| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কী শান্ত ধীর পায়ে হেঁটে রহমতের মাস চলে যায় ঐ,
যায় চলে রমজান দিয়ে ঈদ আনন্দ হইচই,
দীর্ঘশ্বাসের লহর বুকে
তারে কাছে রাখতে, দাঁড়াতে পারবো না রুখে।
সে যায় আপন মহিমায়, সে যায় হাজার মুমিন কাঁদিয়ে
যে যায় রহমত মাগফেরাত, নাযাত আর শত পূণ্য দিয়ে,
দ্রুত চুপচাপ নিরবে তার প্রস্থান
রবের মনোনীত সে নিয়ামতের সুলতান।
আবার পাবো কিনা ফিরে তারে কাছে কে জানে
রব দিলে হায়াতে তাইয়িবা দান,
ফের ভাসবো তার নিয়ামতের বানে
তার অপেক্ষায় রাখবো সাজিয়ে হৃদয় ময়দান।
মাহে রমজান তো রবের রহমতে পূর্ণ
নেক দিলে করলে পালন শত পাপরাশি চূর্ণ,
রমজান বৃক্ষে ফুটে ফুল পুণ্যি, ফল তার ঈদ,
সেতো রবের দয়া....সে সুখানন্দে ভরে দেয় হৃদ।
চলে যায় সে আমাদের ছেড়ে, ফিরে আসবে বলে আবার,
খুব আশা রাখি, নেক হায়াত পেলে তার কাছে ফিরে যাবার,
শয়তানটা তো ছিল বন্দি
সেকী তোড়জোড় তার বাইরে বেরোনোর ফন্দি।
রমজান সে এসেছিল, পাপ ক্ষমা করিয়ে নেয়ার জন্য
পাপ করেছেন মাফ কী রব! কতটুকু পুণ্যিতে হয়েছি ধন্য,
কতটুকু পেরেছি নিজকে করতে শুদ্ধতায় পূর্ণ,
জানতে ইচ্ছে হয়, পাপগুলো রবের দয়ার বলে হলো কী না চূর্ণ!
সে চলে যায়, রয়ে যায় আফসোস মনে
সুযোগ হারিয়ে না যেন কাঁদি বসে নির্জনে,
অপেক্ষায় রইলাম ও রহমতের মাস, আসিস ফিরে আমাদের মাঝে,
রবের ক্ষমা যেন পাই, সে আকাঙ্খা সাজিয়ে রাখি বুকের ভাঁজে।
©কাজী ফাতেমা ছবি
১০-০৪-২০২৪
২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২|
২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:২২
নতুন নকিব বলেছেন:
চলে যায় মাহে রমজান, স্মৃতির পাতায় তবু রয়,
রহমত, মাগফেরাতের ধারা হৃদয়বাগে বয়।
পাপের গ্লানি ধুয়ে দিয়ে আনে শুদ্ধতার পরশ,
ফেরার আশায় প্রহর গুনি, হৃদয়ে জাগে আলোর হর্ষ।
নেক আমলের দোয়া করি, খুলুক রহমতের দ্বার,
আবার আসবে মাহে রমজান, আনবে করুণা অপরিসীম অপার।
ততদিন হৃদয়ে রাখি তার স্মৃতি, চলি নেকির পথে,
রবের দয়ায় আশার প্রদীপ, জ্বলি অন্তরের গভীরে যথার্থতে।
২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশআল্লহ কী সুন্দর
জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন
৩|
২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ছোট বেলায় ঈদের চাঁদ উঠলে আমাদের মসজিদে একটা গজল গাইত,
ফুরিয়ে এলো রমজানের ওই মোবারক মাস, আজ বাদে কাল ঈদ তবু মন করে উদাস,মন করে উদাস।
এই গজলটা শুনলে মনটা খুব খারাপ হত এই ভেবে যে রমজান মাস শেষ হয়ে গেছে।
২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের মত ঈদের আনন্দ খুঁজে পাওয়া যায় না
শহরে তো খেয়ে দেয়ে ঘুম । তাও গ্রামে কিছুটা আনন্দ হয়।
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ভাইয়া
৪|
২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৩
নকল কাক বলেছেন: সুন্দর কবিতা
২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস কাক
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: এত সুন্দর লেখা খুব ভালো লাগলো