নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
গোলাপের ঘ্রাণ উড়ে হাওয়ায় হাওয়ায়
চায়ের আসর বসিয়েছি দখিন দাওয়ায়,
পিঁড়ি নিয়ে এসো, এই.......... আছো কোথায়,
এসো হিম দিন, দেহ বেঁধে রাখি উষ্ণতার সুতায়।
হিম হাওয়া বইছে, লাগাতে বলো না দুয়ার,
আমি আমাতে নেই, বন্ধ চোখে হয়েছি মুগ্ধতার পিঠে সওয়ার,
থাকলে থাকতে পারো পাশে, যদি ক্ষণ করতে চাও মিঠে,
সুখে উজ্জ্বল করে নিতে পারো মন ভিটে।
পথে পথে বাজছে শুকনো পাতার নূপুর,
আজ আমার মন উদাসী দুপুর,
দুপুরের বুকে বসে বাজাই বাঁশি, মোহনিয়া সুর,
এই যে শোন....... মনে মুগ্ধতা আমার দুই সমুদ্দুর।
আকাশে জমেছে মেঘ
আহা বুকের বামে ঝরে সুখের আবেগ,
ঘ্রাণে ঘ্রাণে সময় হয়ে আছে মাতাল,
শোন না, আমার জন্য খুলে দেবে মন চাতাল!
মন চাতাল ভরে দেব সুখ রোদ্দুরে,
মনের তারে তোমার, বাজাবো প্রেম সুরে সুরে,
হাসি রেখো ঠোঁটে, শীতের হাওয়ায় উঠো কেঁপে,
অজস্র কথা বলো,মন সুখী, কথা নয় আজ মেপে মেপে।
ব্যা করণের ভাষায় যদি হয় ঠোঁটের বোল
তবে বলো সুখের ঢেউয়ে কী করে খাবো দোল?
বেহিসেবী কথার ভিড়ে হারিয়ে যেয়ো আজ
চা রেখেছি তোমার জন্যহ, এসো তুলছি সুখ আওয়াজ।
সে আওয়াজে প্রেম বাজে বন্ধু, প্রেম বাজে,
কী করো কে জানে, ব্যুস্ত নাকি কোনো কাজে?
কাজ রেখে এসো দুপুরের রোদ্দুর গায়ে লাগাই,
চা রেখে ঠোঁটে, শীত ভাগাই।
©কাজী ফাতেমা ছবি
(২৮/০১/২০২২)
চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩
চায়ের কাপে টুংটাং সুর-৪
চায়ের কাপে টুংটাং সুর-৫
চায়ের কাপে টুংটাং সুর-৬
২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
অনেক ভালো থাকুন
২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৮
এ পথের পথিক বলেছেন: আপনি সুন্দর কবিতা লিখেন । ছবি কি আপনি নিজে তুলেছেন নাকি অনলাইন থেকে নেয়া ?
সে আওয়াজে প্রেম বাজে বন্ধু,
প্রেম বাজে,কী করো কে জানে,
ব্যস্ত নাকি কোনো কাজে?
কাজ রেখে এসো দুপুরের রোদ্দুর গায়ে লাগাই,
চা রেখে ঠোঁটে, শীত ভাগাই।
©কাজী ফাতেমা ছবি
২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ছবি আমি তুলি, যেগুলো নেটের সেগুলো নেট কালেকটেড লিখে রাখি ছবির উপরে।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৮
শায়মা বলেছেন: এক্কেবারে রঙ্গে রঙ্গিন কবিতা আর ফুল ফুল স্নাকস মানে শেকা ব্রেড আর রোজ ফ্লাওয়ার পকোড়া।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা দুধ চায়ের সাথে এসবই মজা লাগে। এই মজা কেবল ক্ষতিকর ভিষণ ক্ষতিকর। সব ছেড়ে দিছি আপু। দুধ চা মাসে একবারও খাই না এখন।
থ্যাঙকিউ সো মাচ
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৪
এ পথের পথিক বলেছেন: আপনার ছবিগুলা প্রশংসা করার মত । সত্যি আমি অবাক হয়েছি ।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর পথিক। অনেক ভালো থাকুন। এবং সাথেই থাকুন ফি আমানিল্লাহ
৫| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭
মিরোরডডল বলেছেন:
ছবিটা ভালো হয়েছে।
আমি কিন্তু তোমার কবিতার চেয়ে তোমার ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করি।
ছবিপু, আমাদের জন্য তুমি ছবি ব্লগ দিও।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা । অনেক ধন্যবাদ মিড আপু
আমার বারান্দা বাগানের ফুল দেব আজ। যদি সময় পাই
৬| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপু চা এর সমঝদার, চমৎকার কবিতা আর সুস্বাদু চা সাথে হালকা আগুেন সেকা রুটি। আহ সর্গীয় আবহ।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই দুধ চায়ের সাথে পরোটা, সেকা পাউরুটি দারুণ মজা লাগে আমার। কিন্তু আর খাওয়া হয় না বেশী
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিটা দারুণ হয়েছে।
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক
ভালো থাকুন সবাইকে নিয়ে
৮| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১
সাইফুলসাইফসাই বলেছেন: রঙিন চা যদি পেতাম তৃ্প্তি করে খেতাম
আর অজানায় হারিয়ে যেতাম।
সবসময় সুন্দর কবিতা
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ভাইয়া
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: অনবদ্য কবিতা এবং ফটোগ্রাফি!
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১০| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: লেখা ভালো হয়নি। কিন্তু ছবিটা দারুন হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।