নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এইতো জীবন=

০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০


অভিমানগুলো আর জমিয়ে রাখি না,
যে অভিমান কী দিন কী রাত
পীড়া দেয় অনবরত,
সে অভিমান কবিতার শব্দে ছুঁড়ে ফেলি।
আহ্লাদি আবেগ বুকের বামে জমা নেই আর,
অলস সময়গুলো আর ভাবনার বেড়াজালে
ছেড়ে দেই না,
কী লাভ কষ্টের জালে আটকে থাকি!
-
বুকের বামে আর পুষি না কষ্ট
খুঁজি না সুখে থাকার লাগি পথ ভ্রষ্ট,
যেটুকু সুখ প্রাপ্যতা আমার, থাকুক
অযথা প্রত্যাশার বুকে মুখ লুকিয়ে
কাঁদি না, চাই না এখানে কেউ আমায়
মনে রাখুক।
-
যাক না সময় আমায় নিয়ে, যেখানে ইচ্ছে
সুখ থাকুক সেখানে, অথবা দুঃখ
কপাল ছুঁয়ে থাকুক বিষণ্ণতা,
ঠোঁট ছুঁয়ে থাকুক মৃদু হাসি,
দাঁত জুড়ে থাকুক শুভ্রতার রঙ শুদ্ধতা,
দু'চোখে থাকুক বিষাদ, অথবা বিষ্ময়,
কিংবা মুগ্ধতা,
যা ইচ্ছে হোক তাই'ই!
আমি মেনে নেবো সব প্রাপ্তি,
চাহিদার কপালে এঁকে দিলাম দাঁড়ি,
এইতো জীবন, এই তো বেঁচে থাকা।
©কাজী ফাতেমা ছবি
০৮-০৪-২০১৯

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৫

এইচ এন নার্গিস বলেছেন: এই ভাবে বিশ্ব জগৎ দেখতে আর ভাবতে খুব ভালো লাগে ।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশি ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৫

অরণি বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অরণি আপু
ভালো থাকুন

৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১১

জুল ভার্ন বলেছেন: কষ্ট পোষা একধরণের বিলাসিতা।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু কষ্ট তো যায় না। পোষা লাগে না । অটো আইসা পড়ে

ধন্যবাদ ভাইয়া

৫| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১১

অপলক বলেছেন: ভালবাসতে হলে, নিজের থেকে নিজে পালিয়ে বাঁচতে হয় না। মুখোমুখি দাঁড়াতে হয়। অভিমানের কষ্টের কাছে হাল ছেড়ে দিলে চলে না...

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেখানে ভালোবাসা পাওয়ার কথা সেখানেই গলদ। তাই পিছিয়েই যেতে হয়। হুম আপনার কথা সত্য কিন্তু তা যে হয়ে উঠে না

অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১:৩১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: চাহিদার কপালে দাঁড়ি দিতে পারলেই জীবন সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিয়ে দিলাম দাঁড়ি
অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.