নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
১/ মধ্যরাতে যদি ভেঙ্গে যায় ঘুম
যদি ঘুম ভেঙ্গে যায় ঠিক মধ্যরাতে,
আহ কি দুঃসহ ক্ষণ
নিস্তব্ধপুরীতে আমি একা হাঁসফাঁস করে যাই।
চোখের দুয়ার খুলে চুপিচুপি বেরিয়ে
নিয়ন আলোয় ঘুম হোলি খেলে!
আমি অপলকে দেখে যাই ঘুমের এই দুঃসাহস।
বিতৃষ্ণার তিতে ঢোক গলায়,চোখে নির্ঘুম রাত,
যন্ত্রনার হুল বসায় দেহে অসুখের পোকা
কুটকুট বিষ কামড়ে চোখ হতে ঘুম পালায়।
হে প্রভু চাইছি পানাহ তোমার তরে রোগ মুক্তি দাও
এনে দাও দু'চোখে ঘুমের শান্তি।
২/ বলে দাও ভালোবাসি
এই ভালোবাসি বলে দেই?
-আহ কি ঢং, ভালোবাসি বলতে অনুমতি নিতে হয়?
অধিকার খাটিয়ে দাও না বলে ভালোবাসি ভালোবাসি
এ কেমন ভালোবাসা অনুমতির অপেক্ষায় এহ!
বলো, রাতের বক্ষ ফুঁড়ে উঠুক ভালোবাসি সুর
প্রভাতের পাখির কিচিরমিচির সুরে সুর মিলিয়ে বলো ভালোবাসি ,
মিষ্টি রোদ্দুরের চোখ ছুঁয়ে আজ বলো ভালোবাসি;
বলো ফাগুন আকাশের বিবর্ণ অভ্রের পরতে বসে ।
একটি দিনের অবসানে বলে উঠো গোধূলিয়ায়ও ভালোবাসি
সুর নিষাদের ঝংকারে ঝংকারে বলো ভালোবাসি
অবসন্ন দেহে কান পেতে শুনি ভালোবাসি কাছে আসির গল্প;
ফাগুন হাওয়ার তারে তারে বাজুক ভালোবাসির মোহনিয়া সুর;
কান্ড ঘটে যাক ধুন্ধুমার এক আজ, ভালোবাসির বজ্রপাতে।
(05-03-2017)
আগের লিখা আগের অনুভূতি
কী অসুখ হয়েছিল মনে নাই।
ফেসবুক মনে করায়ে দেয় ভাল্লাগে।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩২
এম ডি মুসা বলেছেন: দুটো কবিতা চমৎকার।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ
৩| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৩
কামাল১৮ বলেছেন: একটি আধুনিক কবিতা।রূপকল্প খুবই সুন্দর।এমন কবিতা আরো চাই।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৪| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:১২
স্প্যানকড বলেছেন: ভালোবাসার সাহস কমে গেছে ভয়ে আছি দোয়া কইরেন প্লিজ । হা হা হা আসলে মজা করছিলাম । কবিতা সুন্দর হয়েছে । ভালো থাকবেন সব সময়
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সাহস কম থাকা ভালো
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৫| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৮
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম আপা।
সুন্দর অনুভূতি!
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভালো থাকুন
৬| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩৮
তাসমিমা ইসলাম প্রতিভা বলেছেন: বাহ পড়ে অনেক ভালো লাগলো।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিভা আপু
ভালো থাকুন
শুভকামনা
৭| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হু আচ্ছা
৮| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩১
এম ডি মুসা বলেছেন: পুরাতন লেখা চিন্তা গুলো সুন্দর ছিল।