নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রকৃতিই হয়ে রয় আপন=

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:৫২



©কাজী ফাতেমা ছবি

মন জমিনে যখন খাঁখা বিরানভূমির ধুলো উড়ে,
চোখে নেমে আসে বিষাদ ক্লান্তি,
ব্যস্ততার বুক মন রেখে আমি শান্তি হতে যাই দূরে;
ঠিক পাপড়ির ডানা মেলে ফুটে থাকা ফুলে চোখ রাখি,
কেটে যায় নিমেষেই যত সরষে ফুল ভ্রান্তি।
এমন একটি প্রহর আমার হোক, অপেক্ষায় উন্মুখ থাকি।

প্রকৃতির মত বন্ধু কে আর আছে বলো, তুমিও ব্যস্ত হরপল,
ছুঁয়ে থাকা বা আবেগের স্পর্শ সে অতীতের ঘরে,
সবই একঘেঁয়েমীর রূঢ় বাস্তবতার ফলাফল,
কাল্পনিক হতে পারোনি, দেখোনি কখনো ঘুম ফেলে
আশ্বিনের পূর্নিমা কোজাগর,
উড়োনি বসন্ত ফুলে সুখে ডানা মেলে।

তোমার এমন ভাবলেশহীন জীবন আমাকে ফেলে দেয় ধাঁধায়
তবুও মুগ্ধ হওয়ার পথ খুঁজি,
তবুও বৃষ্টি এলে দু'দন্ড শান্তি পেতে হাঁটতে থাকি জলকাদায়,
তবুও স্নিগ্ধ শিশিরের জলে পা ভেজাই রোজই।

চোখের আয়নায় কেবল পেরেশানীর জলছাপ,
এ থেকে বেরোবো, হই মরিয়া
তোমাকে বেঘোর ঘুমে ফেলে হাতে নেই ধোয়া উড়া কফির কাপ
ঠোঁট ছুঁয়ে যে বিষাদ, পুড়াই গরম চায়ে
বন্ধ চোখে দেখি ফের জীবন যেন অকূল দরিয়া,
পা আড়ষ্ট, চলে না স্বাধীনতায়, তুমি শিকল পরিয়ে রাখো পায়ে।

প্রতিবাদী হতে হতে বিতৃষ্ণার সুর মনের তারে বেজে উঠে,
সব বাঁধা ঠেলে আমি ফিরে যাই রঙবাহারী বসন্ত ফুল বাগে,
যত বিষণ্ণতা, বিতৃষ্ণা, বিরক্তি মনের, যায় নিমেষেই টুটে,
আমি মুগ্ধতায় বাঁচি, মুগ্ধতা খুঁজি তাই
আমি প্রকৃতির সাথে থেকে যাই রাগে অনুরাগে,
প্রকৃতি ছাড়া আমার আর আপন কেউ নাই।
(০৪-০৩-২০২০)

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি আপা

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবি ভাই

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:২৬

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর বোন।

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:৫২

মৃন্ময় আহমেদ বলেছেন:

প্রকৃতির প্রতি আপনার গভীর অনুভূতি এবং ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে মুক্তির আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে।প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে, বিষণ্ণতা দূর করে,
ব্যস্ত জীবনের একঘেয়েমি, বন্ধুত্বের অভাব, আবেগের স্পর্শহীনতা বিরক্তি তৈরি করে... বৃষ্টিতে হাঁটা, শিশিরের জলে পা ভেজানো প্রকৃতির সাথে আপনার সংযোগ স্থাপন করে। প্রকৃতির সাথে রাগ-অনুরাগের বন্ধনে আপনি আপনার আশ্রয় খুঁজে পান।



জীবন হিসেবে অকূল দরিয়া— ব্যস্ত জীবনকে সীমানাহীন সাগরের সাথে তুলনা করা, যেখানে কোনো স্পষ্ট দিকনির্দেশ নেই।

পাপড়ির ডানা মেলে ফুটে থাকা ফুল— ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্যকে প্রজাপতির সঙ্গে তুলনা করা।

সরষে ফুল ভ্রান্তি—ক্ষণস্থায়ী সুখের ধোঁকাটাকে তুচ্ছ করে উড়িয়ে দেওয়া।

বেঘোর ঘুমে ফেলে হাতে নেই ধোয়া উড়া কফির কাপ— ব্যস্ত জীবনে আরাম ও পলায়নের অভাবকে চিত্রিত করা।

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য কেবল আলী ভাই দিয়ে থাকেন। আজ আপনার হতে অপূর্ব মন্তব্য পেয়েছি
অনেক ধন্যবাদ ভালো থাকুন
পাশেই থাকুন
ব্লগে লিখুন আবার

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:


প্রকৃতি সব মনোকষ্ট মুছে দেয়।

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান। গত শুক্রবারে গেছিলাম এই প্রথম জাহাজে করে...পিকনিকে, ঢাকা থেকে চাঁদপুর

অনেক সুন্দর জার্নি। পানির উপর ভ্রমণ আমার প্রথম আমার ছেলেও মজা পেয়েছে। প্রকৃতির কাছে না গেলে বুঝা যায় না যে প্রকৃতি মানুষের মন সুখী করে দেয়।

ধন্যবাদ ভালো থাকুন

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩১

মায়াস্পর্শ বলেছেন: সবুজ ঘাসের উপর খালি পায়ে হাটতে বেশ ভালো লাগে। সুন্দর কবিতা।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শহরের চেয়ে তাই আমার গ্রামই ভালো লাগে

ধন্যবাদ মায়া
ভালো থাকুন

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৫৩

স্প্যানকড বলেছেন: প্রকৃতি অনেক কিছু শিখায় মানুষ অহংকার বশত তা অস্বীকার করে ।ভালো থাকবেন খুব :)

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। আপনিও ভালো থাকবেন
সময়ের কারণে পোস্ট পড়া হচ্ছে না সরি

তো কেমন যাচ্ছে জীবন?

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৩

নতুন নকিব বলেছেন:



প্রকৃতির মাঝেই সত্যিকারের প্রশান্তির পরশ লাভ করা যায়!

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ঠিক বলেছেন

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৯| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আপনার লেখা কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.