নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কবিতাগুলো যেনো এক একটি মধুমঞ্জুরী ফুল=

১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:২০



©কাজী ফাতেমা ছবি
মনের মাধুরী মিশিয়ে যে কবিতা লিখি
কবিতাগুলো যেনো আমার এক একটি মঞ্জুরী লতা ফুল,
মনের ডালে ডালে রঙবাহারী রূপ নিয়ে
ঝুলে থাকে কবিতা দিবানিশি
যে কবিতার সাথে নিত্য বাস,
তাদের আমি মধু মঞ্জুরী বলে ডাকি।

কবিতার খাতায় নীল কালির আঁচড়ে উঠে আসে
সুখ সুখ হাজার কবিতা,
নীল ঢেলে দেই আর শব্দগুলো হয়ে উঠে নিমেষে গোলাপী
অথবা শুভ্রতার রঙ প্রলেপে মোড়া;
সবুজ সামিয়ানার নিচে মাথা রেখে কবিতারা ঘুমায়
আর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুন করে বুনে যাই
বুকের বাম অলিন্দে মধু মঞ্জুরীর চারা।

মঞ্জুরীর ঘ্রাণ নেই অথচ রঙবাহারী রঙে মন যেমন মেতে থাকে
তেমনি আমার কবিতায় ঘ্রাণ নেই, তাল নেই, সুর নেই
তবুও ওদের নিয়ে আমি ভালো থাকি
কবিতার আলতো আলিঙ্গনে ভুলে যাই জীবনের অপ্রাপ্তিগুলো,
আমি আর দুঃখ পুষি না বুকের খাঁচায়.......
মনের অর্গল খুলে যখন খুলে দিই
মুহুর্তেই রঙধনু রঙ প্রজাপতি এসে
চুপ করে বসে ডানা ঝাপটায় মুহুর্মুহু মঞ্জুরী লতা ফুলে।

মিহি হাওয়ার কাঁপনে মঞ্জুরী'রা দুল খায় মনের ডালে
কবিতাগুলোও কেঁপে উঠে সুখ শিহরণে...
স্বস্তি মনে নিয়ে বন্ধ চোখে দেখি মুগ্ধতায় ভরা ভুবন আমার;
মন জমিনে মধু মঞ্জুরী ফুটে থাকুক আজন্ম,
অবিরাম বয়ে চলুক বুকের নদীতে কবিতার ঢেউ
আমি বেঁচে থাকি সুখ স্বস্তি মুগ্ধতা অনুভব করে।
(১৩-০৫-২০১৯)

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:৩৬

ফেনা বলেছেন: অনেক দিন পর আপনার একটা কবিতা পড়লাম। অনেক অনেক ভাল লাগল।

কেমন আছেন আপনি?

১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর। আলহামদুলিল্লাহ ফেনা ভাই
ভালো আছি। আপনি কেমন আছেন?

২| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৭

ফেনা বলেছেন: আলহামদুলিল্লাহ সুখে দুঃখে প্রবাস জীবনে আল্লাহ ভালই রাখছে।

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুন স্বপরিবারে।

৩| ১৩ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৪| ১৩ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

রতন লাল আচার্য্য বলেছেন: অসাধারণ অনুভূতি। নান্দনিকতার পরশ অবয়বে.

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৫| ১৩ ই মে, ২০২৪ রাত ৮:৪৯

মায়াস্পর্শ বলেছেন: দারুণ লাগলো আপু। ++

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ
অনেক ভালো থাকুন মায়া।

ফি আমানিল্লাহ

৬| ১৩ ই মে, ২০২৪ রাত ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,



তেমন তেমন কবিতারাই শুধু এক একটি মধুমঞ্জুরী ফুল হয়ে ফুটে থাকে! বাকীরা ঘেঁটু ফুলের মতো।
আপনার এই কবিতার রূপকল্প, মধুমঞ্জুরী ফুলের মতোই রঙিন।

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান আপনি ঠিক বলেছেন। যারা কবি তাদের কবিতা একেটি মধু মঞ্জুরী ফুল

সুন্দর মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা
ভালো থাকুন সবাইকে নিয়ে

জাজাকাল্লাহ খইর

৭| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ফুলের মতই সুন্দর কবিতা।

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৮| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: কোথায় যেন লিখেছিলেন আপনার কম্পুউটার নষ্ট! মোবাইলে লিখেছেন? কেমন আছেন?

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: না অফিসের কম্পিউটার ঠিক হয়েছে। এখন পিসি থেকেই লিখছি

আপনাকে অনেক দিন পরে দেখতেছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ
আপনি কেমন আছেন যুনাইদ ভাই?

৯| ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৩০

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল

১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১০| ১৪ ই মে, ২০২৪ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.