![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বইয়ের ঘ্রাণে মাতাল হাওয়া
আমার মনেও দোলা দিয়ে যায়, আমি অবসর খুঁজি
এক ফালি অবসর আমারও চাই,
তোমরা কতটা স্বাধীনতায় গা ভাসিয়ে বই বুকে আঁকড়ে
সুর উঠাও সুখের আর আমি
তোমাদের সুর কলরব শুনে মুগ্ধ হই, ভালোবাসি বইমেলা।
শব্দের বুননে তোমরা কবিরা বইয়ের পাতায় পাতায়
এঁকে যাও মানুষের জীবন গল্প,
ভালোবাসা প্রেম বিষাদ অথবা বিরহ!
তোমাদের বুকে এত প্রেম এত বিরহ আর এত
শব্দ কোথা থেকে আসে শুনি?
তোমাদের বুকে কী শব্দের সমুদ্দুর
নাকি সাতশত তেরো নদী শব্দ জমা বুকে?
আচ্ছা তোমাদের বুকে এত বিরহ কেনো
বিরহে কাতর যদি না হও
তবে কী কবিতা লিখতে কষ্ট?
অথবা তোমরা দিবানিশি প্রেমে পড়ে যাও
সে শব্দের কবিতা নয়, কোনো গাঁয়ের
অথবা শহুরে মেয়ে কবিতার তাই না?
কত সুন্দর সেজে গুজে তোমরা কবিরা হেঁটে বেড়াও
বইমেলার এ প্রান্তর হতে ও প্রান্তর।
জানো-আমারও ইচ্ছে হয় কবি হই,
শব্দের বীজ বপন করি কবিতার ক্ষেতে
সে ক্ষেতের ফলন হোক ভালো,
কিন্তু দেখো আমার বুকের জমি বড় অনুর্বর
কিছু শব্দ বেমানান, কিছু শব্দ অলীক, কিছু শব্দ অহংকারী
আর কিছু যাচ্ছে তাই আবোল তাবোল পাগল প্রলাপ।
আমারও ইচ্ছে হয় তোমাদের মাঝে থেকে আড্ডা দেই
বইয়ের গল্প করি, বইয়ের পাতা খুলে ঘ্রাণ নেই
অথচ নিরবে কেঁদে উঠি, নেই এক বিন্দু অবসর;
তোমরা কবিরা, তোমাদের জন্য শুভকামনা রইল।
©কাজী ফাতেমা ছবি
১২-০২-২০১৯
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
মায়াস্পর্শ বলেছেন: অনেক ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: অপূর্ব সুন্দর