নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চাহিদার আর হয় না ইতি=

১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪০


যতই সুখ হাতের নাগালে আসে, চাহিদা বেয়ে ওঠে... উঁচু সিঁড়ি
যেটুকু পেলে অন্ততঃ হওয়া যায় সুখি, তবুও আরও চাই
চাই মোহ পাহাড় গিরি,
বাড়ী হলে বলি মনে মনে, একটা গাড়ী হলে হয় না মন্দ;
না পাওয়ার হাপিত্যেশ আহা শুদ্ধতার সাথে বাড়ে দ্বন্দ্ব।

নাম পেয়েছি সমাজে এবার বাড়াতে চাই গুরুত্ব
খ্যাতি, প্রশংসা আরও অর্থ করতে চাই করায়ত্ব,
নিজের স্বার্থ হাসিলে হিংসা বাড়াই, বাড়াই ক্রোধ
চাই মানুষ সালাম ঠুকুক, বাড়ুক আরও সম্মানবোধ।

কেউ ভরে দিক কড়ির থলে, অর্থের প্রতি কী দুর্নিবার আকর্ষণ!
বুকের দেয়ালে রোজ রোজ চাহিদার সেকী বর্ষন!
ইচ্ছে করে ছিনিয়ে আনি সব, সব নিজের করে ফেলি
হয়ে উঠি শকুন পাখি, স্বার্থের আকাশে ডানা মেলি।

আমি মানুষের কাছেই হাত পাতি মনে মনে
মানুষের মন জয় কেমন করে করি, ভাবি নির্জনে
অন্তরে জ্বালা কারো চেয়ে আরও হতে চাই ধনী,
খুঁজি কোথায় রাখা, কার কাছে পাবো অর্থের খনি।

তোষামোদ করতে নেই আমার জুড়ি,
তেল মেরে তার মন আকাশে উড়াতে চাই স্বার্থের ঘুড়ি,
কত অনুনয়, বিনয়ে দাঁড়াই মানুষ নামের ক্ষমতার কাছে
ভাবি আমায় রাখতে ভালো, দিতে আরও সুখ, ক্ষমতা তারই আছে।

অথচ গিয়ে দাঁড়াই না মহান রবের দয়ার ছায়াতলে,
তাঁর কাছে চাই না, অল্পতেই যেন দেন তুষ্টি মনে,
মানুষের কাছে হাত পেতে উপেক্ষা পাই, সব তোষামোদ যায় বিফলে
রব তো অপেক্ষায় থাকেন, তাঁর কাছে চাইবো বলে।

তাঁর কাছে রাখা আছে স্নেহ, ভালোবাসা, বেঁচে থাকার অর্থ কড়ি
তিনি তো চান না কখনো বিনিময়, চাই না তাঁর কাছে, মনে অহম গড়ি,
যা আমার নয়, ছিল না, হবেও না তা পাবার কী দুঃসহ চেষ্টা,
সবর নেই মন ছুঁয়ে, কেবল আমার চাই আরও আরও,
মনে পাওয়ার প্রবল তেষ্টা।

পূর্ণতার উঁচু সিঁড়িতে দাঁড়িয়ে উঠতে চাই উপরে আরও,
অল্পতে তুষ্ট না থাকার যন্ত্রণা কুরে কুরে খায়, হয়তো তাই
বিষাদের রঙ হয় আরও গাঢ়,
ভীষণ ক্লান্ত এবেলা, নিজেকে পরিবর্তন আর যাবে কী করা
মনকে প্রশ্ন করে থেমে যাই, এভাবেই জীবন ক্ষেতে আমার
হলো বিষণ্ণতার খামার গড়া।
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অল্পে তুষ্ট থাকা অনেক আনন্দের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.