নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মুগ্ধতা, বাস্তবতা অতঃপর অতৃপ্তির হাহাকার=

০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩১


১/
রাজ্যের ক্লান্তি চোখে, অঘুমা রাত কেটে যায় বিতৃষ্ণায়
এলার্ম বেজে বেজে ক্ষান্ত, কান পেলো না খবর
অথচ কি যে সুন্দর মুগ্ধতার সকাল এই
পর্দার ফাঁকে চোখ পড়তেই হলুদ ফড়িং বারান্দার গ্রীলে
ইশ কি সুন্দর,মন ভরে যায়, সকালের গায়ে ফড়িং বসে।

২/


চৈত্রের পড়ন্ত বেলা, অস্বস্তিকর গরম
চারিদিকে হাওয়ার দাপট, তবুও গরমের যৌবন
ঘামে ভেজা সময় এখন,
চারিদিকে অসুখ পোকা ওড়ছে ধূলায়।
বাড়বে ভিড় হাসপাতালে, ক্লিনিকে,
সিরিয়ালের ফান্দে মানুষ... অসহায়।

৩/


ভাল্লাগে না আর এত অসন্তোষ, এত কথা না বলা
খালি দূরে দূরে আরো দূরে-দুরত্বের উঁচু পর্বত
আপনি ঠিক আপনার মতই, কঠিন পাহাড়।

ভাল্লাগে না আর তাকিয়ে থাকা সময়ের চোখে
কখন আসবে একটি মুহুর্ত, বেশ ফুরফুরে
প্রয়োজনীয় দু' এক কথার ফুটাবো হুল
ভাববেন না এতে কষ্ট পাবেন না,
শুধু কান পেতে শুনবেন
কথার পিঠে কথার বিষ তীর ছুঁড়বেন না প্লিজ।

ভাল্লাগে না আর এমন চুপসে থাকা একাকী প্রান্তরে
কখন কাটবে খরা, তৃষ্ণার মিটানোর একটি ক্ষণ দিবেন?
না, বিনিময়ে আপনাকে আমায় কিছু দিতে হবে না
শুধু এত দোষারূপ করবেন না, কথায় কথায়...
ভাল্লাগে না, হাসিবিহীন দিন রাত, হাঁপিয়ে গেছি
খলখলানি, রিনিঝিনি হাসির একটি প্রহর দিবেন?

আপনি হাসতে ভুলে গেছেন, হাসি নিবেন
একটু দৃষ্টি দিন মুগ্ধতায়, অধর ছুঁয়ে হাসি চুয়ে চুয়ে পড়ছে
শুধু হাসির বাগানে বজ্র নিনাদ তুলে নিভিয়ে দিবেন না হাসি।
ভাল্লাগে না- উলটো পথের যাত্রী হতে আর
ফুরিয়ে গেল জীবন, এমন করে কিইবা পেলেন শুনি?

কাছে আসেন, সমঝোতায় খানিকটা পথ আগাই একসাথে
ছেড়ে যাবেন? পারবেন না, শুধু শুধু বিভৎস সময় পার করা।
ভাল্লাগে না আর আমার এ,ন নিরবতা, বিতৃষ্ণা
ভিতর বাড়িতে তিক্ততার গুঞ্জরণ,
আর কাছে থেকেও দুরত্বের বসবাস।
(০২-০৪-২০১৭)

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯

মায়াস্পর্শ বলেছেন: আপুর পুরানা কালেকশনগুলো সুন্দর ।

০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মায়া ভালো থাকুন

২| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
কবিতা মূলত আবেগ। আবেগ থেকেই উঠে আসে হৃদয়য়ের কথামালা।

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই
ভালো থাকুন অনেক অনেক

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১১

এম ডি মুসা বলেছেন: অনেক গুলো লেখা। অগ্রীম ঈদের শুভেচ্ছা

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া
আপনাকেও ঈদের শুভেচছা
ভালো থাকুন

৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৪

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।

০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। কবিতা মূলত আবেগ। আবেগ থেকেই উঠে আসে হৃদয়য়ের কথামালা।
আপনার এ কবিতাটি পড়ে আমার মনেও ঠিক এ কথাটাই ভেসে উঠেছিল।
কবিতাটি যেন 'তিক্ততার গুঞ্জরণে' প্রেমের ললিত বাণী শোনার এক হৃদয় উথাল পাথাল করা প্রত্যাশা!

০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য । জাজাকাল্লাহ খইর ভাইজান

অনেক দোয়া রইলো সুস্থ ও নিরাপদ থাকুন

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: 'সকালের গায়ে ফড়িং বসে' - ছবিটা খুব সুন্দর!

০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.