![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কোন সে উন্নয়নের পথে হাঁটছি বলো
এই গিঞ্জি শহর কি বাসের অযোগ্য নয়?
শূন্যে ভাসমান রাস্তা-নিচে রাজপথ
তবু কি থেমে আছে যানজট কিংবা দুর্ঘটনা?
দৌঁড়ের জীবন-
টেক্কা দিতে গিয়ে ওরা কেড়ে নেয় রোজ রোজ কত প্রাণ!
সাঁই সাঁই বেগে ছুটে আসা দৈত্যগুলো-হাওয়ার বেগে বলে উঠে.......
সামনে থেকে সরে খাড়া, নইলে মেরে দেবো
থেতলে দেবো-রাজপথ করে দেবো রক্তাক্ত!
এই যেনো ওদের অঙ্গিকার!
সরলে সর-নইলে মর।
হেল্পারগুলো ড্রাইভার হয়ে ক্ষমতা খাটায়
ওভারটেক করে নিয়ে যায় গাড়ী সম্মুখে:
আর কথা ছুঁড়ে হাওয়ায়, এ আমার পঙ্খীরাজ ঘোড়া যে;
চাকার তলায় কে পড়লো, কে বা মরলো,
তাতে আমার কী!
এই শহরের রাস্তায় চলমান বাসগুলো যেনো মুড়ির টিন
বাসগুলোর চোখে অশ্রু,
ওরা কান্না করলেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।
ওদের গায়ে শত হাজার কাঁটাছেঁড়ার দাগ
ওদের চোখের পর্দাগুলো ফেটে চৌচির
কি ভয়ংকর ওদের পুরো দেহ-
তবু ওরা দাপটে পথ চলে
পিষে দেয় মানুষ, কেটে নেয় মানুষের হাত
থেতলে দেয় দেহ মানুষের-
ওদের পায়ে দানবের শক্তি আর
ওদের যারা চালায় তাদের দম্ভ যেনো আকাশচুম্বি
কেউ কিছু করতে পারবে না এমন মনোভাবে
ওরা ছুটে চলে পথ হতে পথে, শহর হতে বন্দরে,
ওদের থামায় কে?-কেউ নেই এখানে, এই শহরে!
©কাজী ফাতেমা ছবি
০৬-০৪-২০১৮
অট: এবার এক্সিডেন্টে অনেক মানুষ মারা গেল। এক বাপ হাসপাতালে যাবে, তার প্রথম সন্তান ভুমিষ্ট হয়েছে। যাওয়ার পথেই হুন্ডা এক্সিডেন্টে মারা গেল। সন্তান দেখল না তার বাবাকে, বাবাও দেখে যেতে পারলো না সন্তানের মুখ। আরেক জায়গায় স্বপরিবারের নিহত হয়েছে এক্সিডেন্টে। কান্না করারও কেউ রইলো না তাদের।
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইজান। ভালো থাকুন
২| ০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৯
সামিয়া বলেছেন: হুম খবর গুলো দেখেছি, অনেক কষ্ট।
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবার জানমালা হিফাজতে রাখুন
ধন্যবাদ আপু।
৩| ০৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২০
সাইফুলসাইফসাই বলেছেন: মর্মান্তিক ঘটনা
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম দুর্ঘটনা মানেই মমান্তিক
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
আল্লাহ আমাদের জানমাল হিফাজত করুন
৪| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪১
নতুন নকিব বলেছেন:
প্রতিটি দুর্ঘটনা হৃদয় বিদারক।
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
জাজাকাল্লাহ খইর ভাইয়া
৫| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২১
শায়মা বলেছেন: প্রতি বছর ঈদের ছুটিতে ভয় হয় এবারও কতগুলো প্রাণ দূর্ঘটনায় যাবে এই কথা ভেবে....
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁআপু, হুন্ডা এক্সিডেন্টই হয় বেশী। তাছাড়া ছুটিতে ঘুরতে গিয়ে মাইক্রোবাস। ভয়ংকর অবস্থা।
৬| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৫৬
নকল কাক বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের জান মাল হিফাজত করুন
৭| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৩:৩৮
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ঈদ মুবারক
৮| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৯| ০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১২
কাঁউটাল বলেছেন: কবিতা ভাল হইছে
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৯
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।