|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কাজী ফাতেমা ছবি
কাজী ফাতেমা ছবি
	সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
 
  
মাত্র এক কাপ চায়ে জমে না আসর, কেউ নেই এই শহরে স্বজন হয়ে,
অথচ সময়গুলোই যায় শুধু, যায় শুধু ক্ষয়ে;
ইচ্ছে হয় ভাইবোনেরা মিলে আড্ডা বসাই গাঁয়ের মাটিতে,
ইচ্ছেগুলো উজানে যায় না, চলে যায় ভাটিতে।
ইচ্ছে হয় আব্বার কাছে যাই, আম্মাকে ছুঁয়ে থাকি,
সময়গুলোই শুধু দিলো, শুধু দিয়ে গেলো ফাঁকি,
বছরে একবার যাওয়ার অনুমতি পত্র হাতে নিয়ে,
সময় নিয়ে যায় শুধু, নিয়ে যায় শুধু সুখ ছিনিয়ে।
ইচ্ছে হয় ভাইবোনেরা চায়ের কাপ হাতে নিয়ে বসি,
হাসি গল্প আড্ডায় অতীত জীবনের বুকে একটু চষি,
হয় না কিছুই হয় না, হয় না যাওয়া গাঁয়ের বাড়িতে,
উঁকি দিয়ে হয় না দেখা মায়ের হাতের রান্নার হাঁড়িতে।
ইচ্ছে হয়, চায়ের কাপ হাতে আম্মার সাথে গল্প করি,
মন জমিনে এক সমুদ্দুর মমতার খামার গড়ি,
সব ভেস্তে যায়, ইচ্ছেগুলো দিতে হয় শুধু জলাঞ্জলি,
ফুটে না আশা, আশা আর ইচ্ছেগুলো রয়ে যায় হয়ে কলি।
ইচ্ছে হয় ভোরে আম্মার ডাকে ঘুম ভাঙ্গুক,
পূর্বাশার মিহি আলোয় মন রাঙ্গুক,
আম্মা ডেকে বলবেন এই উঠ্ চা ঠান্ডা হয়ে যাবে,
হয় না কিছু, ইচ্ছেগুলো বুকেই রয়ে যাবে, সময় শুধু বদলাবে।
কবে যাবো বাড়িতে, কবে খাবো সবাই মিলে চা,
কবে হবে শহুরে ক্লান্তি বিষাদ মায়ের হাতের চায়ের সঙ্গে বেচা;
হবে কবে পূর্ণ বাড়ী যাওয়ার আশা,
এবেলা মনে বিষাদে যে ঠাসা।
©কাজী ফাতেমা ছবি
(১২-০৯-২০২১)
 ১০ টি
    	১০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪১
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আসে না। এখন আমি যাবো ভাইবোনেরা যাবে না। আড্ডা জমবে না
ধন্যবাদ আপু
২|  ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৬
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কেমন যেন হয়ে গেলো দিন গুলো।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪২
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন একা একাই চা খেতে হয়। যে যার মত খেয়ে নেয়। ব্যস্ততা দেয় না অবসর
ধন্যবাদ আপনাকে
৩|  ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২৪
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:২৪
মায়াস্পর্শ বলেছেন: কতদিন হয়ে গেলো একসাথে ৭ টা চায়ের অর্ডার করিনা,
এখন শুধু  চা খাই, যেখানে কোনো অনুভূতি থাকে না।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৩
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআসলেই। আমরা ভাইবোনেরা বিকেলে খেলতাম । আম্মা চা বানাইয়া ডাক দিত। সবাই খেলার ফাঁকে চা খেতাম কি মজা করে।
ধন্যবাদ মায়া
ভালো থাকুন
৪|  ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৫৫
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ৯:৫৫
জটিল ভাই বলেছেন: 
রইলো না সেই যে আমার, নানা রঙের দিনগুলি........
  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৩
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: রইলো না। এখন সবাই ব্যস্ত
আর আসবে না ফিরে সেই সময়গুলো
ধন্যবাদ
৫|  ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:০৮
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  রাত ১১:০৮
জুল ভার্ন বলেছেন: চা মোটামুটি ভালো (১০ নম্বরের মধ্যে ৫), তবে কবিতা খুব ভালো হয়েছে। (১০ নম্বরের মধ্যে ৮) এবং প্লাস।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৪
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪  দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা রাইতের অন্ধকারে তোলা দেইখা ভালা দেখা যায়নি  থ্যাংকিউ সো মাচ
 থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া জি
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৮
১২ ই সেপ্টেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৮
শায়মা বলেছেন: হারানো দিনগুলো আর ফিরে আসে না আপুনি!