নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
একদিন সব কিছু হয়ে যাবে ঠিক
দুঃখ আর সুখ যে অলীক,
ধরা যায় না, যায় না ছোঁয়া
তবুও সব একদিন হয়ে যায় ঠিক।
দুঃখে কাতর অথবা সুখে উচ্ছল
চিরস্থায়ী নয় কিছু, সবই সময়ের ছল
এই যে দুঃখ আছি ছুঁয়ে, কখনো মন নদীতে
সুখালোর ঝিকমিক
সুখ চলে যায়, দুঃখ আসে......
কিন্তু সব হয়ে যায় একদিন ঠিক।
এই যে দীর্ঘশ্বাস জমে রয় বুকের বামে
কখনো কষ্ট কিনি দীর্ঘশ্বাসের দামে
সহসা কিছু সুখ উড়ে আসে, নিয়মে স্বাভাবিক
সুখ চলে যায় আবার বুকে দুঃখ জড়াই.....
ভাবি বসে একেলা, একদিন সব হয়ে যাবে ঠিক।
কই আর ঠিক হয় মনের ঘর ভাঙ্গে,
হলুদ আলোয় আর মন না রাঙে;
কষ্টের পরিধি এক সমুদ্দুর, হারাই বেঁচে থাকার টনিক
সুখ তো আছে অপেক্ষায়
সব কিছু একদিন হয়ে যাবে ঠিক।
ব্যথার অনলে পুড়ে পুড়ে ছাই,
ভাবি আর বুঝি জীবনে শান্তি নাই
ব্যথার অনল নিভে যায় সুখ স্পর্শে, জীবন হয় নান্দনিক
দুঃখের সিঁড়ি বেয়ে গিয়ে দেখি সুখ আছে,
সব হয়ে যায় আগের মত ঠিক।
তবুও হতাশ, নৈরাশ্যের নদীতে হাবুডুবু খাই
বিষণ্ণতার বুকে নিয়ে নিই ঠাঁই,
নৈঃশব্দের গান ঠোঁটে, সময় হয়ে ওঠে বেরসিক
মনে ঠিক এক তিল আশা...... এই যে
একদিন সব হয়ে যাবে ঠিক।
(০৩-০১-২০২৩)
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন কাবিন
২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর সবকিছু ঠিক হোক কবি ছবি আপ
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক লিটন ভাইয়া
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর আপু...
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ বিকেল ছোট ভাই
ভালো থাকো সারাটি বেলা
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩
গেঁয়ো ভূত বলেছেন: সময় শ্রেষ্ঠ নিরাময়কারী।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। সময় যা বলে তাই হয়।, সুখ অথবা দুঃখ ওৎপ্রোতভাবে জড়িত
ভালো থাকুন ধন্যবাদ
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি কি কবিতার বই লিখেছেন?
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ লিখেছিলাম। ২০১৯ থেকে আর বই করতে পারিনি। মোট ৬টা কবিতার বই আছে
ধন্যবাদ আপনাকে
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
প্রামানিক বলেছেন: অশান্তির মাঝেই শান্তি খুঁজতে হবে
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক । ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: দুঃখ ভুলে সুখ খুঁজতে যাওয়া অনেক কঠিন। আমাদের প্রয়োজনে সব সহ্য করে নিতে হয়।
আপা এই কবিতা অনেক ঝরঝরে হয়েছে।
শুধু কোথায় যেন একটু সুর হারিয়ে ফেলছি।
দেখি আরো পড়ে কি হয়।
০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সহ্য করতে করতেই জীবন শেষ। এখন আর কিছু চাই না।
আমি নিজেই সুর খুঁজে পাই না।
থ্যাংকিউ সো মাচ দাদা
ভালো থাকুন
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে একদিন। সময়ের প্রয়োজনে সব ঠিক হয়ে যায়।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া সব ঠিক হয়ে যায়
অথবা মানিয়ে নিতে হয়
ধন্যবাদ ভালো থাকুন
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩
নীলসাধু বলেছেন: চমৎকার।
শুভেচ্ছা ছবি আপা।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নীল দা
ভালো থাকুন
এবার বইমেলা আসলে দেখা হবে ইংশআল্লহ
১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: কি লিখেন? কেন লিখেন?
পরে ভালো লাগে না।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি আমার ব্লগে কেন আসেন? এটার উ্ত্তর দেন
১১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবার সব কিছু ঠিক হয়না।
কাব্য ভালো হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হয় না
নিতে হয় মানিয়ে
মন দেয়ালে অনিচ্ছার ছবিটি
দিতে হয় টানিয়ে।
ধন্যবাদ ভাইয়া জি
১২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
আফসোস!
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশী আফসোস করা ভালো নয় কিন্তু
১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯
স্প্যানকড বলেছেন: আপনার কবিতা পরে বোঝা যায় ইহা কোন নারীর লেখা কবিতা। একবার কিছু ঘটে গেলে আর আগের মতন হয়না কিছুই। একদিন সব ঠিক হবে ইহা সবচেয়ে বড় মিথ্যা। তবে আশা করা ভালো। ভালো থাকবেন সব সময়
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ছেলেরা লিখলে বুঝা যায় মেয়েরা লিখলেও বুঝা যায়
হুম হয় না তবুও মেনে নিতে হয়।
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন অনেক অনেক
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এভাবেই সব হারায় আর ফিরে আসে না।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরাতন দিন যেমন ফেরত আসে না। তেমনই কিছু প্রেম ভালোবাসা প্রত্যাশা আশা হারিয়ে গেলে ফিরে আসে না । মেনে নিতে হয়
ধন্যবাদ আপনাকে
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে ঠিক এক তিল আশা...... এই যে একদিন সব হয়ে যাবে ঠিক।
............................................................................................
এটাই আমাদের বেঁচে থাকার ঠিকানা !
মানুষ আশার উপর শক্তি সঞ্চয় করে জীবন যুদ্ধে অংশ নেয়
তাই আশা, ভালোবাসা, বিশ্বাস
আমাদের জীবনের মূল ভরসা ।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য । ফুলটাও সুন্দর
অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই
ভালো থাকুন
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাইয়া
ভালো থাকুন
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৯
কালো যাদুকর বলেছেন: মানুষ আশা নিয়েই বাঁচে, "একদিন সব কিছু ঠিক হয়ে যাবে..."। কবি এখানে আশা প্রকাশ করছেন, ঠিক আশাই করেছেন। " সুখ দুঃখ পাশাপাশিই আসে। মানুষ কস্ট থেকেই পূর্নতা পায়। তবে একদিন সব আগের মত হয় না। আমরা শুধু মানিয়ে চলি।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কথাই ঠিক
যদিও আগের মত কিছুই হয় না। একবার মন মরে গেলে সে আর আগের মত তাজা হয় না। বুকের ক্ষত শুকায় না
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: লোকজনের মন্তব্য পড়ে আমি হতাশ।
দিন দিন দেশে মগজহীনদের সংখ্যা বেড়েই চলেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মাথায় কী মগজ আছে? আপনার মন্তব্য পড়ে অনেকেই হতাশ
১৯| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১
নাইমুল ইসলাম বলেছেন: সুখ তো আছে অপেক্ষায়
সব কিছু একদিন হয়ে যাবে ঠিক।
- অপেক্ষায় থাকায় শ্রেয় বটে। সুখের সময় ভুলে যায় দুঃখকে আবার দুঃখের সময় ভুলে যায় সুখকে। সুখ দুঃখ সবই যেন লাগে সময়ের মূর্ছনা। সুন্দর লিখেছেন।
০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন নাইম
অনেক ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২
সোনালি কাবিন বলেছেন: # এই যে দীর্ঘশ্বাস জমে রয় বুকের বামে
কখনো কষ্ট কিনি দীর্ঘশ্বাসের দামে
# নৈঃশব্দের গান ঠোঁটে, সময় হয়ে ওঠে বেরসিক
মনে ঠিক এক তিল আশা...... এই যে
একদিন সব হয়ে যাবে ঠিক।
## শুধু এগুলোই নয়, পুরো কবিতায় সুন্দর কথামালার মেদ জমেছে।