নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বুকের ভেতর একশত দুই দেরাজ=

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০



©কাজী ফাতেমা ছবি

বুকের ভেতর একশত এক দেরাজ
আর এক স্টিলের আলমারি
একশত এক দেরাজে ছন্দ রাখি
গল্প রাখি, সেখানটাতে গিয়েই
মনের যত ঝাল ঝাড়ি।

একশত এক দেরাজে আরও রাখি
আবোল তাবোল পাগল কথা
হাসি ঠাট্টা, সরলতা আর
চুপ রেখে দেই সেখানটাতে
মুগ্ধতা আর উচ্ছ্বলতা ।

আরও রাখি সেই দেরাজে
হাজার কাব্য, শব্দ কোটি
নৈমিত্তিক বকাঝকা, তিতে কথা
সুর কলরব, হাসি রাখি
বিতৃষ্ণাও থাকে না বাকি।

আর ঐ যে এক আলমারী আছে না
বলবো? তার মাঝে যে কী রাখি,
মেয়েবেলার স্মৃতি কথা, বিষণ্ণতা
উদাস সময় আর রাখি চুপি চুপি
সেখানটাতে আলতো করে চঞ্চলতা।

স্টিল আলমারীতে রাখি আরও
যা কিছু সব মনোহারী, এই প্রকৃতি
মনোলোভা বিকেল আলো, ছন্দ কথা
গোধূলীয়া, চাঁদের আলো আর......আর
আকাশ ভরা পূর্ণ তিথি।

রাখি কিছু অস্পৃশ্য প্রেম, অদৃশ্য কেউ
আর খলখলানি একলা হাসি
রঙ বদলানো ঐ আকাশটা আর কিছু কিছু
বিষ কথা আর বিষের বাঁশি,
আর আর আত্মজের আলতো স্পর্শ
আহা কত কিছু রেখে জীবন ভালোবাসি।

বৃষ্টি দিনের সুর রাখি, রাখি একলা মধ্যরাতও
কিছু কথা অগোচরে শুনে ফেলি, তা’ও রাখি
পাষাণ মুখের ছবি রাখি, অহংকারী মানুষ রাখি
আর কিছু দীর্ঘশ্বাস, জমানো ব্যথা
কিছু কান্না কিছু অতীত, কিছু শিহরণ,
কষ্ট পেলেই সেখান থেকে স্মৃতি এনে
মন দেয়ালে সুখ মাখি।
(২৪-০১-২০১৯)

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১

মায়াস্পর্শ বলেছেন: বাহবা দিয়ে গেলাম ।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ মায়া
ভালো থাকুন অনেক অনেক

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬

এম ডি মুসা বলেছেন: আলমারির ভেতরে আমাদের কথা কিছু রেখে দিয়েন , মাঝেমধ্যে খুলে দেখবেন,

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যেই রাখি। সেগুলো খুলে খুলে দেখি।
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আহা, মনের ভিতরের আলমারি, কী দারুণ উপমা

কত শত দুঃখ কষ্ট সুখের কথা জমিয়ে রাখি সেখানে।

সুন্দর কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ রিয়াদ
অনেক ভালো থাকুন

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

স্প্যানকড বলেছেন: আমার আলমারি তালা দিয়া অন্য কেউ নিয়া গেছে চাবি। কবিতা তাই এখন অনেক কাছের অন্য দিগন্তের রবি। হা হা হা :) ভালো থাকবেন সব সময় :)

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে চাবি হারায় গেছে সে চাবি খুঁজে লাভ নেই। নতুন চাবি বানায় নেন সময় থাকতে। থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন হরদম সবাইকে নিয়ে

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার আপা...

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন
ভালো থাকুন

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬

করুণাধারা বলেছেন: আমাদের সকলের বুকেই এমন কতশত দেরাজ আছে!

কবিতা ভালো লেগেছে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা
জাজাকিল্লাহ খইর
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতা পাঠে ভাল লেগেছে ।
ঠিক ভাল জায়গাই বেছে নিয়েছেন নীজের সবকিছু সঞ্চয় করে রাখার জন্য।
যত পারেন রাখেন তথায় , মিছ হবেনা কিছু , শতেক কেন মানুষের
বুকের ভিতর থাকা শত শত কোটি কোষ কুঠুঠির মধ্যে একটি
কোষও পারবেননা ভরতে নীজের বলা কথাগুলি করে ঠাসাঠাসি।
মানুষের হৃৎপিণ্ডে আনুমানিক ২-৩ বিলিয়ন কার্ডিয়াক পেশী কোষ রয়েছে।
তবে এইগুলি হৃৎপিণ্ডের মোট কোষ সংখ্যার এক তৃতীয়াংশেরও কম।
তার মানে হার্টে ৬ বিলিয়ন তথ্য ৬ শত কোটির মত সেল রয়েছে।
এগুলি প্রত্যেকটিই হার্টের একটি জীবন্ত মৌলিক কুঠুরী।
কোষগুলি নীজেদের মথ্যে কথা বলে তথা প্রযোজনীয় যোগাযোগ
করে হার্টকে সচল রাখে মানবের সকল কার্য সম্পাদনের তরে ।

আর কোষ হল সমস্ত জীবন্ত বস্তুর মৌলিক বিল্ডিং ব্লক। আর হার্টে থাকা
কোষগুলি নীজেরাই একটি স্ততন্দ্র কুঠুরী । এই কোষগুলি হার্টেকে সচল
রাখার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে, মানুষ যা খায়
তা থেকে পুষ্টি গ্রহণ করে, সেই পুষ্টিগুলিকে শক্তিতে রূপান্তর করে
এবং হার্টের জন্য প্রয়োজনীয় বিশেষ কার্য সম্পাদন করে। আপনার
আনন্দঘন কথামালাতে থাকা উপাদানগুলিও হার্টের সুস্থতার সহায়ক।

তাই হার্টে যেখানে মৌলিক প্রায় ৬০০ কোটি মৌলিক কোষ তথা কুঠুরী
রয়েছে তার মধ্যে মাত্র শত খানেক কুঠুরীতে রাখলে হার্টের কিছুই হবেনা
সে তার অন্য সব কার্য করেই যাবে তার নীজের আপন খুশী মতে ।
এখন বুঝেন আমাদের সৃষ্টিকর্তা কত বড় মাপের নিখুত কারিগর , তার
সৃষ্টির নিয়মে তাকে ছাড়া আর কেও পারবেনা পূর্ণ করতে হার্টের
সকল কুঠুরী কিংবা দু একটি কুঠুরী যদি কেও তার মনের ইচ্ছেমত
ভরেও ফেলে তাহলেও হার্টের হবেনা কোন ক্ষতি, চালু থাকবে
তার জীবন গতি ।

সে জন্যই সৃষ্টিকর্তা কোরানের আর রহমান সুরায় বলে দিয়েছেন
ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তু-কাজ্জিবান”
‘তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে।’
তাই এখন ফিরে যাই এই ব্লগে আপনার সেই পুরাতন
কবিতাটির প্রতি শুকরিয়া জানাই খোদা তোমার প্রতি
এখন আবারো একবার শুকরিয়া জানানো যায় আপনার
মনের ইচ্ছেগুলি হৃদয় তন্ত্রীর কুঠুরীতে সুচারুরুপে
জমা রেখে তাকে আবার প্রয়োজনে আপনার চাওয়া
মাত্রই হার্ট তার কুঠুরীর দরজা খুলে দিবে বলে ।

তথ্য সুত্র : মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন

সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা শতেক কুঠুরী রাখলেই হবে । আর বেশী লাগবে না। এক জীবনে কত কত কথা, কত শত স্মৃতি। অবশ্য বয়স বাড়লে স্মৃতির সংখ্যা কমে যায়। মনে খুব কম থাকে বিগত দিনের কথা

আপনার গবেষনামূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: স্যরি ভাল লাগেনি।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা সাইফুল ভাইয়া
ভালো থাকুন

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: মন্তব্য করতে এলাম, কিন্তু ড. আলী ভাইয়ের মন্তব্যে টাস্কিত!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলী ভাই অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মাশাআল্লহ

আপনাকে ধন্যবাদ দাদা
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.