহুদূর।
(হালকা সাদা নীল ডাবল লেয়ার অপরাজিতা)



০৬। মনে তোমার বসন্ত আসে না কখনো, তুমি চৈত্র
হতে পারলে না আর আমার ভালোবাসার মিত্র;
কখনো হিমু সাজোনি, আমি তোমার হিমুনি হবো ভেবেছিলাম
মন তো করলে না আর আমার নামে নিলাম।

(ভৃঙ্গরাজ)



০৭। মনকে সাদা করো, মনে রেখো হিংসা বিদ্বেষ
ভুলগুলো ধরতে যেয়ো না বেশি, হৃদয়ে রেখো না ঈর্ষার রেশ
তুমি সহজ হও, সাদা পর্তুলিকার মত ফুটে থাকো মনে,
আর বিবাদ বাড়িয়ো না আমার সনে।

(সাদা পর্তুলিকা)



০৮। নয়নের তারা হতে পারবো না, আমি গোলাপ হবো
তোমার বুকের বাম পকেটে রেখো আমায়, ফিস ফিস ভালোবাসার কথা ক'বো;
সময় ফুরিয়ে গেলে প্রেমের পাপড়ি ঝরে যাবে
বিষণ্ণতায় ডুববে তুমি, এই দোয়েল সময় ফিরে আর না পাবে।

(দেশী নয়নতারা)


০৯। তুমি বিরহ দাও, বিরহের রঙ যেন ব্লু ডেইজি
তুমি বড্ড বিজি...
সময় হারিয়ে গেলে কেমন করে মনের সুখে উড়বে ডানা মেলে?
আমিও উচ্ছল সময় পেতাম, তোমায় কাছে পেলে।

(ব্লু ডেইজি)



১০। নীল অপরাজিতার মত জীবন হোক সে চাই না;
চাই সাদা অথবা গোলাপী অপরাজিতার মতন জীবন, পাই না
কারণ তুমি
সেই থেকে করে গেলে কেবল গোয়ার্তুমি!

(নীল অপরাজিতা)


মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: মনোলোভা!!

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ বিজন দা। ভালো থাকুন । পাশেই থাকুন

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: প্রত্যেক ছবিতে দুটো করে ফুল, তার মানে?

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ইচ্ছে করেই যুগল বন্দি করেছি ক্যামেরায়। ফুল তো অনেক ফুটে।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
মন ভালো হওয়ার মত ছবি...
আমার খুব ইচ্ছা, ছাদে বাগান করার...

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ছাদে বাগান করবো ইংশাআল্লহ,,,,,,,,, ছাদ হয়ে গেছে ।এখন অপেক্ষা শুধু

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

নয়ন আমার ছোট ভাইয়ের নাম

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সব ফুলের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা
ভাল থাকবেন------ছবি আপা

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা লিটন ভাইয়া
ভালো থাকুন

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

নয়ন বড়ুয়া বলেছেন: আমি তো আপনার ছোটই হবো...
সমস্যা কী, আমিও আপনার ছোট ভাই হলে আপা...

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই ছোট ভাই। ভালো থাকো ভাই অনেক ভালো থাকো। দোয়া করি ।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: ছবির সাথে বর্ননা মন্দ নয়

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইয়া
ভালো থাকুন

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

শেরজা তপন বলেছেন: বাহ দারুন সব বাহারি ফুলের ছবি! সাথে উপরি পাওনা একগুচ্ছ চমৎকার কবিতা।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা -ভালো থাকবেন!

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন বছরর শুভেচ্ছা ভাইয়া । সুন্দর কাটুক আগামী দিনগুলো

থ্যাংকিউ সো মাচ :)

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

শায়মা বলেছেন: শীত বসন্তের ফুলের মেলা তোমার বারান্দায় আপুনি।

আমিও বাংলাদেশে ফিরে গিয়ে বসন্ত উৎসব করবো আমার ছাদ বাগানে!!! :)

কাটামুকুটের ফুলগুলি এক্কেবারেই এক জোড়া দুল! :)

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু তুমি এখন কোথায় আছো। আজিব তো আমি জানি না।
কেমন আছো?

আল্লাহ তোমাকে ভালো রাখুন

ছাদ বাগানের ফুলগুলোর ছবি দিয়ো কিন্তু

থ্যাংকিউ সো মাচ

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। নীল অপরাজিতা ফুলটা বেশি সুন্দর ।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

এক চালা টিনের ঘর বলেছেন: Chomotkar. Ful shundor. Apnar post shundor. Apni Shorol.

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য বছরের শুরুতে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। সবাইকে নিয়ে সুখে থাকুন ফি আমানিল্লাহ।

জাজাকাল্লাহ খইর :)

১১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই ভালো করেছেন।

আমিও আপনার পোস্ট দেখে আসবো ইংশাআল্লহ

১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০১

করুণাধারা বলেছেন: চোখের সাথে মনও জুড়িয়ে গেল সুন্দর ফুলের ছবি দেখে।

সব ছবিই খুব সুন্দর, অনেক ফুলের নামও জানতাম না। বেশি ভালো লাগলো নীল ফুলগুলো।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন

ফুল আর গাছ মানুষকে আনন্দ দেয়। তবুও কিছু মানুষ অফিসের গাছ দেখে বলে এইসব গাছ লাগাইয়া কী লাভ

ভালো থাকুন আপু

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

বিজন রয় বলেছেন: আপনি কবিাত সংকলন পোস্টে কথা বলবেন না?

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য করেছিলাম তো। আচ্ছা আসতেছি

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১

সোনালি কাবিন বলেছেন: কাব্যময় লেখা আর ছবি, মিলে হয়েছে ছবিতা।

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর এবং কৃতজ্ঞতা

ভালো থাকুন সবাইকে নিয়ে।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

জুন বলেছেন: ফুল আর কবিতায় মুগ্ধ ছবি। কি অসাধারণ মিল দুজনার।
অনেক ভালো লাগা রইলো।
+

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুন আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুন্দর থাকুন ফুলের মতন

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! খুব ভালো লাগলো আপু কবিতা ছন্দে ছন্দে বিভিন্ন ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।++
পোস্টে দশম লাইক।
বহুদিন পর আজকে চেষ্টা করতেই দেখি ফেসবুক লিংক ধরে ফুল ভার্সনে ঢুকতে পারলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও এই সমস্যা অনেকদিন ধরে। মেজাজ গরম হয়ে যায়। ফুল ভার্সনে না ঢুকতে পারলে ব্লগিং করে মজা পাই না।

অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.