নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মেঘফুল ছুঁয়ে দেবো তোমায়=

০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:২৬



©কাজী ফাতেমা ছবি
তোমার মন বিষণ্ণ আজ, বিষাদের নীল রাখা মুখে অঙ্কিত,
পেঁচামুখে থেকে যাও আড়াল আড়াল,
হাসি সব হলো উধাও, যেন বিতৃষ্ণা অথৈ,
এই শুনো.... তোমার ব্যতীত হৃদয় করে দেবো চাঙা,
কেবল হাত পেতে দাও সম্মুখ,
তুলে দেবো দুধ সাদা এক সুগন্ধিফুল...
নেবে?

মুহুর্তগুলো তোমার রাঙিয়ে দেবো...
কিছু শুভ্র পাপড়ি ছড়িয়ে দেবো তোমার বেজার মুখোশ্রীতে,
উড়ে যাবে বিষণ্ণ তাপ, ঘ্রাণে ধুয়ে যাবে ক্লান্তি,
যত ভুল যত ভ্রান্তি মিশে যাবে ধুলায়,
সব ভেলে হেসে দিয়ো অবলীলায়,
দেবে?

নীল বিষণ্ণ মন করে দেবো কাশফুল নরম,
মন বানিয়ে দেবো তোমার সফেদ মেঘেদের মন,
যত আক্ষেপ ছেড়ে দিয়ো মেঘের ভেলায়,
একটি ঘ্রাণ মাখানো প্রহর দেবো,
একটি ফুলেল ক্ষণ তোমার হোক....চাই,
নিয়ো!

মন জমিন হতে ছোট ছোট ভুল উপড়ে ফেলো,
দ্বিধাদ্বন্দ্ব বেমালুম ভুলে যাও....চাই
অযথাই ছোট ছোট ভ্রান্তিতে হয়ো না এলোমেলো,
বিষাদ পুষে বুকে, জীবনে কী আর মেলে শান্তি?
অযথাই দোয়েল সময় হয় হাতছাড়া,
ফুরফুরে মন হোক ত্বরা, এই তুমি এবেলা আমায় ভালোবাসা
দিয়ো!

সব বিতৃষ্ণা পিছনে ফেলে জমজমাট হোক তোমার সময়,
হাসির ফোয়ারায় ভেসে যাক বিষাদের দলা পাকানো ব্যথা,
শুভ্র ফুলের পাপড়ির মতই হেসো মুগ্ধতায়,
স্নিগ্ধ আবেশে মন পুড়ে যাক তোমার,
কী ভীষণ ভালোলাগায় চোখ তোমার বন্ধ হোক,
এই তুমি কেবল আমার হয়ে রয়ো।
(০২/০৭/২০২০)


মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: এই আষাঢ়ে বৃষ্টি ভেজা বাদ দিয়ে দুঃখ নিচ্ছেন কবি আপা
ভাল থাকবেন----------

০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
ভালো থাকুন

২| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:৪৬

এম ডি মুসা বলেছেন: েআপনার কবিতা্‌ অর্ধেক পড়ার সময় ঘুম চলে আসছে। সুন্দর হয়েছে আপু। কবিতায় একটা প্রাণ আছে সেটা তোমার জন্য তুমি অনেক ব্যস্তার ভিতরে চাকরি করেও কবিতা লেখো ।বর্তমানে নবম দশম শ্রণির নতুন বইতে ছন্দ শেখার প্রতিটি কবিতার সাথে আছে , নতুন প্রজন্মদের ছন্দে শেখানো হয়। সেখানে কবিতার মাত্রা ভাঙা দেওয়া আছে। কবিতার তিনটি ছন্দই সুন্দর করে কিছু দেওয়া আছে । এটা নতুন প্রজন্ম জন্য ভালো যদি শিক্ষক ছন্দ না বুঝে তাহলে মুশকিল।

০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকুন মুসা ভাই

৩| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ৭:১৬

সোহানী বলেছেন: ঘটনা কি ছবি ;) । কবিতা ভালো হয়েছে।

১০ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘটনা কিছু না। ছবি দেখে কবিতা লিখছিলাম এই আর কী

থ্যাংকিউ সো মাচ

৪| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:




চার বছর আগের কবিতা
নতুন কবিতায় খড়া পড়েছে কেন?
মনে কি পড়েনা কথায় কথায়
হত লেখা কাব্য কবিতা :)

বিষাদের নীল রেখা মুখে অঙ্কিত
ব্যথিত হৃদয় করে দেবো চাঙা
যত ভুল যত ভ্রান্তি সব হয়ে যাবে সঠিক ।

১০ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতায় আসল্ খরা পড়ছে। সময় পাই না ভালো কিছু লিখার জন্য। কেবল মেইন ঘটনা এলোমেলো লিখে রাখছি

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

৫| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৩:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
আর ভ্রান্তি বিলাসের কি হবে ‍?
না কি তেমনটাই থেকে যাবে লেখাতে ?

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে একদিন। দোয়া করবেন
জাজাকাল্লাহ খইর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.