নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমার দখিনা বারান্দার ফুলগুলো=

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

০১।


তুমি আমি ফুল হয়ে যাই, ফুটি পাশাপাশি
এক সাথে থাকি, ভালোবসি আর হাসি!
তুমি আমি পাতা হয়ে যাই, সবুজ বরণ;
বাজুক মনে, বাজুক সুখের সুর অনুরণন
=========================

০২। হলুদ রঙা প্রহর আমার...
হাওয়ার সাথে পেতেছি মিতালী
নয়নের মাঝে হলুদ তারা...
জীবন সুন্দর, সে জানো কি? শুধু সময় চোরাবালি।



০৩। মেজেন্ডা ফুলের বুকে তুলে রাখি প্রেম
তুমি মন নিয়ে খেলো না গেম,
প্রেম কুড়াও এসে
যাও আজ আমার ভালোবাসা ফেঁসে।



০৪। আমরা এমনই, তুমি আকাশ আমি পাতাল
তুমি পুকুরের স্বচ্ছ জল, তুমি শুকনো চাতাল
আমরা এমনি তুমি লাল, আমি সবুজ
কেউ কাউকে বুঝি না
তুমি কঠিন আর আমি অবুঝ।



০৫। সুন্দর একটি মুহূর্ত আমার, তুমি থেকে যাও পাশে
ভালোবাসার কাব্য লিখি, যেয়ো ভালোবেসে
আবৃত্তি করো কাব্য আমার, আমি শুনি,
তোমায় নিয়ে এবেলা মনে প্রেম বুনি?



০৬। মন আমার নরম ফুলের মত
আর তাতে তুমি দাও ক্ষত
এমনিতেই তো শেষ, জীবন গেল ফুরিয়ে
কী করে বলো জীবন সুখে নিই জুড়িয়ে?



০৭। হলুদ রঙ ফুলের মত শাড়ী চাই
যে শাড়ী পরলেই মুখে ফর্সার আভা
তুমি নিয়ে এসো হলুদ গোলাপ, আমি প্রেম পাটি বিছাই
এসো বিকেলটুকু গ্রহণ করো
সময় কাটুক আমাদের মনোলোভা।



০৮। শুভ্র ফুলের শুভেচ্ছা তোকে
নিবি ফুল, এই আছিস কী শোকে
মুখটারে বাংলা পাঁচ করে রেখেছিস যে?
হাসিতে ভরিয়ে রাখ নিজের মন,
দেখবি শান্তি কীযে।



০৯। হালকা রঙ রস যদি ভেতরে না থাকে
তবে তুই বন্ধু নিরামিষ
এমন চুপ করে থাকিস যে, সময় যাচ্ছে ফাঁকে;
তুমি বললেই উফ বুলিতে কী বিষ।
থেকে যা তবে চুপ
চাই না দেখতে তোর বিতৃষ্ণার রূপ।



১০। কেবল বিরহই দিলি
কেবল বিতৃষ্ণা হয়েই থাকলি মনের অলিগলি;
কই চেয়েছিলাম সময়টুকু ফুলেল, হাসি খুশি
তা না, তোকে নিয়ে বুকে কেবল ব্যথাই পুষি।



মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতীব চমৎকার।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মহাজাগতিক ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: বর্তমানের জটিল-কঠিন সময়ে আপনার লেখা কবিতা ও ফুলদের দেখে হৃদয়ে এক পশলা শান্তির সুবাতাস প্রবাহিত হয়ে গেল।

ফুল বরাবরই নির্মল-শান্তি-সম্প্রীতি প্রতিক। আর তাই ফুলদের মতই আমাদের জীবন হয়ে উঠুক নির্মল-শান্তি-সম্প্রীতিময়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬

মায়াস্পর্শ বলেছেন: ভালো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মায়া।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

এম ডি মুসা বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ মুসা ভাই
ভালো থাকুন

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

এম ডি মুসা বলেছেন: ফুলের গন্ধে পাখির কণ্ঠে অপরূপ সৌন্দর্য হাঁকিয়ে
ভালোবাসা প্রাণবন্ত ছোঁয় সমীচীন হৃদয় জাগিয়ে

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ সুন্দর পঙ্খতি

ভালো থঅকুন অনেক অনে

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭

জটিল ভাই বলেছেন:
ছবি আর লিখা মিলেমিশে একাকার!
কোন ছবি বুঝেছেনতো? =p~

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝছি তো

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:




ছবির ফুলগুলো আমাদের ছবিপুর মতো স্নিগ্ধ।


০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস মিরোর আপু
ভালো থাকুন অনেক অনেক

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কবিতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সাড়ে চুয়াত্তর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২২

করুণাধারা বলেছেন: মনকে ঠান্ডা করে দেওয়া পোস্ট।

সবগুলো ফুল সুন্দর! সবচেয়ে সুন্দর লেগেছে সবশেষের নীল ফুল! এটার নাম কি?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু নীল ফুলটার নাম হলো ব্লু ডেজ। েএকসাথে অনেকগুলো যখন ফুটে খুব সুন্দর লাগে।

জাজাকিল্লাহ খইর আপুন ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.