নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ফড়িংয়ের ডানায় মন রেখেছি,
তুমি তোমার মন রাখো প্রজাপতির ডানায়।
এখানে বসন্তের কোকিল নেই, নেই কুহুতান
তাই বলে কি মন শহরে প্রেম উঠবে না ডেকে!
এখানে কাকের কা ক কর্কশ সুরে প্রেম খুঁজি
তুমি মুখ ফিরিয়ে নিয়ো না, শান্ত হও,
মনের ভিতর পলাশ ফুটাও কিংবা সাদা বেলী
প্রেম আনো মনে সুজন, গুনগুনিয়ে কহ কুজন,
ভালোবাসারা হারিয়ে যায় না,
কেবল মন ছুঁয়ে দিতে হয়।
ফাগুনের হাওয়ার কোলে মন তুলে দাও
হাওয়ার ঝাপটায় ভাসতে থাকি সুখে।
এখানে হাম্বরের আঘাতের শব্দে প্রেম ওড়ে যায়
উঁচু ইমারতের বুকে শুয়ে থাকে প্রেম আকাশ...
এখানে শরত আসে না,
আকাশ ঢাকা পড়ে যায় বিষ ধোঁয়ায়..
যন্ত্রগুলো সাঁই সাঁই করে দাপিয়ে বেড়ায় শহরের বুকে
তাতে কি প্রেম মরে যাবে অবেলায়
না এ হয় না...
তুমি ক্লান্ত হয়ো না, গলে পড়ো না অবষাদে
কিংবা অতৃপ্তিতে দীর্ঘশ্বাসের ঢেঁকুর তুলোনা....
মন জমিনে একটি বসন্ত দিনের বীজ বপন করো
ফুটুক ভালোবাসার কৃষ্ণচুড়া কিংবা প্রেম গোলাপ।
সব আনন্দ মরে যাক, ধুলায় মিশে যাক....
কাকে'রা গলা উঁচিয়ে ডাকুক বেসুরা সুরে
যন্ত্রগুলো পিষে মারুক সময়...
ধোঁয়ায় ছেঁয়ে যাক নীল আকাশটা....
তুমি কেবল তোমার মনের প্রেম মরতে দিয়ো না,
মনের প্রেম মরে গেলে, কিইবা থাকে বল আপন হয়ে
তার চে ভালো মন প্রজাপতির ডানায় তুলে দাও
আমি বসন্ত দিন নিয়ে এখানে বসে আছি ঠায়।
(১৯-০২-২০১৭)
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
ভালো থাকুন
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা ! এযে অসাধারণ লিখেছেন কবি। পুরো কবিতায় ফাগুনের গুণগান।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুনি
ভালো থাকুন অনেক অনেক
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১
সোনাগাজী বলেছেন:
ভালোবাসা অনন্ত, ইহা চিরন্তন।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অথচ কেউ কেউ ভালোবাসার কাঙাল
সঠিক মানুষ তার জীবনে না আসার কারণে কাঙালই থেকে যায়
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
Subaita বলেছেন: চমৎকার
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দিদি
ভালো থাকুন
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
এম ডি মুসা বলেছেন: চমৎকার ছিল।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৯
সামিয়া বলেছেন: বাহ ! চমৎকার!
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকো অনেক অনেক
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ফাগুন যেন ছুয়ে যায় হৃদয়ের আঙিনায় ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ সেলিম ভাই
ভালো থাকুন
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯
মায়াস্পর্শ বলেছেন: কত্তো সুন্দর কবিতা। ফাগুনের শুরুর আবহাওয়া অনেক সুন্দর, কিন্তু আমার মারাত্মক ঠান্ডা লেগেছে। উপভোগ করতে পারছি না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও কয়েকদিন যাবত ঠান্ডা। আনলিমিটেড সর্দি ঝরচে নাক দিয়া
আল্লাহ ভরসা
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই
ভালো থাকুন
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫
জ্যাক স্মিথ বলেছেন: ফাগুন মাসে রাতের বৃষ্টির পরেরদিন চকচকে রৌদ্রজ্জল সকাল আমার খুব ভালো লাগে।
ফাল্গুনের বৃষ্টিতে ধুঁয়ে মুছে যাক সব গ্লানি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছুটির দিনগুলোতে বারান্দায় তাকালেই দেখি কী সুন্দর রোদ। ফুলগাছের আলো ছায়া কী যে ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪
মোগল সম্রাট বলেছেন:
কেমন একটা মোলায়েম পরশ পাওয়া গেলো কবিতা পড়ে।
শুভকামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ
ভালো থাকুন সম্রাট
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২
সাইফুলসাইফসাই বলেছেন: নাড়া দিয়ে গেছে, হঠাৎ কম্পন
সুন্দর গুলো চমৎকার! দেখি স্বপন।
প্রেম কাকে বলে অনুভূত হয়নি
সুখ, স্বস্তি, হৃদয় এখনো পায়নি।
উৎসাহিত হয়ে রাখলাম প্রজাপ্রতির ডানায়
কত যে রূপ দেখি আয়নায়।
অনেক অতৃপ্তিতে ক্লান্ত, খুব অশান্ত
সব আনন্দ হয়েছে আজ অন্ত।
মনের বল হারিয়ে একদম সবশেষ
কোনোভাবে পাচ্ছি না একটুও বেশ!
চাই প্রেম আসুক, করুক শীতল
বাঁচার আশা পাই যেন প্রবল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর অনুভূতি
অনেক ভালো লাগলো
ভালো থাকুন সাইফুল ভাই
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ফাল্গুনি হাওয়া
ফুরায় না বেলা-
তবু যদি রোদ লাগে!
ভাল থাকবেন কবি আপা