নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্নিগ্ধ প্রহর আমার, আটকে থাকে স্মৃতিঘরে=

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০০


কিছু স্নিগ্ধ প্রহর স্মৃতির ঝুলিতে বন্দি রাখি,
শহরের ক্লান্তি যখন ঝাপটে ধরে,
যখন বিষাদ ব্যথা আঁকড়ে ধরে আমায়,
স্বস্তি শান্তি দিয়ে যায় ফাঁকি
ঠিক তখনি উঁকি দেই স্মৃতিঘরে,
মুহুর্তেই সময় পরিণত হয় সুখ কাব্যনামায়।

হিম সকালের দূর্বাঘাসে আটকে থাকা শিশির কণা,
ঝুঁপঝাঁড় লতাপাতায় স্নিগ্ধতার ফোঁটা
ধূলোবালি শুয়ে যখন থাকে মাটির বিছানায়
আহা কী সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, এমন দেখে ক'জনা!
ঝরে পড়া ফুলেরা দূর্বাঘাসে, কত যে সুখ হয় লোটা;
ভাসি তখন একাকি, মুগ্ধতার নায়।

ভিজে যায় পায়ের পাতা, গায়ের জামা শিশিরের ছোঁয়ায়
পাতায় পাতায় থিরথির হাওয়ার কাঁপন,
পুকুরের জলে আবছা এসে পড়ে সূর্যের আলো
জলের আয়নায় আকাশ সূর্য নিয়ে মাথা নোয়ায়,
এই যে প্রহর, এই ঘাস লতা পাতা শিশির, সবই লাগে আপন;
রাতের ক্লান্তিগুলো ধুয়ে মুছে, সময়টা হয়ে যায় ভালো।

মুগ্ধতার আবেশে জড়ানো জীবন আমার, এখানে ক্লান্তি নেই
যতটুকু সুখ সম্মুখে এসে দেয় ধরা, নেই আঁচলে কুঁড়িয়ে
রেখে দেই সন্তর্পণে স্মৃতির ঝুলিতে অল্প অল্প;
একটা জীবন শুধু আমার, আলহামদুলিল্লাহ্ কেটে যায় আনন্দেই
বিধাতার দেয়া চোখ, অনুভূতির দোর খোলা রেখে, নিই মন জুড়িয়ে,
এই তো বেঁচে থাকা আর মুগ্ধতা আঁকড়ে ধরার নিত্য নৈমিত্তিক সুখ গল্প।
©কাজী ফাতেমা ছবি
১৩-০৩-২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০২

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতার আবেশে জড়ানো জীবন আমার, এখানে ক্লান্তি নেই
যতটুকু সুখ সম্মুখে এসে দেয় ধরা, নেই আঁচলে কুঁড়িয়ে
রেখে দেই সন্তর্পণে স্মৃতির ঝুলিতে অল্প অল্প;
একটা জীবন শুধু আমার, আলহামদুলিল্লাহ্ কেটে যায় আনন্দেই
বিধাতার দেয়া চোখ, অনুভূতির দোর খোলা রেখে, নিই মন জুড়িয়ে,
এই তো বেঁচে থাকা আর মুগ্ধতা আঁকড়ে ধরার নিত্য নৈমিত্তিক সুখ গল্প।


-এই তো বেঁচে থাকা। এই তো জীবন। আমাদের অতি সাধারণ জীবন। এভাবেই কেটে যায়। ধাবিত হয় অস্তপাড়ের দিকে। শেষ বিকেলের নুয়ে পড়া সূর্য্যের মত। ক্রমেই তেজহীন। আলোহীন। দীপ্তিহীন। ক্ষয়িষ্ণু ক্রমশঃ।

সুন্দর কবিতা। ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভাইজান
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

সাইফুলসাইফসাই বলেছেন: খুব ভালো লাগলো কবিতা

১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৩

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার বর্ননা ।

১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নার্গিস আপা
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.