নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=খোকাদের ভালো চাইলেই ক্ষেপে যায়=

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮



এ কেমন পৃথিবী আমার,
এ কেমন মোহাবেশ ছড়ানো চারপাশে ঘূর্ণি
এ কেমন পরিস্থিতি এসে দাঁড়ালো সম্মুখ,
ভালো কিছু বললেই সময় টুটি চেপে ধরে!

মুরুব্বি, উপদেশ, আদব, লেহাজ হারালো কই,
সম্মান, ভয়হীন আদেশের বাণী
কথার ফুলঝুরি সবই যেন অলীক,
যায় না আর ছোঁয়া!

এ কেমন বিতিকিচ্ছিরি সময়
যে সময়ের বুকে প্রজন্ম'রা উড়ায় মোহ ফানুস
নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যত চিন্তা
সব অতীতে রেখে এরা চোখ রাখে অলীক স্বপ্নপুরি।

হাতের আঙ্গুলে উঠে আসে যুদ্ধ বিগ্রহ
ঠুসঠাস গোলাগুলি, মুঠোফোনের স্ক্রীণে
চোখ রেখে কেটে যায় অনন্ত প্রহর,
অন্ধকার ঘরে বসে এরা স্বপ্ন বোনে গেমের ক্ষেতে।

এ কেমন নেশা আসক্ত ওরা,
দিনের আলো সয় না তাদের চোখ,
অন্ধকার ঘরে গেমের নেশায় কেটে যায় মূল্যবান প্রহর
বইয়ের পাতায় আর দেয়া হয় না উঁকি।

যায় না বলা কিছু, ঠোঁট হতে ছুটে আসে তিতে কথার বান
নিজের ভালো না বুঝা প্রজন্ম
মেরুদণ্ডহীন হয়ে বেড়ে ওঠে হবে হয়তো সমাজের বোঝা,
হায় মুঠোফোন, হায় গেমের নেশা
কেড়ে নিলি সাফল্য মেধা মনন আর
কেড়ে নিলি সামাজিক বন্ধন।
©কাজী ফাতেমা ছবি
১৬/০২/২৪

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: নাহ আপু। এই প্রজন্মকে আপনি বুঝতে ভুল করছেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ভুক্তভোগি। আশে পাশে অথবা কলিগদেরও এই এক সমস্যা :(

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫

আরোগ্য বলেছেন: কলকাতায় একটা মুভি হয়েছে হাবজি গাবজি নামের ওটার এক্সপ্লেনেশনটা আধা ঘন্টা দেখলে গেমস খেলার ভয়াবহতা বুঝা যায়। দারূণভাবে ব্যাধিটা তুলে ধরা হয়েছে।

কবিতায় বাস্তবতার বহিঃপ্রকাশ ঘটেছে।

#ঢাবিয়ান ভাই মন্তব্যটা পরিস্কার করলে বুঝতে সুবিধা হতো। ঝড়ে বক প্রজন্ম in the long run নানা অভ্যন্তরীণ ক্ষতির সম্মুখীন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আমি তো ভুক্তভোগী । করোনা কালীন হতে এই রোগ বাড়ছে। আসক্ত হয়ে গেছে।

ধন্যবাদ আপু
ভালো থাকুন

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সমসাময়িক বিষয় ফূটে উঠেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৪

হোসনে আরা বেগম বলেছেন: এই প্রজন্মকে নিয়ে অনেক আশা ছিল। তারুণ্য, উদ্যম, সংস্কৃতিবোধ, নৈতিকতা- সবই যেনা হারিয়ে যাচ্ছে এদের থেকে।
আপনার কবিতায় সুন্দর এসেছে সব

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু ভুক্তভোগী
মোবাইল ছাড়া বাচ্চারা কিছুই বুঝে না

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৮

এ পথের পথিক বলেছেন: আপনার পোস্ট দেখে একটি প্যারদি গানের কথা মনে পড়ল আশা করছি দেখবেনঃ মোবাইল আসিলো কি দোলা লাগিলো পড়ালেখায় ও মন বসে না
ভাল লাগবে :)

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিস হতে এসব লিংক দেখতে পারি না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.