নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=পীঁরেরগাঁও (মিয়াবাড়ী),চুনারুঘাট, আমাদের গ্রাম (ছB Bloগ)=

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১

০১।


কয়েকদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম। এখন আর ক্যামেরা নেয়া হয় না সাথে। ওজন বেশী, তাছাড়া ছবিগুলো বের করা যায় না। অফিসের পিসিতে সেই অপশন বন্ধ। বাসায় ল্যাপটপে বসা হয় না, সুযোগই নাই। এবার মোবাইলে ছবি তুলেছি। আমার মোবাইল নষ্ট হয়ে গেছে প্রায়। ভাঙ্গাচোড়া মোবাইল দিয়ে ছবি তুলি। এই ছবিগুলো এই বছরের না কিন্তু। এগুলো আগের তোলা। এবার নানান জায়গায় ঘুরেছি। সেই ছবিগুলো পিসিতে নিলে পোস্ট দিতে পারবো।

বারবার বলতেছি আমি প্রফেশনাল ফটোগ্রাফার না, আমি কবিও না, লেখিকাও না।, জব আর সংসারের কাজের ফাঁকে লিখালিখি আর ছবি তোলা একটা শখের কাজ। এই কাজ করলে কর্মের বিতৃষ্ণা ভুলি। তাই এ নিয়ে একজন নেগেটিভ মন্তব্য করে আমার স্পিড কমিয়ে দিতে চায় । অথবা সে আমারে দেখতেই পারে না। আমার যেকোনো পোস্ট তার মাঝে একটা হিংসার দেয়াল তৈরী করে। আমি জানি না কেন এমন করে সে। যাই হোক যা ইচ্ছে করুক গা।

০১।

ছাতা মাথা, ব্যাঙের ছাতা
শব্দে ভরি কাব্যের খাতা;
যা্ ইচ্ছে তাই লিখি তাইতো
এসব ব্যাঙের ছাতা।

ভেজা মাটিতে গ্রামের বাড়িতে এই ছত্রাক দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে

০২। আহা অগ্রহায়ণ, ধানের মৌ মৌ ঘ্রাণ
বাড়ি ফিরতে মনে বাড়ে টান,
তুমিও এসো আমার সঙ্গে
কয়েকটা দিন নির্ভেজাল কাটুক
কাটুক আনন্দ রঙে।



০৩। কামরাঙা দেখলেই মনে পড়ে যায় মেয়ে বেলা
বোল ভর্তি কামরাঙায় রসুন, লংকা আর লবণে মাখামাখি
ঝালে চোখে জল, তবুও তো স্বাদের গাঙে ভাসিয়েছি তৃপ্তির ভেলা।



০৪। জলের আয়নায় মুখ দেখবে
বসবে নাকি জলের ঘাটে
ইতি দিয়ে কর্মপাঠে
এসো খেজুরের ছায়া.......
জলের ঢেউয়ে তোমার মুখোচ্ছবি দেখো,
সে ছায়া ভেঙ্গে হলো গুড়ো ঢেউয়ে
তেমন করেই স্বপ্ন আমার করে দাও এলোমেলো।



০৫। ধরো ছাতা মাথার উপর
পরবো না রোদের টোপর
এই উদাসী দুপুর
পায়ে বাজাবে শুকনো পাতার নূপুর?



০৬। ভেজা মাটিতে হাঁটতে পারো,
সুখ শিহরণ পাবে অঙ্গে;
দেখো তাকিয়ে মাটিতে, কত মুগ্ধতা আছে ছড়িয়ে চারিদিকে
তুমি মুগ্ধ হতে শিখো বন্ধু।



০৭। সন্ধ্যা মালতি তোকে দেখতে এসেছি
কেমন আছিস?
মন মন্দ কী? এই তুই তো সেজে আছিস গোলাপী রঙ শাড়িতে
তোর হতে কিছু রঙ আমায় দিবি?



০৮।ভেজা জবা ফুলে মিশে আছে স্নিগ্ধতা
সে স্নিগ্ধতা হাতে তুলে নাও
দেখো কী সুখ মন ভুবনে।



০৯। লাল লংকা গুড়ো আর কামরাঙা
ঝালে ঝুলে সেই অতীতের কথা মনে পড়ে যায়
আমরা ভাইবোনেরা দুপুরটা কাটিয়ে দিতাম
রঙবাহারী ভর্তার স্বাদে।



১০।
ভেজা মাটির ঘ্রাণ
ভরে যায় প্রাণ
কী কঠোর পরিশ্রমে কৃষক ঘরে তুলে সোনা ফলা ধান
এমন প্রহরে ঘাসে বসতে মন করে আনচান।



১১।এই যে দেখে যাও, কী মুগ্ধতা ছড়িয়ে আছে সর্বত্র
তুমি গ্রামে আসো একটি বার
মেঘের খামে লিখলাম এক পত্র
তোমায় জানাই নিমন্ত্রণ.........


১২। সাদা নয়ন তারায় মিশে আছে শুভ্রতা
দেখলেই মনে আসে শত শুদ্ধতা



১৩। একটা গোলাপী গোলাপ দিয়ো
হয়ে যেয়ো আমার প্রিয়



১৪। ইচ্ছে হয় হেঁটে যাই বহুদূর পথ
তুমি সঙ্গে থাকবে নিতে যদি শপথ।



১৫। লজ্জাবতী মন আমার
ভালোবাসো একটুখানি
তুমি অবহেলা করলেই আমি চুপসে যাই


মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

সোনালি কাবিন বলেছেন: ছবিগুলো জীবন্ত।

আচ্ছা, আপনি কোন টেকনিক ইউজ করে ব্লগে ছবি দেন। মানে এত বড় হয় কীভাবে?

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ নিয়ে একটা পোস্ট আছে আমার এই ব্লগে। আগে ইমগোর এ ছবি আপলোড করে এখানে দিতাম । এখন ইমেজবিবি ওয়েবসাইটে আপলোড করে এখানে লিংক দেই

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

বিজন রয় বলেছেন: অসাধারণ!!
মুগ্ধকর!

আপনি সবই পারেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বিজন দা
ভালো থাকুন সব সময়

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: একেকটা ক্লিক দেখে মনে হলো জীবন্ত...
আমি হাজার চেষ্টা করেও মোবাইলের ছবিগুলো সুন্দর ভিউ আনতে পারিনা...
নিজের ছবি তুলেই নিজেই সন্তুষ্ট হতে পারিনা, সেখানে আবার এইগুলো...
আপনার সব ছবি অসাধারণ হয়েছে আপা...

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন
ভালো থাকুন সব সময়

ইচ্ছে করলে আপনিও পারবেন। চেষ্টা করুন বারবার

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

বিজন রয় বলেছেন: আপা ব্লগে আপনার ১৩ বছর ১ মাস.........


আর আমার সবে ১০ বছর ১ দিন............


আপনি অনেক পুরানো!!

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মন্তব্য কম। সময় পেলে হয়তো আরও বেশী মন্তব্য হতো

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: আগের মন্তব্যটি একটু ভুল হয়েছে, দুঃখিত।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশাকরি এ বছর পোস্ট সংখ্যা বাড়বে

নয়বছরে অনেক মন্তব্য করেছেন।

ধন্যবাদ বিজন দা ভালো থাকুন

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

মোগল সম্রাট বলেছেন:


প্রতিটা ছবির প্রতিটা ক্যাপশন চমৎকার । মন ছুয়েঁ যাবার মতো।

পোষ্টে +++++

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকবেন ফি আমানিল্লাহ

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: ছবি আর বর্ণনায় সুন্দর পোস্ট।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


কামরাঙ্গা ফলটা আন্ডাররেটেড।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমগো ছবিও সুন্দর! ছবির ছবিও সুন্দর!

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আমি চিরসবুজ বয়স আমার কুড়ি আমি সুন্দরী মালকা বানু
রাণী হুররাম হাহাহাহা

থ্যাঙকিউ সো মাচ

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

বাকপ্রবাস বলেছেন: দারুণ ছবি

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধণ্যবাদ প্রবাস ভাই
ভালো থাকুন

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

এক চালা টিনের ঘর বলেছেন: You really a good photographer with beauty ful heart. Thanx for the mind-blowing pictures.

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য মাশাআল্লহ
ভালো থাকুন অনেক অনেক

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

প্রামানিক বলেছেন: ব্যাঙের ছাতা মজাই লাগে

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খেয়েছিলাম একবার ভালোই লাগছে

এগুলো ভয় লাগে খেতে । কেন জানি

ধন্যবাদ আপনাকে

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: সত্যিই অসাধারণ সব ক্লিক করেছেন, ক্যাপশনগুলোও ভালো হয়েছে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ স্মিথ। ভালো থাকুন অনেক অনেক

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

সামিয়া বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সামিয়া
অনেক ভালো থাকো আপু

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

স্প্যানকড বলেছেন: ভাংগা মোবাইলে যে যাদু দেখালেন আমি তো টাসকিতো ! আপনার গ্রাম খুব সুন্দর :) একদিন সময় পেলে যামুগা :) ঠিকানা দিয়েন প্লিজ :) ভালো থাকবেন :)

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই গরীব হইয়া গেলাম। কিনি কিনি করে কেনা হচ্ছে না। মোবাইল যে চোরে নিছেগা একটা । মেজাজটা গরম হয়নি

হ্যাঁ হবিগঞ্জের চুনারুঘাটে আসলে দেখতে পারবেন প্রকৃতি যে কী সুন্দর। দাওয়াত রইলো

ধন্যবাদ

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

বিজন রয় বলেছেন: দেখতে এলাম উত্তর দিয়েছিলেন কিনা।

হয়তো ঘরকন্না নিয়ে ব্যস্ত আছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাসায় গেলে ব্লগে কম ঢুকি। সরি

ধন্যবাদ দাদা খবর নেয়ার জন্য

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর ছবি সাথে কবিতারা।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াদ ভালো থাকুন
পাশেই থাকুন

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যে দিচ্ছি তো।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
প্রচ্ছদে দেখানো ব্যাঙের ছাতার ছবিটি আমার দৃষ্টি আকর্ষন করেছে বেশী ।
এই ছবিতে থাকা মাশরুমগুলি কি বন্য/জংলী জাতীয় না চাষী কতুক চাষকৃত খাবার উপযোগী ।
যদি চাষকৃত হয় তাহলে খুবই ভাল । আর যদি বন্য হয় তাহলে আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে
অযত্নে আবহেলায় এগুলি যে ভাবে দলবেধে গুচ্ছ আকারে সুন্দর সুন্দর ফুলের মত গজিয়ে উঠছে
তার বীজ সংগ্রহ করে একে বানিজ্যিক ভাবে নীচের চিত্রটির মত ব্যপকহারে চাষাবাদ করা যায় ।

যদি আপনার দেখানো মাশরুমগুলি বন্য জাতীয় ব্যাঙের ছাতা হয় তাহলে কাল বিলম্ব না করে আপনি অবশ্যই
আপনার ছবিটি কৃষি মন্ত্রনালয়াধীন বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এ প্রেরণ করুন । তারা এ পর্যন্ত
বিদেশ থেকে মাশরুমের ১৬২টি জাত দেশে এনেছে এবং সেগুলো দেশে চাষের উপযোগী প্রযুক্তি উদ্ভাবন
করেছে। দেশের পাহাড়ি ও বনাঞ্চল থেকেও ১৪০ টি জাত তারা সংগ্রহ করেছে। তারা আশা করি এই সুন্দর
ফুলের মত অযন্তে দলবেধে গজিয়ে উঠা ব্যাঙের ছাতা নিয়ে বেশ আগ্রহী হবে ।

শুভেচ্ছা রইল

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: একেবারে সেইম সেইম মাশরুমগুলো

তাহলে এগুলা খাওয়া যাবে? খেতে তো ভয় লাগে। যদি কিছু হয় । বিষাক্ত যদি হয়।

কী সুন্দর লাগে দেখতে এগুলাকে। এবার গেলে ছবি তুলে আনবো
আপনাকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

২০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
উপরের ছবিটা বড় করে দিলাম ।
দেখতে পারছেন কিনা দয়া করে জানাবেন ।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমনই তো আমারগুলোও। কিন্তু এটা গত বছর তুলেছিলাম এবার গিয়ে ব্যাঙের ছাতা চোখে পড়েনি। বৃহস্পতিবারে বাড়ী যাবো । এগুলা দেখতে পেলে ছবি তুলে আনবো।

হ্যাঁ দেখতে পেরেছি। থ্যাংকিউ সো মাচ

২১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানুষ এবং যে কোন প্রাণীর ছবি তোলা হারাম।
আমাদের সকলেরই উচিত যে কোন ধরনের হারাম কাজ থেকে দূরে থাকা এবং সব সময় ভালো কাজ করা।
পণ্যের কাজ করা।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিকাছে

ধন্যবাদ ভালো থাকুন

২২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

করুণাধারা বলেছেন: মোবাইলে এত সুন্দর ছবি তোলা যায়!! আপনার গ্রাম খুব সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আসলেই আমাদের গ্রাম অনেক সুন্দর। মাশাআল্লাহ
ভালো থাকুন

২৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১০

ডঃ এম এ আলী বলেছেন:



মন্তব্যের ঘরে আরো একটি অনুরোধ করেছিলাম এই বলে
ছবিটি কৃষি মন্ত্রনালয়াধীন বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এ প্রেরণ করুন
এবিষয়ে তো কিছু বললেন না । এখন এই ব্যঙের ছাতা সেখানে না থাকলেও কোন
অসুবিধা নেই । ছবি ও কোন জায়গায় দেখেছিলেন তার ঠিকানা তাদেরকে দিলে
তারাই সেখানে নীজেরা খুঁজে দেখবে । তাদের কাছে এ লক্ষ্যে কোটি টাকার
বাজেট আছে । প্রয়োজনে কৃষি মন্ত্রীর সাথে কথা বলবেন । কষি মন্ত্রনালয়ের
তথ্য অফিসারের ফোন( অফিস) হল ৯৫১৪৭৭৬ মোবাইল ০১৬৭২৮৯৭৭৮৯
তার সাথে কথা বললে সে মন্ত্রীর পি এ এর মাধ্যমে মন্ত্রীর সাথে কথা বলার
সুযোগ করে দিবে । মন্ত্রীর য়োন ৫৫১০০৩৫৯ মোবাইল ০১৭১১৮৪৯৩৬৩

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ আলী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.