নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সীমার ভিতরে হউক চাওয়া পাওয়া=

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৪



অতিরিক্ত আবেগ ছুঁইলেই তোমার চাওয়া পাওয়ায়
জেনে রেখো বিপদ আসন্ন, হারাতে হবে খেই,
সীমা ছাড়িয়ো না, সীমা ছাড়ালেই
বুঝে নিয়ো তুমি ভেসে যাবে বৈরী হাওয়ায়।

চাহিদার চেয়ে প্রাপ্তি বেশী হয়ে গেলে,
অনুভব করো, আসছে অশান্তি ধেয়ে
অতি আনন্দে ভেসো না, বেশী পেয়ে,
এই যে শুনো ক্ষণস্থায়ী সব,
মুহূর্তেই হতে পারে জীবন এলেবেলে।

অতি সুখ পেয়ে ভুলো যদি অতীত,
বর্তমান দিতে পারে ধোকা,
যা চাও সীমার বাহিরে, পেলেই ভেবো না এ তোমার প্রাপ্য বোকা!
বেশী আনন্দ উপভোগ শেষে কষ্ট এসে দখল নেবে মনের ভিত।

নিজেকে অনায়াসে প্রকাশ করতে চাও তুমি?
যে কোনো উপায়ে, ঠিক কী না,
উল্লাসে উচ্ছাসে বাজাতে চাও মন বীণা,
নির্লজ্জ বেহায়া হলে, দেখলে না লোক কী বলে
সেই করে গেলে গোঁয়ারর্তুমি!

নিজেকে করতে সুখী, ছাড়িয়ো না সীমা কখনো
চাহিদার বেশী পেতে যদি রও উন্মুখ
সীমা পার হলেই জেনে রেখো অপমান খাড়া সম্মুখ
বেশি সুখের পরে বাজাবে ব্যথার সুর হৃদ বেণু।

নির্লজ্জ হিসেবে যদি প্রকাশ পায় তোমার চরিত্র,
বিপদের যে হবে সম্মুখীন, ভেবেছো কী,
তুমি ছড়াচ্ছো সমাজে পাপ, এ ভাবনা মনে দেয় না উঁকি?
নর্দমার কীট হয়ে কেন বাঁচতে চাও, এমন তুমি রও যদি
এই সমাজ কখনো হবে না তোমার মিত্র।
©কাজী ফাতেমা ছবি
১০-০২-২০২৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি বাংলাদেশ ব্যাংকে জব করেন নাকি দুদক? দুইটি প্রতিষ্ঠান পরস্পরের মুখোমুখি হলো কেন?

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২২

এ পথের পথিক বলেছেন: চাহিদা সীমাবদ্ধ করে যা আছে তাতে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলতে আমরা অনেকেই পারিনা । :(
অথচ আমাদের উচিত আলহামদুলিল্লাহ'র চর্চা করা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.