নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
=একটি ভোরের স্নিগ্ধ হাওয়া মাখছি গায়ে=
স্বচ্ছ নীল আকাশ উপরে, নিচে কুয়াশার স্নিগ্ধ আবেশ,
আহা লাগে বড় ভালো আমার ছয় ঋতুর বাংলাদেশ!
শুকনো নদীতে মাছ ধরার পড়েছে ধুম,
এখানে ভোরেই সকলের ভাঙ্গে ঘুম;
কী সজীবতায় সাজানো গাঁয়ের মাটি,
নিশির শিশিরে ভেজা দুর্বার পাটি।
নীল আকাশে শীতের সূর্য, নিস্তেজ আলো ছড়ায়,
সূর্যটা ওপরে উঠলেই যে বেলা দুপুরে গড়ায়,
শিশির ভেজা পাতা শুকোয়নি, তবুও চলে আসে দুপুর,
এবেলা আমি পথিক, বাজাই পথে পথে শুকনো পাতার নূপুর।
পাতার বুকে ধুলোর প্রলেপ, প্রজাপতির উড়ো উড়ি বেলা,
এখানে বসেছে তরুলতায় শিশিরের মেলা;
পাশে কেউ নাই, হাতে মুঠোফোন, হাঁটছি আনমনা,
প্রকৃতির সতেজ রূপ দেখে আর ক'জনা!
এখানে সূর্য উঠলেই করতে হয় রিযিকের ফন্দি ফিকির,
আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি সব, মনে আল্লাহর জিকির,
পরিশ্রমের বুকে পা রেখে এখানে শ্রমিক হাঁটে,
সবুজ সবজিতে পূর্ণ হবে ক'দিন বাদে ফসলের মাঠে।
নদীর জলে কেউ ধুঁয়ে নিচ্ছে এঁটো হাঁড়ি,
কেউ ঝাড়ুতে পরিচ্ছন্ন করছে নিজের বাড়ি,
অফুরন্ত অবসর বেলা আমি নীল আকাশ দেখি,
এখানে মানুষগুলো খাঁটি,
মুখোশে নয় আঁটা, নয় একটুও মেকি।
©কাজী ফাতেমা ছবি
২৩-১২-২০২০
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে)
২| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
আমি সাজিদ বলেছেন: এই ছবি গ্রামে তোলা?
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
শীতের সকাল নামে রচনার প্রচলন ছিলো আগে, এখন এগুলেো পরীক্ষায় আসে?
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা লেখা সবচাইতে কঠিন কাজ। যারা এই কঠিন কাজ করতে পারেন তারাই আসল ক্রিয়েটিভ মানুষ।