![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বসন্ত এসে গেছে অথচ রোদ্দুরের আকাশে মেঘ জমেছে। চারপাশে কোকিলের কুহু ধ্বনি আর পাখি কলকাকলিতে কিংবা লোকের বলাবলিতে রোদ্দুর জানতে পারে বসন্তের খবর। কিন্তু রোদ্দুরের মনবৃক্ষতে রক্তিম ফুলেরা হেসে উঠেনি আজো। মনের শাখে ফুটেনি শিমুল অশোক!!
সেই কবেই দেরাজে তুলে রেখেছে সে বসন্তের শাড়ি। বসন্ত রংয়ের শাড়িতে পলাশ রঙের ছোঁয়ায় যেনো পুরো রঙ বসন্ত গড়াগড়ি খাচ্ছে। শাড়ির ভাঁজে ভাঁজে ন্যাপথালিন প্রেম করছে বছর জুড়ে। বসন্ত শাড়ি ন্যাপথালিনের ভালোবাসার সুঘ্রানে মেতে থাকে দেরাজের কোণায়। থাক ওরা একে অপরকে ভালোবাসায় জড়িয়ে। ওদের ভরা বসন্ত চলছে। রোদ্দুর তাতে বাগড়া বাঁধাবে না।
ওরা মনের আনন্দে বসন্তের গান শুনছে, মনে ওদের বসন্তের ছোঁয়া লেগেছে। চঞ্চল মন ওদের লুটোপুটি খাচ্ছে বসন্ত আগমনে। অথচ রোদ্দুরের চোখের কোণে বর্ষাকাল এসে বাসা বেঁধেছে। দু'চোখ জড়িয়ে ধরে আছে রোদ্দুরকে বসন্তের দিকে নজরই দিতে দিচ্ছে না এ কেমন প্রহেলিকা।
রোদ্দুরের মনে নেই আজ কাব্যের পাহাড়, না আছে সুর না আছে ছন্দ। বর্ষার ঘুনপোকা চোখে ঢুকে কেটে কেটে জলের বাঁধ ভেঙ্গে দিয়েছে। নিকষ আঁধারে রোদ্দুর চুপটি বসে থাকতে ইচ্ছে। কিন্তু সে সাধ্যিও তার নেই। উৎসুকরা তাও করতে দিবেনা রোদ্দুরকে।
যুগ যুগ যায় চলে রোদ্দুর বসন্তের ছোঁয়া পায়নি.. অপেক্ষাতে প্রহর গোনেও তবু মনের অথৈ-এ বসন্ত নেয়নি ঠাঁই ।
রোদ্দুরের খুব ভালেঅবাসে বসন্তকে কিন্তু বসন্ত রোদ্দুরকে ঠেলে দূরে সরিয়ে রাখে। না জানি কবে আসবে সেই শুভদিন। কবে বসন্ত তাকে আপন করে নিবে!!
তার খুব ইচ্ছে হেরে গলা ছেড়ে দিয়ে গান গাইতে... বসন্ত এসে গেছে কিংবা
আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায়.....
ছন্দ নেই তবুও রোদ্দুর লিখে যায় আনমনে.....
বসন্ত তুমি এসো মনে
সুর তুলো ঝড়ের আলোড়নে
রাঙ্গিয়ে দিতে আমায় রঙে
লালরঙ শাড়ি জড়িয়ে অঙ্গে।
পলাশ শিমুল কৃষ্ণচূড়াতে
রোদ্দুরের মন রঙে ভরাতে
এসো বসন্ত অন্তর ছুঁয়ে ছুঁয়ে
রুক্ষতা সব নিয়ে যাও ধুয়ে।
রোদ্দুরের মনে কখনো বসন্ত আসেনি। সবার বসন্ত বরণ দেখে সে খুশি থাকে। তবে বাসন্তি শাড়িটি হয়ত রোদ্দুরের অপেক্ষায় থাকবে রোদ্দুরের গায়ের ছোঁয়া পেতে।
রোদ্দুর ভেবে রেখেছে বসন্ত বরণের পরের দিন ভালোবাসা দিবসে সে টকটকে লাল জামদানি পড়বে... ভাবনা আর বাস্তব সম্পূর্ণ ভিন্ন। ব্যস্ততা হয়ত অপেক্ষায় আছে রোদ্দুরের ঘাড়ে চড়ার জন্য।
কে জানে কি হয়?
©কাজী ফাতেমা ছবি
১৩-০২-২০১৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: খুবই সুন্দর !!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৩৬
অধীতি বলেছেন: বাসন্তী শাড়ি কিন্তু ভোরের সূর্যের মত কোমল এবং সন্ধ্যার সূর্যের মত করুণ। কি সুন্দর করে লিখেছেন। আগে বসন্ত আসতো ১৩ তারিখ এখন বাংলা একাডেমি নিয়ে আসছে ১৪ তারিখে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ আগে তের তারিখই ছিল
তের তারিখেই ফাগুনের বহু কবিতা লিখা আছে ফেসবুকে
থ্যাংকিউ সো মাচ অধীতি
ভালো থাকুন
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
এ পথের পথিক বলেছেন: বসন্ত আসলেই গাঁ ঘিন ঘিন করে আমার । বেহায়া ছেলে মেয়ে গুলা অশালিন কর্মকান্ড করে বেড়ায় । খুব খারাপ লাগে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। আমার কখনো এই দিনে বাহিরে যাই না। আলহামদুলিল্লাহ
থ্যাংকস ভাইয়া
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আমি শুধু একবার একটা বসন্তের শাড়ী কিনেছিলাম। কলা পাতা কালারের শাড়ীটা আমার যে পছন্দ হয়েছিল! সেজেগুজে যখন আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আমার নিজেকে এত সুন্দর লাগছিল নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।
ছবি আপু আপনাকে বসন্তের শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এখন পরেন না।
আমরা অফিসে সবাই মিলে শাড়ি পরি। আজ পরতে পারিনি। শরীর ভালো না । জ্বর সর্দি
থ্যাংকিউ সো মাচ আপু
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
গেঁয়ো ভূত বলেছেন: সুন্দর!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০১
সামরিন হক বলেছেন: বসন্ত থাকুক সারা মন জুড়ে সারা বছর ধরে ।
শুভেচ্ছা রইলো ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু। শুভ বসন্ত।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০০
প্রত্যাবর্তন@ বলেছেন: গদ্য কিংবা পদ্য - দুক্ষেত্রেই আপনি সব্যসাচী বলা যায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য । অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল। ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৪
জুল ভার্ন বলেছেন: ব্যাখ্যাতীত সুন্দর!