নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১০ (আকাশ ভালোবেসে)=

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭



=এই আকাশটা চেনা আমার, এই আকাশটা চেনা=

এই আকাশটা চেনা আমার, এই আকাশটা চেনা
এই আকাশটা আমার কিন্তু, সুখের দামে কেনা
এই আকাশটা চেনা।

পেঁজাতুলো মেঘের সারি, স্বপ্ন যেনো বোনা
ভাসছে দেখো আকাশ জলে,মেঘের ছানাপোনা
এই আকাশটা চেনা!

ধানের ক্ষেতের প্রান্ত ছুঁয়ে, মেঘের আকাশ খানা
ইচ্ছে আমার আকাশ নীলে, মেলে দিতে ডানা,
এই আকাশটা চেনা!

জলে ভেজা ক্ষেতের আলে, ঘাসের বিছানা
কাদাজলে কাটছে সাঁতার, কোলা ব্যাঙের ছানা,
এই আকাশটা চেনা!

জলের আয়নায় আকাশটা যে, জল তরঙ্গ বীণা
এই আকাশটা আমার বাপু, শান্তির দামে কেনা,
এই আকাশটা চেনা।

গ্রীষ্ম বর্ষা শরত বলো, আকাশ সুখ ঠিকানা
এই আকাশটা সবার কিন্তু, নেই মালিকানা
এই আকাশটা চেনা।
©কাজী ফাতেমা ছবি
০৩-০২-২০১৯

নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৯(আকাশ ভালোবেসে)

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: আহা এটা কি শরতের আকাশ নাকি বসন্তের?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন এক সময় হবে, ট্রেন থেকে তুলেছিলাম।

থ্যাংকিউ সো মাচ আপু

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা আমাকে মুগ্ধ করেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশি ভাইয়া
ভালো থাকুন

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: কিন্তু এখন আপনার পোষ্ট করা ছবি দেখতে পাই না
আপনার ছাড়া সবার ছবি দেখতে পাই---------
কিন্তু---------------

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( দু;খ জনক। কেন যে দেখতে পারেন না জানি না।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: ছবিটা আসলেও মুগ্ধ করা!!!

আমার পছন্দ শরতের আকাশ আর বসন্তের বাতাস। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও পছন্দ শরত

বসন্তের হাওয়া কিন্তু বইতেছে অলরেডি। আপু মেলায় গেলে আমারে কইয়ো। দুইজনে আড্ডা দিমু

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: আড্ডা দিতে পারি কিন্তু আমি পর্দানশীন। ছবি তোলা যাইবেক লাই....... আবার সেই ছবি তুলিলেও কোথাও ডেওয়া যাইবেক লাই লাই....... তবে প্রমান হিসাবে হাত পায়ের ছবি দেওয়া হবে ব্লগে নইলে কেহই বিশ্বাস করিবেক লাই!!!!!!!!!!

তখন মরিয়া প্রমান করিতে হইবে কাদ্ববিনী মরে নাইক্কা!!!!!!! :((

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ ইতা কিতা কইলা। আমিও ছবি তুলতে রাজী নই। কখনো তুলবোই না। ওয়াদা করলাম।

হাহাহাহ আচ্ছা চা হাতে ছবি তোলা যাবে। । মরার দরকার নাই। আমরা সুখে বাঁচতে চাই।

কখন যাইবা ইনবক্সে জানাইয়ো ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: নীল আকাশ সাদা সাদা মেঘ
খুব সু্ন্দর চেনা পরিবেশ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
থ্যাংকিউ সো মাচ

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮

শায়মা বলেছেন: শুধু চা হাতে!!!!!!

তাইলে প্রমান হইবেক লাই!!!!!!

আমার আঙ্গুলে বড় বড় আংটি আর নেইল পলিশ আর তোমার আঙ্গুলে মেহেদী আর হাতে বালা!!! :)


কেমন হইবেক!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আচ্ছা এসব হবে নে। কিন্তু কথা যেন ঠিক থাকে।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে .....

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

বাকপ্রবাস বলেছেন: অনেক সুন্দর হল।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

নজসু বলেছেন:



পেঁজো তুলোর আঁকা সুন্দর আকাশটা সবাই চায়।
কিন্তু এই আকাশটাই মস্ত এক মরিচীকা।

লেখা ছবি দুটোই সুন্দর।
ধন্যবাদ প্রিয় আপা।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০১

এ পথের পথিক বলেছেন: আপনার তোলা প্রত্যেকটা ছবির দিকে আমি অবাক নয়নে তাকিয়ে থাকি, বার বার দেখি । মাশাআল্লাহ্‌ আপনি খুব ছবি তুলতে পারেন ( অনেকেই বলেছে তারপরও বলছি ) । আপনার একটি পার্সনাল সাইট বানিয়ে দিতে চাই, যেখানে আপনার কবিতা আর ছবি থাকবে ।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৬

জুন বলেছেন: দূষণ মুক্ত নীল আকাশে মুগ্ধ আমি। কবিতাও অসাধারণ বরাবরের মতোই।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩২

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই ভালো লিখেছেন।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭

ঢাবিয়ান বলেছেন: আহা এবারের বইমেলা অসম্ভব মিস করছি।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮

ঢাবিয়ান বলেছেন: ওহহ বলতে ভুলে গেছি , দারুন সুন্দর ছবিটা । আমাদের গ্রাম বাংলা is the best

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.