নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার কাব্য=

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬



©কাজী ফাতেমা ছবি

প্রেমের ধ্যানে বস বন্ধু, প্রেমের ধ্যানে বসো
কেমন করে বাসবে ভালো, এই অঙ্কটি কষো;
মনটারে আজ করো শান্ত, নিরিবিলি বসো
ধ্যানে বসে তুমি বন্ধু, মনের বাড়ি চষো।

মনটা তোমার করো শান্ত মন খুলে আজ হাসো
ধ্যানে বসো, বসে বসে আমায় ভালোবাসো
দূরে কোথাও উধাও হয়ে, ধ্যানে তুমি বসো
মনটা তোমার রঙের হাওয়ায় একটুখানি ঘষো।

দিবানশি কী যন্ত্রণা, চুপটি করে থাকো
একলা বসে মন ক্যানভাসে, প্রেমের ছবি আঁকো
ধ্যানে বসো বন্ধু তুমি, একলা বসো ধ্যানে
মনের বিবাদ নাও মিটিয়ে, ভাসো সুখের বানে।

আকাশ নদী মেঘের মাঝে, মন হারিয়ে ফেলো
একলা তুমি রঙের হাওয়ায়, এবার ডানা মেলো
মনটারে আজ করো মুগ্ধ, প্রেমের রঙে সাজাও
মনের তারে প্রেমের বাজনা, উচ্চ স্বরে বাজাও।

আমায় তুমি বাসো ভালো, ধ্যানে বসে বসে
প্রেমের মাটি যাক না বন্ধু, মন হতে আজ ধ্বসে
সে ধ্বসে যে থাকবো বসে, আগলে আমায় রেখো
মনের পটে আমার ছবি, ধ্যানে বসে এঁকো।

ধ্যানে বসো একলাটি আজ, ধ্যানে বসো বন্ধু
মন যেন হয় তোমার বন্ধু, ভালোবাসার সিন্ধু;
পাথর মনটা নরম করো, ধ্যানে বসো তুমি
জলে ফেলে দিয়ে আসো, যত গুয়ার্তুমি।

ধ্যানে বসে একলা তুমি, আমার কথা ভাবো
ডাকলে তুমি অনায়াসে তোমার কাছে যাবো
ভালোবাসি দেব বলে, শুন মনযোগে
তোমায় যেন ধরে বন্ধু, এবার প্রেমের রোগে।
(২৯/০১/২০২৩)

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২২

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধ্যান করতে হবে।
সুন্দর হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন আপু/ভাইয়া

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: এরকম ছন্দমিলিয়ে কবিতা পাঠ করতেও ভালো লাগে। তৃপ্তি আসে মনের অজান্তে। সুন্দর লিখেছেন আপা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন
ভালো থাকুন পাশেই থাকুন

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

বৈশাখী ঝড় বলেছেন: অনেক দিন পর ছন্দ মিলের একটা কবিতা পড়লাম। সুরকার হলে সুন্দর একটা গান বাঁধা যেত। অনেক সুন্দর হয়েছে আপু

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভালো থাকুন ভাইয়া

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

চিত্রা নদীর পাড়ে বলেছেন: ভালো লেগেছে কবিতা। সুন্দর :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ চিত্রা ভালো থাকুন অনেক অনেক

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল গান। সুর দিলে দারুন গান হয়ে যেত। শুভকামনা রইলো আপুনি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

এম ডি মুসা বলেছেন: আপা প্রেমের ধ্যানে বসেও তার মন পাইনা বেটি বড্ড অবহেলা করে আমায়! ছেড়ে যেতে চাই! ছাড়তে ও পারি না

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা অবহেলা করে না আসলে দেখায় আরকী মনে হয় বেশীই ভালোবাসে

থ্যাঙকিউ সো মাচ

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

মোগল সম্রাট বলেছেন:


মনের বিবাদ নাও মিটিয়ে, ভাসো সুখের বানে

আসলে মনের মেঘতো সরেনা। এটাই বিরাট কঠিন কাজ।

ভালো হয়েছে কবিতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যার কপালে মেঘ তার সরে না জিন্দেগীতেও

থ্যাঙকিউ সো মাচ
ভালো থাকুন অনেক অনেক

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: আপনি কি মনে করেন, আপনার লেখার মান সম্পর্কে?

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

বিজন রয় বলেছেন: ধ্যানে বসলে তো সন্ন্যাসী হতে হবে!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম......... কিছু দিনের জন্য সন্যাসী হলে কী আর ক্ষতি বলেন তো

থ্যাংকিউ সো মাচ দাদা
ভালো থাকুন

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

সোনালি কাবিন বলেছেন: প্রেমের অংক বেশ হয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোনালী ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: বন্ধু কি এ কবিতা পড়ে শেষ পর্যন্ত ধ্যানে বসেছিল? ধ্যান শেষে কি তাকে 'প্রেমের রোগে' ধরেছিল? তার সব 'গোয়ার্তুমি' জলে ফেলে দিয়ে এসেছিল?
'ধ্যানে বসে' প্রেমের 'অংক' কষে কোন লাভ হয় না। পাটিগণিতের বেশিরভাগ 'সরল অংক' এর শেষ উত্তরটা হয় শূন্য, এক অথবা ১/২। দুই কখনো হয় না।
সুন্দর কবিতায় প্লাস। + +

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন লাভ নেই । এসব কল্পনাতেই সীমাবদ্ধ। গোয়ার্তুমি যে সাতে ছাড়ে না সে সত্তরেও ছাড়তো না

থ্যাংকিউ সো মাচ প্রিয় ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে । তবে
কবিতাটি পাঠে মনে যা হলো তাতে করে সহজ করে
প্রেমের ধ্যানে বসতে বলা বন্ধুর প্রতি রইল কটি কথা-
না না, ভুল কোরো না গো, ভুল কোরো না,
ভুল কোরো না ভালোবাসায়।
ভুলিয়ো না, ভুলিয়ো না, ভুলিয়ো না নিষ্ফল আশায়॥
মিলন সুখ নিয়ে থাকিয়ো না , সে যে দিবে ফাঁকি,
দয়ার ছলের মাঝে দেখতে পাবে সে যে বড়ই নিদয়।
হৃদয় দিতে গিয়ে ভেঙো না হৃদয়।
হয়োনা লুব্ধ, হয়ে মরণের বাঁশিতে মুগ্ধ
নীজকে টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়
জানো না কি ভালবাসা সে যে এক মরন খেলা -
হা হা হা :) :) :)

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.