![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
যে তোমার প্রেম প্রত্যাখান করে হতে চাচ্ছে সুখি
যে তোমার ভালোবাসার মর্ম করতে পারেনি অনুভব
যাকে ভালোবেসে তুলে দিয়েছো আবেগি হৃদয়
সে হৃদয় ভেঙ্গে যে করে দিতে পারে চুরমার,
তাকে ভুলে যাও।
যাকে ঘিরে স্বপ্ন তোমার আকাশ ছোঁয়া
যাকে বানিয়েছো হৃদয়পুরের রাণী
যার জন্য ছাড়তে চাও বাড়ীঘর, বন্ধু বান্ধব
তোমার মোহ ছেড়ে যে উলটো পথে হাঁটে অনায়াসে
তাকে ভুলে যাও।
ভেবেছিলে এক সঙ্গে পাড়ি দিবে বার্ধক্যের নদী,
ভেবেছিলে দুঃখ সুখে রয়ে যাবে তাকে ছুঁয়েদ
যে তোমার ভালোবাসা থুড়ি মেরে উড়িয়ে
স্বার্থপরের মত চলে যায় ছেড়ে নির্দ্বিধায়
তাকে ভুলে যাও।
যার জন্য তোমার বুক পিঞ্জরে হাহাকার ধ্বনি
যার জন্য জ্বলছো দিবানিশি আগুন তুষে,
যে রাখেনি তোমার মনের খোঁজ
তবে তুমি তাকে ভুলে যাও।
যাকে ভালোবেসে পেয়েছো অনন্ত অবহেলা,
পেয়েছো অবজ্ঞা অজস্র
যার জন্য কাটিয়েছো অযুত নির্ঘুম রাত
অথচ তার অনুভূতিতে নেই তোমার তিল স্পর্শ
তাকে ভুলে যাও, ভুলে যাও।
বিষাদের সমুদ্দুরে অযথাই একা কেন খাবে হাবুডুবু
যে মনে রাখেনি তোমায়, তার জন্য কেন ফেলবে অশ্রুবিন্দু!
জীবন কি তোমার দুটো?
জীবন বড় সুন্দর, বেঁচে থাকা বড় আনন্দের,
ভালোবাসার অভাব কেন ভাবছো?
তাকিয়ে দেখো কত প্রেম, কত ভালোবাসা চারপাশে তোমার ঘুরছে ঘূর্ণিপাকে,
তাকে ভুলে যাও, অনভূতির দেয়ালে জ্বালাও নতুন প্রেমালো।
©কাজী ফাতেমা ছবি
২৫-০৪-২০২৩
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া ভালো থাকুন
২| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া জি
৩| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৫
সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ একটি কবিতা আমার মনের কথা
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন
৪| ৩০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
জাদিদ বলেছেন: আপা, আপনার কবিতাটা পড়লাম। একজন পাঠক হিসাবে আপনার কবিতার কিছু দিক সম্পর্কে বলতে চাই।
আপনি অনেকদিন ধরে কবিতা লিখছেন। আমার মনে হয় এখন সময় হয়েছে নিজের লেখার প্রতি আরো একটু যত্নশীল হওয়া। আগের মত ব্লগাররা স্বক্রিয় থাকলে আপনি অনেক ইতিবাচক পরামর্শ পেতেন যা আপনার লেখার উন্নয়নে দারুন ভুমিকা রাখত। ব্লগের শুরুতে আমরা সহ ব্লগারদের অনেক পরামর্শ পেয়েছিলাম যা আমাদের জন্য ভীষন অনুপ্রেরণার ছিলো। তখনও ফরমায়েসী মন্তব্য হতো বা সহ ব্লগার হিসাবে মন্তব্য দেয়ার আনুষ্ঠানিকতা আমরা অনেকেই করতাম। কিন্তু ভালো ভালো ব্লগাররা আমাদের লেখার ব্যাপারে পরামর্শও দিতেন। কেউ কাজে লাগাতো আবার কেউ এই ব্যাপার নিয়ে তেমন চিন্তা করত না।
যাইহোক, পাঠক হিসাবে কবিতাটি পাঠ করে বুঝতে পারি যে, কবিতাটি মুলত প্রেম, প্রত্যাখ্যান ও আত্মমূল্যায়নের উপর ভিত্তি করে লেখা হয়েছে। কবি এক ধরনের অনুপ্রেরণা বা আত্মশক্তির আহবান জানিয়েছেন যাতে কেউ প্রেমের ব্যর্থতা নিয়ে বিষাদগ্রস্ত না হয়ে সামনে এগিয়ে যেতে পারে।
কবিতার বিভিন্ন স্তবকে একই ভাব বা বক্তব্য বার বার এসেছে বিশেষ করে "তাকে ভুলে যাও" লাইনটি প্রায় প্রতিটি স্তবকের শেষে ব্যবহৃত হয়েছে। এই ধরনের বার বার একই বক্তব্য বা Redundancy অনেক সময় কবিতার গভীরতা কমিয়ে দেয় বা কবিতার যে একটা নিজস্ব ফ্লো আছে সেটা নষ্ট করে। এই ব্যবহার তাই বেশ সর্তক হয়ে করা উচিত। আপনার ক্ষেত্রে আমার মনে হয়েছে কিছুটা ভিন্ন শব্দ রূপক ব্যবহার করে একই অর্থ বজায় রাখতে পারলে হয়ত কবিতাটার গাঁথুনি আরো শক্ত হতো।
দ্বিতীয়ত, কবিতাটিতে আবেগী শব্দ ও অনুভূতির প্রকাশ থাকলেও, শক্তিশালী চিত্রকল্প বা রূপকের ব্যবহার তুলনামূলক কম। পাঠকের মনের মধ্যে যদি আরও স্পষ্ট দৃশ্য বা অনুভূতির ছবি আঁকা যায় তাহলে কবিতাটি দারুন হবে।
তৃতীয়ত, কবিতার কিছু জায়গায় বাক্যের গঠন ছন্দময় হয়ে উঠেছে, আবার কিছু জায়গায় হঠাৎ ছন্দের ব্যাঘাত ঘটেছে আবার কিছু জায়গায় জোর করে ছন্দ মেলানোর চেষ্টা হয়েছে যেমন লাস্ট লাইনের 'প্রেমালো'। এটার প্রয়োজন ছিলো না।
চতুর্থত, কবিতাটি দার্শনিক অন্তর্দৃষ্টি বা গভীর অনুভুতির ব্যাখ্যার অভাব রয়েছে যা দৃশ্যকল্প তৈরীতে সাহায্য করে না, বার বার ছুটে যায়।
আপা আমার একটা ছোট পরামর্শ থাকবে একজন পাঠক হিসাবে। আপনি আপনার কর্মব্যস্ততার ফাকে ফাকে সময় করে ভালো ভালো লেখকদের কবিতার বই পড়েন। সাথে সাহিত্যের বিভিন্ন বইও পড়েন। আমার বিশ্বাস এতে আপনার লেখার ধরনে আরো ইতিবাচক পরিবর্তন আসবে।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল। আশা করি, আমার মন্তব্যে আপনার বিরক্তির কারন হয়ে দাঁড়াবে না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: গঠনমূলক মন্তব্য ভালো লাগিল। আপনার কথা মনে থাকবে । জাজাকাল্লাহ খইর।
আপনার মন্তব্য ঠিকই আছে। । তবে কবিতা যে পড়ি না তা না কিন্তু। গল্প কবিতা সবই পড়া হয়।
ভালো থাকুন সবাইকে নিয়ে
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৮
বাকপ্রবাস বলেছেন: জাদিদ ভাইকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনার জন্য। আমার একটা শর্টকাট পরামর্শ হল কবিতা লিখে চ্যাটজিপিকে জিগ্যাসা করুন মূল্যায়ন এর জন্য, তাতে করে নিরপেক্ষ মূল্যায়ন পাবেন, আমি ইদানিং সেটা করছি।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিচে দেখেন কাছের মানুষ এআই এর মন্তব্য দিয়েছেন । ভালো লাগলো।
তবে একটা কথা যার হয় না সাত এ তার কী সত্তরে হবে। আমার মনে হয় না। আমার মেধা এটুকুই"। কবিতা গল্প ইতা ছোটবেলা থাইকা পড়তাছি। কই ইমপ্রোভ তো হয় না। কিত্তাম । আপনাদেরকে এমন কবিতাই গিলতে হবে
থ্যাংকিউ সো মাচ
৬| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: আপনি যা লিখছেন, তাতে একদিন মানুষ আপনাকেও ভুলে যাবে।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৩
কালো যাদুকর বলেছেন: ছবিটি অসাধারণ। chatGPT বলেছে "কবিতাটি অব্যক্ত প্রেমের যন্ত্রণা এবং ভুলে যাওয়ার প্রক্রিয়াকে অন্বেষণ করে। এটি এমন এক অনুভূতির গল্প বলে, যেখানে কেউ কাউকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রতিদান পায় না। কবি এখানে নিজেকে বলছেন, সেই অব্যক্ত প্রেমকে ভুলে যাওয়ার কথা, যেহেতু এটা একপেশে। কবিতাটি এক ধরনের আত্মপ্রত্যয়ের প্রকাশ, যেখানে একজন ব্যক্তির নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা এবং প্রেমের প্রতি অবহেলা প্রদর্শিত হয়।"
আপনার কবিতা পড়ে আজ আপনাকে হতাশ মনে হচ্ছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য লিখেছে এ আই
তবে আমি হতাশ না। চারিদিকে যে হতাশা দেখেছিলাম তা দেখে লিখেছিলাম।
দেখেন না কথায় কথায় আত্মহত্যার প্রবণলতা
ধন্যবাদ আপনাকে
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা! ❤️
০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৬
জটিল ভাই ২.০ বলেছেন:
বরাবরের মতোই সাধারণ নয়
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাই ২।০
ভালো থাকুন সবাইকে নিয়ে
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক প্রেমময় কবি আপা ভাল থাকবেন