নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ সাত\'ই মার্চ=

০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৮



©কাজী ফাতেমা ছবি

স্বাধীনতার আন্দোলনে
বঙ্গবন্ধুর মুখের কথায়
গর্জে উঠে আম জনতা
মনকে বাঁধে যুদ্ধ সুতায়।

বজ্র কণ্ঠের হুঙ্কার ধ্বনি
শুনে কাঁপে পাক বাহিনী
সাতই মার্চের ভাষণ শেষে
ঘটে গেল এক কাহিনি!

দেশটি জয়ের অঙ্গিকারে
নেমে পড়ে যুদ্ধে মানুষ
যুদ্ধ শেষে বিজয় এনে
লাল সবুজের উড়ায় ফানুস।

গণতন্ত্রের আন্দোলনে
নেতা তুমি অভয় দিয়ে
আসলে নিয়ে স্বাধীনতা
তাদের হতে ঠিক ছিনিয়ে।

মহান নেতা বঙ্গবন্ধু
নেই পরোয়া জেল অত্যাচার
অকুতোভয় ছিলে তুমি
নাও নি মেনে পাক অনাচার।

স্বাধীনতায় করলে উর্বর
আমার সোনার দেশের জমি
মহানায়ক হয়ে আছো
বঙ্গবন্ধু বিশ্বে তুমি ।

‍"রক্ত দিছি আরো দেব"
বজ্র কণ্ঠে বললে যখন
পায় জনতা ভাষণ শুনে
মনে শক্তি ফিরে তখন।

সাতই মার্চের ভাষণ দিয়ে
দেশ উপহার মোদের দিলে
স্মরণ করি শ্রদ্ধায় তোমায়
বঙ্গবন্ধু আছো দিলে।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

২| ০৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: আমরা ৭ই মার্চের ভাষণ রেডিওতে যে ৮ই মার্চে শুনেছি তা জেনেছি ২০০৮ সালে । একটা বড় রেডিও ঘিরে আমরা ছোটরা আর বড়রা মনোযোগ দিয়ে শুনছি শেখ সাহেবের বজ্র কণ্ঠ । এবার কি হবে জানিনা তবে ২১ ফেব্রুয়ারি পাক বাহিনির গুলির মুখ থেকে বেচে এসেছি শুধু এতটুকুই জানি । এরপর বন্ধুদের নিয়ে আমরা গলা ফুলিয়ে শেখের কণ্ঠ নকল করতাম । এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ------------------------------------------------ জয়বাংলা ।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তারিখ চেঞ্জ হয়ে গেল ক্যামনে জানি

শেখ সাহেবের ভাষণ শুনলে এখনো অন্যরকম লাগে
ভালো লাগে

ধন্যবাদ আপনাকে

৩| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: পারেও নাই পাকিরা

ধন্যবাদ ভালো থাকুন

৪| ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫১

এম ডি মুসা বলেছেন: চমৎকার কবিতা

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৫| ১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

৬| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪

মুহাম্মদ জাবেদ বলেছেন: খুবই সুন্দর লেখেছেন । চেষ্টাই মানুষকে এগিয়ে নিয়ে যায় ।

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভালো থাকুন

৭| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০০

এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধু কে আমি মিস করি। তাকে দরকার এই দেশে। আপনার এমন স্বাস্থ্যবান কবিতা পড়ে আমার ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাকে দেশের অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু তাতো হবার নয়

ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.