নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চাই শিশিরের স্পর্শ=

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২



©কাজী ফাতেমা ছবি

স্নিগ্ধ প্রহরগুলো পিছনে ঠেলে ফিরে আসতেই হয় রুক্ষ ধূলোবালি জমা বিতৃষ্ণার শহরে,
এনার্জির আলোয় আলোকিত শহরের বুকে নরম বিছানায় চোখ বন্ধ করলেই জেগে উঠে
প্রকৃতির আদরে বেড়ে উঠা ঘাস লতাপাতায় জমে থাকা শিশিরের ভেজা অনুভূতি।

কুয়াশায় ঢাকা সকাল, পূর্বাশার প্রথম সোনা আলোর ফোয়ারা,
ধান চারার ডগায় জমে থাকা শিশির মুক্তো
নদীর জলে হাঁসেদের শীত স্নান সেড়ে পাড়ে বসে থাকার দৃশ্য
ঘর হতে পা বাড়ালেই পায়ে ভেজা মাটির স্পর্শ,
বুনোফুলের ঘ্রাণ, দৃষ্টিজুড়ে করলা ফুলের হলুদ আলোর ঝলকানি,
খেটে খাওয়া মানুষ'রা দল বেঁধে বিকেলজুড়ে নদীর জলে ক্লান্তি ধুয়ে বাড়ি ফিরে যাওয়া,
মরা দূর্বাঘাসের উপর শীত ধুলোর প্রলেপ,
লাকড়ির চুলায় ভাতের হাঁড়ি, উপছে পড়া মাড়ে ছাইয়ের স্পর্শ।

ধোঁয়া ওড়া ভাতের সাথে শিম ভর্তার স্বাদ আহা!
কর্মব্যস্ততা আর শত পেরেশানীর ছুটি দিয়ে নিশ্চিন্ত কিছুটা প্রহর যেনো শুধু আমার হয়ে থাকে,
অথচ
সব ছেড়ে ছুঁড়ে চলে আসতেই হয় এখানেই এই শহরের ইট পাথরের বন্দি ঘরে।

(১৮-০১-২০১৯)

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভালো লাগা।

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
ভালো থাকুন

২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

বিজন রয় বলেছেন: ঘড়ির কাঁটা ধরে ঠিক রাত ১০টায় পোস্ট দিলেন, তাইতো?

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তখন তো কয়টা বাজে দেখিনি দাদা। এমনিতেই পোস্ট দিয়া তামীমকে খাওয়াতে গেছি

থ্যাংকিউ সো মাচ

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১

জ্যাক স্মিথ বলেছেন: ছবিটি দেখে পরাণ জুড়িয়ে গেলো, কবিতা ভালো হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ স্মিথ ভালো থাকনি

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার আপা...

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভালো থাকুন

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

এম ডি মুসা বলেছেন: এরকম কবিতা পড়তে আসলেই ভালো লাগে মানুষ কবিতার দিকে ফিরে যাবে মানুষ এখন কবিতার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সত্যিই সুন্দর কবিতা যেগুলি ওগুলি মানুষ একবার করলে আরেকবার ভালো লাগে, আবার পড়তে ইচ্ছা করে

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মুসা ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন অনেক অনেক

৬| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

নজসু বলেছেন:


ছবি এবং কবিতা দুটোই সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
ভালো থাকুন

৮| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

বিজন রয় বলেছেন: আপা, বিগত কয়েক বছরে আপনার কোনো পোস্টে বিশেষ করে কোনো কবিতায় সেভাবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। কিন্তু আমার ইচ্ছা ছিল এবং আছে প্রবলভাবে। কথাবলা হয়ে ওঠেনি এজন্য আমি অপরাধবোধে পীড়িত হই সবসময়। অথচ সেই কবে থেকেই আপনি আমার লেখা বা আমাকে অনেক সন্মান জানিয়ে আসছেন এমনকি আমি ব্লগে অনেকদিন না এলে আমার খোঁজ খবর নিতেও ভুলে যান না।

আজ কিছু কথা বলবো......... রাগ করলে চলবে না.............

আপনার নিকট থেকে যে ধরনের কবিতা চেয়েছি এই কবিতাটি প্রায় সেই ধরনের। যদিও কবিতাটি লিখেছেন ২০১৯ সালে। কিন্তু কবিতার শিরোণাম আমার ভালো লাগেনি। একটি সুন্দর নাম দিতে পারতেন যেটি কবিতা বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো। বিগত কয়েক বছরে আপনি অবিরাম লিখে চলেছেন। আমি মনে করি কবিতা নিয়ে আপনি অভিসার করার সময় পেরিয়ে এসেছেন। এখন একটু ধীরস্থিরভাবে সময় নিয়ে আপনার লেখা উচিৎ।

লেখালেখি বা কবিতা লেখা নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কি এটা নিয়ে কখনো আপনার সাথে কথা বলা হয়নি। আমি বলবো যেহেতু আসলেই লেখক হয়ে উঠেছেন মানে নিজের ভেতরের ভাবনাগুলোকে শব্দে দিয়ে প্রকাশ করতে পারছেন সেহেতু এবার বা এখন সিরিয়াস হোন। সংসার, চাকরির আর অজুহাত না দেন। আপনি ২৪ ঘন্টায় লেখার পিছনে অনেক সময় ব্যয় করেন, বিশেষ করে অফিস টাইমে। আমি বলবো লেখা কিছুটা কমিয়ে পড়ার দিকে কিছুটা সময় দেন যদি সম্ভব হয়। জানিনা আপনি অফিসের গাড়িতে, না নিজের গাড়িতে, না পাবলিক পরিবহনে অফিসে যাতায়াত করেন কিনা। আপনার বাসা থেকে অফিসে যাতায়াতের পথে তো অনেক সময় পান এই সময়টুকু পড়াতে ব্যয় করতে পারেন, জানিনা ইতিমধ্যে আপনি সেটা করেন কিনা।

কবি হলো একজন “অসুস্থ দেবদূত” বা “অতৃপ্ত আত্মা” যে সবসময় মর্ম পীড়ায় ভোগে, কিন্তু যা কিছু সে বাইরে প্রকাশ করে তা হয় দিনের আলোর মতো সত্য ও সুন্দর। আপনি সেই সত্য ও সুন্দরে নিজেকে আবিস্কার করুন, আমরা তা থেকে সৌন্দর্যলাভ করি, গর্বিত হই।

এই কবিতাটি যেহেতু প্রকৃতিকে নিয়ে লেখা তাই বলবো ওয়ার্ডসওয়ার্থ, শেলী, কীটস আর আমাদের জীবনানন্দ, এনাদের বা এনাদের সৃষ্টি, কর্ম ও জীবন নিয়ে লেখা বিভিন্ন আর্টিকেলগুলো পড়ার চেষ্টা করুন। এসব যদি আপনার শিক্ষাজীবনে বা অন্যকোনভাবে পড়ে থাকেন তো ভাল। আমি সময় গেলে পড়ি, একই লেখা বার বার পড়ি।

আজ এ পর্যন্ত........... ফিরে ফিরে আসবো......... আপনার নন্দনচিন্তায় কবিতার সম্মুখভুমিতে.........।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য। এতটা সময় নিয়ে আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। আপনার এই মন্তব্য বার বার পড়েছি। ব্লগে আসলেই এই মন্তব্যটা পড়ছি। আপনার মন্তব্যের প্রতিটি কথাই তো আমার কবিতারা যাতে মননশীল হয় সেজন্য।

আমি চেষ্টা করবো। কবিতা গল্প তো প্রচুর পড়ি। যতটুকু সময় পাই ততটুকুই পড়ি । দোয়া করবেন।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.