![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=কাঠগোলাপের মিহি ঘ্রাণ দেব তোমায়=
একটি বিকেল আমায় দাও যদি, আমি দেব কাঠগোলাপ প্রহর,
আমি চাই ঘ্রাণে মাতাল হোক তোমার মন শহর;
খোলা ছাদে গিয়ে দাঁড়াবে, পাশে ঘেঁষে?
আমি ছুঁয়ে দেখাবো কাঠগোলাপ কী করে সুখে উঠে হেসে!
০২। =রূপ সুন্দরী নয়ন তারা=
বন্ধু আমি হতে পারি, তোমার নয়ন তারা?
বুক পকেটে থাকবো ঝুলে,
সুখে হবে আত্মহারা?
পাতা বাহার হও না তুমি, নয়ন তারা আমি,
বুকের বাড়ী ঘর বানাবো, সইবে এ পাগলামি?
০৩। =রাতের নয়নতারা আমি, রাতের নয়নতারা=
রূপ বিলিয়ে ঝরে গেলাম রাতের নয়নতারা,
আমার উপর এক সমুদ্দুর আঁধার আছে খাড়া;
পাঁচটি পাপড়ি চুপসে যাবে, মিশবো মাটির সাথে,
আসলে ভবে হবে যেতে,
বাঁচা মরা সবই যে আমার আল্লা'র হাতে।
০৪। =সাদা যেন পবিত্রতা শুদ্ধতার চিহ্ন=
সাদা ফুল অথবা সাদা মেঘ দেখলেই মন হয়ে যায় শুদ্ধ,
আহা সেই শুদ্ধতার জন্য দিবানিশি চলে নফসের সাথে কত যুদ্ধ;
তবুও ভুল করে ফেলি, করি অনুতাপ;
পাপ করি আর মনে জমাই ভীষণ সন্তাপ।
০৫। =কী আর দেবো তোমার হাতে তুলে!=
দেওয়ার যে আর কিছু নেই বন্ধু, বেলীই নাও
মনটারে শুদ্ধতার রঙ মাখিয়ে পবিত্র বানাও,
যত দ্বিধাদ্বন্দ্ব ছুঁড়ে ফেলে,
এসো উড়ি প্রেম আকাশে ডানা মেলে।
০৬। =নয়নতারা তোর বুকে মৌমাছি আসে না=
তোর বুকে মধু নেই,তবে তুই সুন্দরী;
তোর ঘ্রাণ নেই তাতে কী, তোর আছে রং
সে রঙে যে মন হারিয়ে যায়,
তুই এমন সহজ সরল থেকে যা বরং।
০৭। =মন আমার সবুজ বৃক্ষ=
দেহ যেন সবুজ বৃক্ষ, মনে ফুটে আছে শিউলী ফুল,
মিহি ঘ্রাণ নাকে টানি সুখ অতুল,
আল্লাহর নিয়ামতে ভরা ফুল ফুল বৃক্ষ তরু লতা,
মন যেন মৌপোকা, প্রজাপতি, হয়ে যায় নিমেষেই
ফুল পাখিদের সাথে কথা।
০৮। মুখে তিতে বুলি অথচ বুকে তোমার প্রেম জমা এক সমুদ্দুর
আমাকে রূপা ভাবো, দাও রূপা রঙের শাড়ী উপহার, চোখ উঠোনে
এনে দাও নিত্য স্বচ্ছ সুখ রোদ্দুর,
তুমি নারকেলও হতে পারো, উপরে শক্ত.....কঠিন জটিল,
ভিতরে স্বচ্ছ জলের মত মন, হয়ো না কখনো কুটিল।
০৯। =বিষাদের গায়ে অভিমানের বিন্দু=
তুমি জানতেই পারলে না বিষাদে হয়ে আছি নীল অপরাজিতার রঙ,
অভিমানের বিন্দু জমে আছে মনে, মন যেন বিষাদের আড়ং
ছুঁয়ে দিলেই যেত ভেঙ্গে অভিমান;
আমার প্রতি বন্ধু, বাড়াও নি ভালোবাসার টান।
১০। =ঝরা ফুলের গল্প=
ঝরা ফুলের গল্প, শুনবে নাকি অল্প
তুমিও যে হবে এমন, নয় এ কল্প;
তুমি আমি একদিন হয়ে যাবো ঝরা ফুল,
মিশে যাবো মাটিতে, অস্তিস্থহীন
পাই না ভেবে কূল।
১১। =পর্তুরাণী এমন তাকিয়ে আছিস যে=
তোর চাই এক আকাশ রোদ্দুর
রোদ্দুর কী তোর প্রেমিক?
রোদ্দুরের স্পর্শ না পেলে তুই
মেলিস না পাপড়ির ডানা;
কী রে রোদ্দুর বুকে নিয়ে বাঁচবি ক'দিন।
১২। =সামনে তোমার আছি দেখো=
রূপ সুন্দরী ডানা মেলে, সামনে আছি দাঁড়িয়ে
মনটা আমার করো আপন মনটা তোমার বাড়িয়ে
মেজেন্ডা রঙ মনের পাপড়ি, ছুঁয়ে যাও হারিয়ে,
মনের যত বিষাদ ব্যথা এখনি দাও তাড়িয়ে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরু ভাইয়া
অনেক দিন পরে আসলেন। কেমন আছেন
বাসার সবাই কেমন আছে?
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
শায়মা বলেছেন: ফুলের এত ছবি!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মোবাইল ভর্তি খালি ছবি আর ছবি। কবে যে খালি করবো
থ্যাংকিউ আপুনি
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৯
জটিল ভাই ২.০ বলেছেন:
সুবহানআল্লাহ্ ♥♥♥
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। । আপনি ২য় আইডি খুলেছেন মারহাবা। যাই হোক নাম চেঞ্জ করেন নাই । ভালো লাগলো
থ্যাংকিউ সো মাচ
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: পুরনো মাল নতুন করে দেখাচ্ছেন!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমনে বুঝলেন। এগুলা ফেসবুকে দিয়েছিলাম গত বছর।
থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৩
এ পথের পথিক বলেছেন: মাশাআল্লাহ্ । সুবগুলোই সুন্দর । ফুল আমার খুব ভাল, কিন্তু পাপড়ি শুকিয়ে ঝরে গেলে কষ্ট লাগে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর। আসলেই । আমি ফুল পেলে, ছবি তুলতে তুলতে শেষ পর্যন্ত রেখে দেই শুকনো পাপড়ি দিয়ে আবার চায়ের ছবি তুলি
ভালো থাকুন পথিক
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৫
এ পথের পথিক বলেছেন: আমার কাছে গাছে আছে কয়েকটা, মাত্র একটা কাঠগোলাপ গাছ খুজছি পাচ্ছি না । বলতে পারেন কিনে নিলেই পারি । না উপহার পাওয়া আর কেনার মধ্যে অনেক ফারাক । যাইহোক ঐ গাছ আপনার হলে আমাকে উপহার দিয়েন ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ছাদ হলে লাগাবো ইংশাআল্লাহ। এখন তো ছোট বারান্দা। সব গাছ লাগানো সম্ভব হয় না। তাও বকা শুনি রোজই। বারান্দা নাকি জঙ্গল বানায় ফেলছি
ধন্যবাদ আপনাকে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: আপনার কবিতার চেয়ে ছবি ভালো।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর ছবি ও কবিতা। আপনাদেরকে বকা দিলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়েছি। আমাদেরকে না, অন্যায়কারীদের, দুর্নীতিবাজদের বকা দিতে হয়।
ধন্যবাদ
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২
স্প্যানকড বলেছেন:
ছবি দেখে ভালো লাগলো। ভালো থাকবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ স্প্যান
আপনার আসল নাম কিতা ভাই?
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
এইচ এন নার্গিস বলেছেন: মন ভালো করে দেয়া ছবি ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১
হোসনে আরা বেগম বলেছেন: লেখা ও ছবি খুবই সুন্দর! মনোমুগ্ধকর!
হাসনাহেনা নিয়ে আরেকটি চাই আপু।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু ইংশাআল্লাহ ছবি তুললে পোস্ট করবো। জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন পাশেই থাকুন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১, ২, ৫, ৬, ৮, ১১ ভালো লেগেছে।