![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=মন রাখো সাদা ফুলের মত পবিত্র=
যত কুঠিলতা দূর করো, মন করো সাদা নয়নতারার মত,
তুমি হতে থাকবে দূর দুঃখ যত।
০২। =মন করে নাও সাদা=
হিংসাগুলো করো দূর
মন উঠোনে করবে বিরাজ স্বস্তির রোদ্দুর;
মানবিক হও, কর্মে ছড়াও আন্তরিকতার ঘ্রাণ;
ভালোবাসো মানুষ, রবের ইবাদতের প্রতি বাড়াও টান।
০৩। =সাদাকে ভালোবাসো=
সফেদ কাপড়ে সেজে অনন্ত যাত্রায় রাখতে হবে পা;
মন যদি শুদ্ধ রাখো, পাবে রবের কৃপা;
ভালোবাসা সাদা, মন করো সাদা;
দুনিয়ার সুখকেই করো না আপন, দুনিয়া তো এক ধাঁধা।
০৪। =মন হউক তোমার বেলী ফুল=
মিহি সুরে কথা বলো, মন হউক শুভ্র মেঘ যেমন;
প্রেমের ঘ্রাণ ছড়াও মনে, সুখে করে দাও আনমন;
তুমি বেলী ফুল হও, আমি সবুজ পাতা
আমি কলম, তুমি হও কবিতার খাতা।
০৫। =সাদা টগরের মত মন হতে পারে না=
কিছু হিংসা লুকিয়ে রাখো, বুঝতে পারি;
আমায় কিছু দিতে গেলেই দীর্ঘশ্বাস শুনি কান পেতে
মন কেন ক্যাকটাস বাপু; চাই না বাড়ী গাড়ি;
খোপায় তুলে দাও টগরের মালা গেঁথে।
০৬। =পাশাপাশি থাকো=
ফুল হয়ে ফুটো, পাশে থাকো,
ডানা মেলো সুখে, মন ক্যানভাসে একটা সুখ ছবি আঁকো;
মন কেন তোমার ঘুরঘুট্টি অন্ধকার;
এতসব হম্বিতম্বি, মনের সাথে মনের বিবাদ, সব বেকার।
০৭। =বেলীর ঘ্রাণে মাতাল হতে চাও=
থেকো না বসে ঘরের কোণে;
যেয়ো না মনে হিংসার বীজ বোনে;
বারান্দায় চলে এসো, বেলীর ঘ্রাণ নেবে নাকে টেনে?
আমি প্রিয় তোমার, নাও না মেনে।
০৮। =মনকে রেখো না নর্দমার মত কালো=
মন হউক শুদ্ধ সুন্দর, মন হউক বেলী ফুল;
মনদানীতে রেখো এক গুচ্ছ বেলী, তাতে সুখ অতুল;
ভালোবাসার জল ছিটিয়ে দিয়ো;
আমি তোমার বেলী হতে চাই প্রিয়।
০৯। =মন আফোটা কলি=
ভালোবাসোনি তাই
মন আফোটা কলি;
তুমি সুখ করেছো ছিনতাই;
কী দুর্দশা মনের জানো কী;
বিষণ্ণতার ধুলো উড়ে মনের অলিগলি।
১০। =ভালোবাসা না পেলে মন শুকিয়ে যায়=
যদি ভালোবাসো তবেই মন তাজা;
আমি রাণী হলে তো তুমি রাজা;
মন দানিতে তুলে রাখো বিষাদ রঙা ফুল;
ফুল হলো না আজও তোমার যত ভুল।
১১। =শুভ্রতার স্পর্শ লাগুক তোমার মনে=
মন হয়ে উঠুক তোমার একটা সাদা গোলাপ
তুমি ফুল হয়ে ফুটো মনের শাখে;
ভালোবাসার স্পর্শে দুলতে চাই হরদম
প্রেমের ঝড় তুলো আজ হৃদয় বাঁকে।
১২। =হাসনা হেনার ঘ্রাণে মাতাল হও না=
এই যে হাওয়ার তোড়ে ভেসে আসে ঘ্রাণ
হও না মাতাল, সুখে মন হয় না আনচান,
মুঠোফোনেই রাখলে চোখ;
কোন সৌন্দর্যই তাই এসে দাঁড়ায় না
তোমার সম্মুখ।
১৩। =ভেজা গোলাপের শুভেচ্ছা=
আলতো ছুঁয়ে দাও মন, উপহারে দেব ভেজা গোলাপ
ভাবছো এ পাগলের প্রলাপ!
ফুল ভালোবাসো না, কেন বাসো না ভালো;
ফুল ছড়ায় মনে সুখের আলো।
১৪। =মন রাখতে পারি না সাদা=
হিংসা এসে হয় জড়ো, মন হয়ে যায় অন্ধকার মেঘ;
মনে ঈর্ষার আলো, চোখে ঝরে আবেগ;
মন হয় না আর সাদা ফুলের মত;
মন উগ্র, আগ্নেয়গিরি, রাগে ক্রোধে;
কেউ যে মন করে রেখেছে ক্ষত।
১৫। =সাদা ফুল দিয়ো উপহার=
সাদা বেলী দিয়ো, দিয়ো জুঁই শেফালি
দিয়ো উপহারে চাঁদ এক ফালি;
দিয়ো সাদা গোলাপ, বকুল
হাসনা হেনা, নয়নতারা;
ফুল দিয়ো উপহারে প্রিয়;
ফুলে সুখ আনে মনে অতুল।
০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন
২| ০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৯
এ পথের পথিক বলেছেন: ছবি গুলা দেখে মনে হচ্ছে সব নিয়ে চলে আসি
০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসেন। ধন্যবাদ পথিক
ভালো থাকুন
৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
কামাল১৮ বলেছেন: সমাজে সাদা মনের মানুষ খুব কম।
০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য
ধন্যবাদ আপনাকে
৪| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৭
করুণাধারা বলেছেন: ফুলের ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়। ছবিগুলো খুব সুন্দর হয়েছে। বেলী আমার প্রিয় ফুল।
০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ যেন আমাদের মনটাও এমনসাদা ফুলের মত করে রাখেন। ধন্যবাদ আপু
ভালো থাকুন
০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়বাম
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৫
সাইফুলসাইফসাই বলেছেন: সাদা ফুল আমার পছন্দ- নজরে পড়ল পাই মনে আনন্দ!