নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বিক্ষিপ্ত ভাবনার আঁড়ালে আমি=

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪


©কাজী ফাতেমা ছবি

ব্যস্ততম দিন চলে যায়-চোখের পলকে,
কত কাজের খসড়া-নিউরণে ঘুরছে অবিরত
গুছানো আর হয় না,শেষ তবে কবে তার!
মাথায় যন্ত্রণার চাপ-বন্ধ চোখ-নি:শ্বাস ভারী
পূর্বাশার আলোয় কর্ম নৌকার ধরি বৈঠা
গোধূলিয়ার ঢেউ এসে ডুবিয়ে দেয় আমায়;
আনমনায় কেটে যায় পল পল হাজার পল
ভাবনার যেনো শেষ নেই-অন্ত নেই
অথচ শ’ কাজ পড়ে থাকে টেবিল ছুঁয়ে।



২।
তুই তো অপেক্ষা করিস চিঠি পাবি বলে-
অথচ উত্তর দিতে পারিস না,
কত চিঠিই তো দুমড়ে মুচড়ে বল বানিয়ে ফেলি
কাগজের ডাস্টবিনে,
উত্তর পাবো না বলে আর লিখা হয় নি তোকে,
একদিন বলেছিলি, তুই তো আমার দু'চোখ
এক চন্দ্র দুই তারা
খুশিতে আত্মহারা!
আর আমি তোকে দূরে ঠেলে দিয়েছি,
হ্যাঁ দূরে ঠেলে দিয়েছি-
স্বপ্নগুলো তোর গুছিয়ে নে, আমাকে মনে রাখিস
আমার দেয়া কিছু শব্দ দিয়ে মনে স্বপ্ন আঁকিস।

কেমন যেনো বিবর্ণ রঙ হর হামেশা চোখ ছুঁয়ে যায়
ভাল্লাগে না আমার-আর ভাল্লাগে না
দূরে নিতে চাই নিজেকে সব কিছু হতে
সুখ হতে-আনন্দ হতে-উচ্ছ্বাস হতে।
আর তুই এখনো গুনিস প্রহর
চোখে ঝরে যন্ত্রণার লহর,
চিঠি পাবি বলে হাপিত্যেশ করিস
মনে আমায় নিয়ে স্বপ্ন গড়িস!

অথচ উল্টো পথের যাত্রী হয়ে আছি
সেই আবহমান কাল হতে!
সে তুই জানিস
তবু মনে কষ্ট টানিস
আমিও জানি তবু মিস করি
তোকে নিয়ে বুকে কষ্ট গড়ি।

তবুও আশায় থাকি চিঠির উত্তর পাবো
অথবা নীল খাম চিঠি।
তুই অপেক্ষা করিস আমি দেব-আর আমি তুই দিবি
এই নিয়মের ধারাবাহিকতায় আটকে আছি তুই আমি।
দিস তবু চিঠি
রাখবো নীলে দিঠি
পেতে খুব লোভ হয় জানিস
শব্দে শব্দে না হয় কাছে টানিস।
(২২-০১-২০১৮)

শিরোনাম কী দিবো বুঝতে পারছি না :(

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন আপু।

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন
ভালো থাকুন

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: ছবি দুটি খুবই সুন্দর।

কবিতা ও শিরোণাম নিয়ে পরে কথা বলবো।

শুভকামনা আপা।

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ দাদা
ভালো থাকুন অনেক অনেক

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর অনুভব কবি আপা

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন। এইসব আর কত?
গল্প লিখুন। ফিচার লিখুন। প্রবন্ধ লিখুন। ইতিহাস লিখুন।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিরোনাম দরকার নাই, এম্নিতেই ভালো হয়েছে। ;)

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া
অনেক ভালো থাকুন

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭

এম ডি মুসা বলেছেন: কষ্টের কোন ছবি খুঁজে পাচ্ছি না বিদ্রোহ

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহহারে এমন ছবি আমিও পাইনি
থ্যাংকিউ সো মাচ

৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

স্প্যানকড বলেছেন: শব্দে শব্দে না হয় কাছে টানিস। এই বাক্যটি পুরা মাথা আউলাইয়া দিছে। খুব ভালো লিখেছেন। ভালো থাকবেন সব সময় :)

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ স্প্যানের বিয়েতে দাওয়াত যেন পাই

থ্যাংকিউ সো মাচ

৯| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.