নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইচ্ছেগুলো বন্দিই থাক্=

১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৮



©কাজী ফাতেমা ছবি

ইচ্ছেগুলো এখন আর মনের কিনারে আসে না ভুলে,
ইচ্ছেদের রেখে দিয়েছি পুরোনো দেরাজের তাকে;
ইচ্ছে ডানায় ভর করে যে ইচ্ছেগুলো মন পিঞ্জরে উড়ে বেড়াতো
সে ইচ্ছেগুলো ভাঁজ করে করে রেখেছি তুলে;
ইচ্ছেরা তবুও অবেলায় ঝড় তুলে হৃদয় বাঁকে।

ইচ্ছে ছিলো ডানা মেলা পাখি হবো, ভরদুপুরে উড়বো সীমা ছেড়ে
ইচ্ছে ছিলো মেঘ হবো, নীল সামিয়ানায় মুখ লুকাবো মুগ্ধতায়
ইচ্ছে ছিলো কোনো এক নদীর ধারে তাকে নিয়ে বসবো আসন গেঁড়ে
ইচ্ছেগুলো বন্দি পাখি হলো-ইচ্ছেগুলো হলো মলিন,
আমার ইচ্ছেদের ভিড়ে পাপ ছিলো না, ইচ্ছেরা মাখা ছিল শুদ্ধতায়।

ইচ্ছে ছিলো ঝুম বৃষ্টির প্রহরে কাদা মাটির উঠোনে ভিজবো, হেঁটে যাবো
দূর মেঠোপথ ধরে, ইচ্ছে ছিলো আকাশ দেখবো কড়া রোদ্দুরে ঠাঁয় দাঁড়িয়ে
ইচ্ছে ছিলো খুব, কোনো এক প্রহরে হাঁটতে হাঁটতে তাকে ঠিক পাবো
যাকে নিয়ে কল্পনায় অদৃশ্য ছন্দে কাব্য লিখি, তাকে নিয়ে দূরে যাবো হারিয়ে।

ইচ্ছে ছিলো পাহাড় ছুঁবো, পাখির ডানায়,
ইচ্ছে ছিলো ঘুরে আসবো এলবেট্রস হয়ে নীল সমুদ্দুর
ইচ্ছে ছিলো লোকালয় ছেড়ে, সব পিছুটান ভুলে হারাবো ঠিক অজানায়;
ইচ্ছে ছিলো কাউকে পুড়াতে, হবো চৈত্রের রোদ্দুর।

ইচ্ছে ছিলো খালি পায়ে হেঁটে বেড়াবো গ্রাম হতে গ্রামে, অচেনা শহরে
ইচ্ছে ছিলো মানুষের মন পড়বো পথে ঠাঁয় দাঁড়িয়ে
ইচ্ছে ছিলো সুখের স্নানে মত্ত হবো গিরির গাত্র বেয়ে নেমে আসা ঝর্নার লহরে
ইচ্ছে ছিলো মানুষ ভালোবাসবো, দেবো সাহায্যের হাত বাড়িয়ে।

ইচ্ছে ছিলো, বাঁধাহীন নিষ্পাপ মনে মিশবো আপামর মানুষের সাথে
ইচ্ছে ছিলো সামাজিক কার্যক্রমে নিজেকে নেবো জড়িয়ে
ইচ্ছে ছিলো, হাঁটবো পথের পর পথ, ধরে কেবল তারই হাতে,
ইচ্ছেগুলো কখন যে বাম অলিন্দ হতে পড়লো ধূলায় গড়িয়ে।

ইচ্ছেগুলো বড্ড বেহায়া, আমায় ছেড়ে পালায়, বাস্তবতার আঁড়ালে
ইচ্ছোগুলো বড্ড পরাধীন, ইচ্ছে হলেই এখন ইচ্ছেরা আর মেলে না ডানা
অনিচ্ছেদের ভিড়ে ইচ্ছেরা আসে না বুকে-হাত বাড়ালে
ইচ্ছেরা কবে হবে মুক্ত, ইচ্ছেদের সেই পথ নেই জানা
ইচ্ছেরা ঘুমুক দেরাজের তাকে ভাঁজে ভাঁজে রেখেছি ন্যাপথালিন মুড়ে
ইচ্ছেরা বাজাক মন সেতারে বেসুরো সুর, বুক খাক কুরে কুরে
ইচ্ছেদের ডানা মেলা প্রহর ছুঁয়ে থাকা খুব খুব মানা।
(০২-০৭-২০১৯)

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: ইচ্ছেগুলো বন্দী থাকবে কেনো?

উড়িয়ে দাও প্রজাপতির ডানায়...... :)

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আমি তো তোমার মত সাহসী না। কিছুই পারলাম না জীবনে। এখন অবশ্য কিছুই পরোয়া করি না। তবুও তো সাহস ফিরে না।

ইচ্ছেগুলো এখনো বন্দি

২| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: শিরোনামের বানান ঠিক করো আপুনি!!

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপুন

৩| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

দি এমপেরর বলেছেন: ইচ্ছেরা ডানা মেলে উড়ুক। লেখাটা ভালো লেগেছে।

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইচ্ছেরা আমার দীর্ঘশ্বাস হয়ে বাঁচে, সব ইচ্ছে বন্দিই ছিল, বন্দিই আছে

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন এমপেরর

৪| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

জটিল ভাই বলেছেন:
তারপরও ইচ্ছেরা কিচ্ছে হয়ে বেঁচে থাকুক :)
বরাবরের মতোই সাধারণ নয় :)

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কিচ্ছে হয়ে বেঁচে থাক

ধন্যবাদ জটিল ভাইয়া
ভালো থাকুন

৫| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

নয়া পাঠক বলেছেন: ইচ্ছেগুলোকে বন্দি করে রাখবেন না; একদমই নয়। কারণ ইচ্ছেগুলো একসময় বিদ্রোহ করে বসতে পারে।

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মেয়েদের ইচ্ছেগুলো বন্দিই থাকে
এর থেকে বেরোনোর উপায় নাই

সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ নয়া পাঠক
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.