![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নীলে নীলে ঘেরা জীবন
নীলের মাঝে হারিয়ে যাই
মনের মাঝে নীলের সাগর
নীলে ভেসেই শান্তি যে পাই!
নীলে নীলিন হয়ে আমি
নীলাকাশে শূন্যে ভাসি
নীলের ছোঁয়ার শিহরণে
মনে কষ্ট, ঠোঁটে হাসি।
নীল শাড়িতে অঙ্গ ঢেকে
বেদনা সব লুকাই তাতে
নীল ছাপের এ শাড়ি আমার
চেপে ধরে কেন্ আঘাতে!!
নীলের রাজ্যে ঘুরিফিরি
শান্তি খুঁজি নীলের মাঝে
চোখের পাতায় নীলচে কাজল
নীল যতনে বুকের ভাঁজে।
কানে দোলে নীল রঙের দোল
গলায় যে নীল পাথরের হার
নীলের ছোঁয়ায় হাতের চুড়ি
নীলে পুড়েই হবো ছারখার।
নীলের ব্যথা নগ্ন পায়ে
হাঁটতে থাকি নীলের পথে
নীলে নীলে নিঃশেষ আমি
উঠে বসব নীলচে রথে।
অথৈ নীলে ডুবব আমি
টেনে তুলবে কেরে আমায়
শান্তি খুঁজে অবশেষে
নীলের পথেই সময় থামায়।
ধীরে ধীরে যাচ্ছি ডুবে
নীলচে জলের মধ্যিখানে
শীতল হবো বিষের জলে
যাচ্ছি চলে নীলের টানে।
©কাজী ফাতেমা ছবি
১৭-০২-২০১৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মশি ভাইয়া
ভালো থাকুন
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৮
কামালপাশা২য় বলেছেন:
ব্যাংকগুলোর তারল্য ক্ষমতা কেমন বলে আপনার মনে হচ্ছে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব বিষয়ে আমার জ্ঞান নাই।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
সামরিন হক বলেছেন: নীল শুভেচ্ছা তাই নীলের পক্ষে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সামরিন আপু
ভালো থাকুন
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: নীলে সাথে সাদার মিল
চমৎকার আপনার দিল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১
এ পথের পথিক বলেছেন: নীলের মাঝে হারিয়ে গেলুম মনে হল ।
-------
উরি উপরে দেখি কামার পাশা এসে গেছেন আমার আগে । শুরু হয়েছে দাদুর কমেন্ট যুদ্ধ ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ পথিক
হ্যাঁ এসে গেছেন এসেই শুরু করেছেন। আর এক কুতুব আছে আজাইরা কমেন্ট করতেও পারে
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
শায়মা বলেছেন: হা হা আপুনি নীলে নিলীন!!!
বিলিন হলে ভালো হত না বেশি!!!
তবে নিলীন শব্দটা বিলিনের চাইতে সুন্দর!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকো
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
নকল কাক বলেছেন: নিলীন শব্দটা বিলিনের চাইতে সুন্দর, সহমত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০২
হোসনে আরা বেগম বলেছেন: নীলে নীলে দারুণ কবিতা। হৃদয়ের গভীরে স্পর্শ করে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হোসনা আপু
ভালো থাকুন
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৬
নতুন নকিব বলেছেন:
"নিলীন" শব্দটা আগে লক্ষ্য করিনি। সুন্দর কবিতা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা আফা।![:D](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_05.gif)