নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
০১। এ চিরচেনা দৃশ্য, নদীর জল, কলাগাছের ভেলা,
মাতৃভূমির বুকেই বসে রোজ, ঐশ্বর্য্যের মেলা;
এই যে জলের উপর ঝলমল সোনালী রোদ্দুর,
মাটি তরু বৃক্ষ লতা ভালোবাসি সাত সমুদ্দুর।
০২। নদীর বুকে চর জেগে যায়, শীত ঋতুটা আসলেই
কী যে লাগে ভালো দেখতে, ভেলা জলে ভাসলেই,
এই যে আমার সবুজ বর,ণ সোনা ফলা মাটি,
হেথায় সেথায় বিছানো রয়, দূর্বাঘাসের পাটি।
নদীর বুকে টেংরা পুটি, মাছের হুড়োহুড়ি,
শীত ঋতুতে আকাশ নীলে উড়ে রঙিন ঘুড়ি,
ধানের মাঠে বসে তখন, ফুটবল খেলার মেলা,
খেলা দেখে, ঘাসে হেঁটে, যায় কেটে যায় বেলা।
শুকনো নদীর কিনার ঘেঁষে, ছিপ ফেলে কেউ বসে,
ইছা পুটি দাড়কিনা ঐ বেড়ায় জলে চষে,
ছিপের সুতায় আটকা পড়ে ছোটো টেংরা পুটি,
নদীর জলে মাছেরা খায় সুখে লুটোপুটি।
শুকনো নদীর বুকে কৃষক, বপে ধানের চারা,
হাওয়ায় দুলে সবুজ'রা হয়, সুখে আত্মহারা,
শিশির ভেজা পাতা লতা, ঝলমলানি রোদ্দুর,
বুকের ভেতর ঢেউয়ের বাড়ি যেন সুখ সমুদ্দুর।
সবুজ পানা জলে ভাসে, ঢেউ উঠে না জলে,
কত মাছের উৎসব বুঝি হিমেল জলের তলে,
ভালো লাগে নদীর কিনার সুখে থাকে ভরা,
বর্ষায় থাকে ভরা নদী, শীত এলে যে খরা।
আমার দেশের ধুলো মাটি, নদী বিলে ঝিলে,
স্বচ্ছ জলে ঢেউয়ের নাচন, দেখলে শান্তি মিলে,
রূপ ঐশ্বর্য রঙ বাহারী আমার দেশের মাটি,
ধুলোর উপর আছে পাতা দূর্বাঘাসের পাটি।
(০৯ জানুয়ারী ২০২২)
০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ খলিল ভাইয়া।
সুন্দর পরামর্শ মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
সময় পেলে ছন্দ ঠিক করে নেব ইংশাআল্লহ
২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার আপু।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া
ভালো থাকুন
৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮
কাওসার_সিদ্দিকী বলেছেন: ম্যাডাম, নদীর জলে মাছেরা খায় সুখে লুটোপুটি -এই লাইনটা আর পিকচার টার দৃশ্য ভালো লেগেছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৯
মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ লিখেছেন। আরো ভালো লিখবেন আশা করি।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মায়া । ভালো থাকুন
৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: গ্রাম বাংলার রূপ সুন্দর কবি আপা
ভাল থাকবেন--------
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া ভালো থাকুন
৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫
প্রামানিক বলেছেন: এমন দৃশ্য অনেক দিন হলো দেখি না।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই মৌসুমে গ্রামে গেলেই দেখতে পারতেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: আপনি ভ্রমন করে এসে মুগ্ধকর সব পোস্ট দিচ্ছেন।
সত্যি ভাললাগার।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন দাদা
৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: 'বপে' মানে কি? রোপন করা ?
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি
ধন্যবাদ ভালো থাকুন
৯| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: কোথায় আপনি? ব্যস্ত? মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?
১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন ডিপার্টেমেন্ট এ জয়েন করে ছি
১০| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছবির ঘ্রাণ টের পেলাম মনে হয়
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন রিয়াদ
১১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বরাবরের মতোই কবিতা বা ছড়া আমার ভালো লাগেনি।
কিন্তু ছবিটা অসাধারণ হয়েছে ।
কবিতা না লিখে শুধুমাত্র এই ছবিটা দিয়ে পোস্ট দিলেও অসাধারণ হতে পারতো।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার সব কিছু ভালো লাগতে হবে তা তো নয়। ছবি ভালো লেগেছে তাই বেশ
ধন্যবাদ ভালো থাকুন
১২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: ছবিটা অতীব চমৎকার! এইসব কচুরিদলের ভেতরে অনেক মাছ থাকে।
কবিতাটাও অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে। + +
ছবিটা দেখে ছোটবেলার সেই দাদাবাড়ির স্মৃতি মনে পড়ে গেল।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া, শীতের মৌসুমে এই মাছ মারা চলে দেদারসে। খেতেও মজা
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ভাইয়া
১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০১
করুণাধারা বলেছেন: ছবিটা সুন্দর।
আশাকরি নতুন ডিপার্টমেন্টে কাজ করা আনন্দময় হবে। শুভকামনা রইল।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
দোয়া করবেন। এখনো কিছু গুছানো হয়নি।
ভালো থাকুন
১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
এম ডি মুসা বলেছেন: শীত কাল আমার প্রিয়, ছবি আপা
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু বেশি শীত ভাল্লাগে না।।ধন্যবাদ অনেক অনেক
১৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ
২৮ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, প্রথম পাতায় আপনার ০১ নম্বর সিকোয়েল পড়ে মুগ্ধ হয়ে ভিতরে এলাম। ০১ নম্বর সিকোয়েলটা অসাধারণ হয়েছে। ০২ নম্বর সিকোয়েলের ১ম ৪ লাইন অসাধারণ। কিন্তু এরপর এই সাবলীলতা বজায় থাকে নি। ছন্দ সম্পর্কে মনে হয় আপনি ততটা সচেতন নন। শুভেচ্ছা রইল।