নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
কেউ রবো না এখান'টাতে
ইহকালের মোহ টানে
সাঙ্গ হবে ভবলীলা-
ভেসে যাবো মরণ বানে!
কেউ রবে না আপন হয়ে-
হাতটি ছেড়ে দেবে শেষে
যেতে হবে খালি হাতে
শেষের খেয়ায় একলা ভেসে!
সঙ্গে নেবে কী বলোতো
সঙ্গে নিবে কী গো সবে
সোনা দানা টাকা কড়ি
জমিয়েছো যা, এই ভবে?
ব্যাংক ব্যালেন্স টাকা কড়ি-
সবি হবে ধূলো বালি
মরবে তুমি ধনীর দুলাল
মরবে সত্য বাগের মালি....
সাদা কাফন সবার বসন-
তুমি - মালি এক-ই মাটি
শু'বে শেষে আঁধার গোরে-
সেজে গুজে পরিপাটি!
কিসের তরে সাজিয়েছো -
রঙ বাহারী প্রাসাদ বাড়ি
ভেবেছো কি মন'রে আমার-
যেতে হবে সকল ছাড়ি!
চুরমার হবে ভেঙ্গে আশা-
শ্বাস টেনে না... যদি ছাড়ো
বিচার হবে কর্মফলে-
লাগবে না কাজে, কেউ কারো!
ঈমান যাবে পূণ্যি যাবে-
সাথে তোমার নামাজ যাবে
ভালো কর্মের ওজন ভারী
তাকেই তুমি সাথে পাবে।
কেনো তবে মনের ভিতর-
গড়ো নিত্য অথৈ দম্ভ
গড়ো মনে গড়ো মন'রে-
মনের ভিতর পাঁচটি স্তম্ভ!
(১৯-০২-২০১৭)
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চরম এবঙ পরম সত্য। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: হ্যা সব কিছু ছেড়ে যেতে হবে। ইহা দুঃখজনক।
তাই যাবার আগে ব্যাংক ব্যালেন্স বিলি ব্যবস্থা করে যাওয়া দরকার।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, দিয়ে যাইয়েন । আমরা আছি তো
থ্যাংকিউ
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: উপড়ে মাটি, নিচে মাটি
মধ্যখানে থাকবে চাটি ....
মাটি হবে বিছানা .....
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী ভয়ংকর অবসান মানুষের জীবনের আর আমরা কত অহংকার করি
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮
মোগল সম্রাট বলেছেন:
পড়লাম।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬
মায়াস্পর্শ বলেছেন: গভীর ভাবে চিন্তা করি, যেদিন আসবে আজরাইল
কি করে বলবো, একটু পরে ধরেন আমি পাপে কাহিল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা এই কথা কওনের টাইম পাইতাম না
আল্লাহ আমাদের যেন ঈমানের সাথে তার কাছে নিয়ে নেন
ধন্যবাদ
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
সোনাগাজী বলেছেন:
আপনি কি রাস্তার গায়ক ভিক্ষুকদের জন্য গান রচনা করছেন?
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৪
এম ডি মুসা বলেছেন: কবিতার অর্থ আছে। এটা প্রকৃতিরই নিয়ম।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮
রিদওয়ান খান বলেছেন: সোনাগাজীর এহেন মন্তব্যের পরেও যদি কেউ মনে করে উনি সুস্থ তাহলে আমি
বলবো যে বলছে তিনি সুস্থ মূলত সে অসুস্থ ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার মন অসুস্থ, উনি আস্তিক যদিও বলেন কিন্তু কথা বলেন
কী আর বলবো থাক
ধন্যবাদ আপনাকে
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও অর্থবহ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাাকাল্লাহ খইর
ভালো থাকুন
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
শাওন আহমাদ বলেছেন: চিরন্তন সত্য!
০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১
করুণাধারা বলেছেন: সকল ছেড়ে যেতে হবে
সুন্দর কবিতার মাধ্যমে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ ছবি।
০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাইকে একাই যেতে হবে- এটাই পরম সত্য।