নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মৃত্যু ক্ষমা করেনি কাউকে=

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৮



মৃত্যু ভুলে গিয়ে দুনিয়ার মোহ সুখে হই পাগল,
আনন্দ হইচই, জীবনজুড়ে কতই না উল্লাস
সহসা আনন্দে হই যখন বিভোর
খবর আসে আত্মীয় নেই আর
নিমেষেই ভাঙ্গে দুনিয়ার মোহ ঘোর।

চোখের সম্মুখে ভেসে ওঠে সেই সেই দিনের ছবি
স্বজনদের সাথে কাটানো সময়
হাসি ঠাট্টা অথবা কিছু গল্পের প্রহর,
মন মুহূর্তেই বিমর্ষ...
বুকের চারিপাশে চিনচিন ব্যথার লহর।

মৃত্যু চলে আসে না বলে, না কয়ে,
ভাবি আচ্ছা দেখা তো হবেই
একসময় বসবো গিয়ে কাছে, নেব রোগির খোঁজ,
এই ভাবনাই ব্যস, হয় না আর যাওয়া,
এমনই হয় প্রায়, হয় যেন রোজ।

নিজেকে অমর ভাবি, মনের কাছে প্রশ্ন?
ক্ষণকালের মোহ আহা মন যেন আগুনে গলা মোম
মৃত্যুর খবরে কিছুদিন মনে রাখি শোক,
ভুলে যাই ফের সব;
আবারও মন ছোঁয় দুনিয়ার সুখ।

রোজ মাইকে সুর ওঠে মৃত্যুর খবর
শুনে কিছুক্ষণ থমকে দাঁড়াই
ছাড়ি বড় এক দীর্ঘশ্বাস;
কার জানি বুক হল খালি
কার জানি হল কান্নার বুকে বসবাস!

মৃত্যু সে আসবেই, তবুও ভাবনায় কেন দুনিয়ার ঘোর
রবকে ভুলি, ইবাদতে আলসেমি
কোরআনের আয়াতে রাখি না চোখ,
মৃত্যুর সংবাদে প্রচন্ড ভয় মনে
কখন জানি মৃত্যুদূত এসে দাঁড়ান সম্মুখ।
©কাজী ফাতেমা ছবি
০২-০২-২০২৪

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কাউকেই ক্ষমা করবেনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের যেন ক্ষমা করে দেন। হিদায়াত দেন আরও আরও আরও। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

জুল ভার্ন বলেছেন: প্রতিদিনই কীভাবে এতো সুন্দর সুন্দর কবিতা লিখেন!!
আমি বছরব্যাপী চেষ্টা করে একটা কবিতার লাইনও লিখতে পারিনা!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাদের দোয়ায়। কিছু পাঠক আমার লিখা পড়েন এজন্য লিখে আনন্দ পাই ভাইজান

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

অঙ্গনা বলেছেন: আমারদের সবাইকে মৃত্যুর স্বাদ পেতে হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হিদায়েতের পথ দেখান। জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

এ পথের পথিক বলেছেন: একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈমাণের সাথে যেন আল্লাহ নিয়ে যান। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: হুম মৃত্যু কখন চলে আসে অজানা- খুব ভয় কিছু করতে পারছি নিজের জন্য কী জবাব দেব।

খুব সুন্দর সবসময়- ভালো লাগে সবসময়

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের আরও হিদায়াত দান করুন
জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: আপুনি রবিঠাকুরের একটা গানা আছে-

আমি ভয় করবোনা ভয় করবো না
দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না.....

মৃত্যু এক অমোঘ সত্য তাই বলে সেটা নিয়ে পড়ে থেকে জীবনের কাজ থেকে থেমে যাওয় চলবে না ......

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম । তবে মাঝে মাঝে স্মরণে রাখতে হয়
নইলে শয়তানের ধোকায় মন চলে যাবে

থ্যাংকিউ সো মাচ আপু

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর উপলদ্ধি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে
ধন্যবাদ আপনাকে

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৩

কাছের-মানুষ বলেছেন: জীবনের চরম বাস্তবতার কথা ফুটে উঠেছে কবিতায়! ছোট্ট জীবনে মানুষকে কত কিছুর ভিতর দিয়েই না যেতে হয়!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক তাই
আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ যেন করে দেন আর হিদায়াত দান করেন
জাজাকাল্লাহখইর
ভালো থাকুন

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মৃত্যু খুব সাধার এবং অবধারিত একটি ব্যাপার।
এটা নিয়ে এতো বেশী আতঙ্কিত হবার কিছু নেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আতঙ্কিত এজন্য যে পরকালের জন্য কিছুই যেন করতে পারছি না। মৃত্যু আসবে সেটাসত্য। তবে পরবর্তী জীবনে ভালো থাকার জন্য দুনিয়াতে ভালো কাজ তো করতে হবে।

ধন্যবাদ

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: কাচা হাতের লেখা।
চেষ্টা চালিয়ে যান ৫০/৬০ বছর পরে হয়তো দুই একটা ভালো কবিতা লিখে ফেলতে পারবেন।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩

জটিল ভাই ২.০ বলেছেন:
মৃত্যুই একমাত্র পরম ও চরম সত্য। সাধারণ হয়নি আভী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মৃত্যু সত্য জেনেও তো আমরা দুনিয়ার মোহে আসক্ত :(

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.