নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
হারিয়ে ফেলি অতীতের সুর কলরব
হারিয়ে ফেলি কোকিলের ডাক, চড়ুইয়ের উড়োউড়ি প্রহর
হারিয়ে যায় সময়, হারিয়ে যায় বয়স
হারিয়ে হারিয়ে আমি নিজেও হারাবো, হবো
লোকালয় হতে অদৃশ্য।
হারিয়েছি দাদা দাদী নানা নানী, বান্ধবী শিফা
ছোট ভাই সুমন, যারা ফিরবে না আর জনসমুদ্রে;
হারিয়ে ফেলেছি পিনু মুক্তা, সোহেল রিপন রোবেল,
মোনা, পলি শিমু, হারিয়েছি বন্ধুত্বতা অনন্তকালের জন্য।
হারিয়ে খুঁজি আজও প্রথম প্রেম, প্রথম খুশি
প্রথম কৈশোরের আনন্দ, হারিয়েছি সেই ডানা মেলা প্রহর
মেয়ে বলে বাপের ঠিকানা হারিয়েছি
হারিয়েছি মায়ের মমতার আঁচল।
শৈশব হারিয়েছি, হারিয়েছি ডাংগুলি, বউছি কানামাছি
রোমাল চুরি, দাঁড়িয়াবান্ধা আর ঘুড়ি উড়ানোর ক্ষণ
হারিয়েছি ৪৫ বসন্ত,
দেহের বল, চোখের আলো আর গলার শাখে বসা সুরের পাখি।
হারাই রোজই হারাই বিষণ্ণতার বুকে
হারিয়ে হারিয়ে খুঁজি অতীতের রঙবাহারী দিন
কল্পপুরি গিয়ে দেখে আসি সেই মেঘবালিকাদের উচ্ছল প্রহর
সেই প্রহরে স্বাধীনতার ডানা রেখে এসেছিলাম একদা।
প্রিয়জনদের নাম হারিয়ে বন্ধ চোখে স্মৃতি হাতড়াই
কই চেহারা মনে পড়েনি আর, নামও যেন বেভুলা স্মৃতি;
হারাই এখনও হারাই কারো বিশ্বাস;
স্বার্থের ঢেউয়ে ভেসে গিয়ে হারাই সুখের কূল।
০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য আপু। ইয়েস প্রাপ্তিও কম নয়
ধন্যবাদ ও ভালোবাসা রইলো
ভালো থাকো সব সময়
২| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:০১
আলামিন১০৪ বলেছেন: আপনার কবিতা পড়ে বিষন্ন হয়ে গেলাম, বাবা-মা দুইজনকেই হারিয়ে যে ফেলেছি আমি।
০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাদেরকে জান্নাতে ঠাঁই দিন।
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
৩| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম। এবং শুভ সকাল।
আপনার কবিতা পাঠ করিলাম।
০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
ধন্যবাদ
৪| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১১:০৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর!
০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন
৫| ০১ লা মার্চ, ২০২৪ দুপুর ১২:১৮
মায়াস্পর্শ বলেছেন: হারানোর বেদনা আছে বলে জীবন অনেক সুন্দর। হয়তো আমার কথাটা ভালো লাগলো না। অনেকে হারিয়ে য়ে বেঁচে আছেন আমরণ।
সুন্দর কবিতা।
০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য
ধন্যবাদ মায়া
ভালো থাকুন
৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:০৮
মিথমেকার বলেছেন: সৃষ্টির আশা হারাবেন না!
সুন্দর হয়েছে কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ৯:১১
শায়মা বলেছেন: এ জীবনে সবই যে হারায়...... গানের লাইন লিখলাম......
সবই হারায় আবার প্রাপ্তিও কম নয়।
জীবন মানে আশা, আশা নিয়ে এবং স্মৃতি নিয়ে বেঁচে থাকা।